দন্ডবিধি পরীক্ষা-২০১৩ ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কী? [B.C.Exam-2013] যাবজ্জীবন কারাদন্ড ১০ বছর সশ্রম কারাদন্ড ১০ বৎসরের বিনাশ্রম কারাদন্ড মৃত্যুদন্ড Continue >> পেনাল কোডের অধীনে কোনটি অনুমোদিত সাজা নয়? [B.C.Exam-2013] সম্পত্তি বাজেয়াপ্তকরণ কারাদন্ড জরিমানা বেত্রাঘাত Continue >> খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কী? [B.C.Exam-2013] ৭ বছরের কারাদন্ড ও জরিমানা ১৪ বছরের কারাদন্ড ও জরিমানা যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা ১০ বছরের কারাদন্ড ও জরিমানা Continue >> কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা - জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে- [B.C.Exam-2013] রাত্রিকালে গৃহে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ সিঁধ কেটে বা দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ গৃহে অনধিকার সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ Continue >> বসত ঘরে চুরির অপরাধের সর্বোচ্চ সাজা কি? [B.C.Exam-2013] ৭ বছরের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা ৭ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা ৫ বছরের কারাদন্ড ও জরিমানা ৩ বছরের কারাদন্ড ও জরিমানা Continue >> পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে? [B.C.Exam-2013] ৭ জন ২ জন ৫ জন ৩ জন Continue >> প্রতিটি দস্যুতায় রয়েছে- [B.C.Exam-2013] ডাকাতি এবং চুরি চুরি বা জোরপূর্বক সম্পত্তি আদায় চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায় জোরপূর্বক সম্পত্তি আদায় এবং চুরি Continue >> পেনাল কোড হলো একটি - [B.C.Exam-2013] Adjective law Procedural law Substantiv law Preventive law Continue >> X, Z এর মুখে ঘুষি মারিলে তাহার একটি দাঁত পড়িয়া যায় X এর কৃত অপরাধ হলো- [B.C.Exam-2013] মারাত্মক জখম ইচ্ছাকৃত জখম সাধারণ জখম হত্যার প্রচেষ্টা Continue >> ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান হলো- [B.C.Exam-2013] ৫টি ৭টি ৮টি ৩টি Continue >> X নিজেকে Y হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। X এর কৃত অপরাধ হলো - [B.C.Exam-2013] প্রতারণা ছদ্ধবেশে প্রবঞ্চনা ক্ষতি প্রবঞ্চনা Continue >> নিম্নের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? [B.C.Exam-2013] অবৈধ সমাবেশ গঠনে কৃতকর্ম অপরাধমূলক ষড়যন্ত্র করা আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃতকর্ম অপরাধ সংঘটনের পরিকল্পনা করা Continue >> A, Z এর দখলে থাকা একটি সম্পত্তি তার নিজের মনে করে সরল বিশ্বাস নিয়ে যায়। A এর কৃত অপরাধ হলো- [B.C.Exam-2013] কোন অপরাধ হয় নাই চুরি অর্থ আত্মসাৎ জোর পূর্বক সম্পত্তি আদায় Continue >> X অন্যায় ভাবে Y এর ক্ষতিসাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক Y এর একটা আংটি নদীতে নিক্ষেপ করে। X এর কৃত অপরাধ হলে- [B.C.Exam-2013] অর্থ আত্মসাৎ ক্ষতি জোর পূর্বক সম্পত্তি আদায় চুরি Continue >> Y এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে X বিঘ্ন সৃষ্টি করে এতে Y এর চলাচল বাধাগ্রস্ত হয়। X এর কৃত অপরাধ হলো- [B.C.Exam-2013] অন্যায় আটক অন্যায় নিয়ন্ত্রণ অন্যায় অর্পণ অন্যায়ভাবে বাধা Continue >> পেনাল কোডে কত প্রকারের আঘাতকে 'মারাত্মক ' হিসেবে চিহ্নিত করা হয়েছে? [B.C.Exam-2013] ৬ প্রকারের ৯ প্রকারের ১০ প্রকারের ৮ প্রকারের Continue >> চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? [B.C.Exam-2013] দন্ডায়মান গাছের সাথে জমির সাথে দালানের সাথে স্বর্ণালংকার সাথে Continue >> দন্ডবিধি পরীক্ষা-২০১৩ Thanks পুনরায় দেখতে চাইলে Play Again করুন। Just tell us who you are to view your results ! Your first name : Your email address : I consent to having form collect my name and email! The form collects name and email so that we can add you to our newsletter list for project updates. Check out our privacy policy for the full story on how we protect and manage your submitted data! Show my results >> Please share this quiz to view your results . Facebook PLAY AGAIN !