সুনিদির্ষ্ট প্রতিকার আইন-১৮৭৭
ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের রাজত্বকালে ন্যায়পরতা আইনের সুত্রপাত হয়। যার ফলে ১৮৭৭ সালে সুনিদির্ষ্ট প্রতিকার আইন প্রণীত ও প্রকাশিত হয়।
★সুনিদির্ষ্ট প্রতিকার আইন বিধিবদ্ধ/প্রণীত/প্রবর্তন হয়-১৮৭৭ সালের ৭ ফেব্রয়ারি
★ আইনটি কার্যকর হয়-১৮৭৭ সালের ১লা মে।
★১৮৭৭ সালের ১ নং আইন
★এটি মূল আইন (Sabtantive law)
★ ধারা-৫৭টি
★ সর্বশেষ সংশোধিত হয়-২০০৪ সালে