দন্ডবিধি পরীক্ষা-২০১২

দন্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা (Common intention) জনিত দায় সম্পর্কে বিধান আছে? [B.C.Exam-2012]

দন্ডবিধি (Penal Code) প্রণীত হয় কত সালে? [B.C.Exam-2012]

দন্ডবাধি কোন ধরণের আইন? [B.C.Exam-2012]

ক' থানায় অভিযোগ করে যে, তাহার ভাই 'খ' একটি সাদা কাগজে তাহাদের পিতার সই নকল করিয়াছে। দন্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? [B.C.Exam-2012]

দন্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে না। [B.C.Exam-2012]

দন্ডবিধি আনুযায়ী বেআইনী সমাবেশ (Unlawful Assembly) গঠনের কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিত প্রয়োজন? [B.C.Exam-2012]

দন্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না? [B.C.Exam-2012]

দন্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? [B.C.Exam-2012]

দন্ডবিধি অনুসারে অপহরণ (Kidnapping) কত প্রকার? [B.C.Exam-2012]

১৫ বছরের একটি ছেলের সম্মতিতে তাহার পড়াশোনার জন্য তাহাকে 'ক' বিদেশে নিয়ে যায়, দন্ডবিধি অনুসারে 'ক' কোন অপরাধ করিয়াছে? [B.C.Exam-2012]

'ক' এর প্ররোচনায় সরকারী কর্মচারী 'খ' তাহার জিম্মায় থাকা সরকারী টাকা আত্মসাৎ করিয়াছে 'ক' এর কি শাস্তি হইতে পারে? [B.C.Exam-2012]

কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দন্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়? [B.C.Exam-2012]

দন্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? [B.C.Exam-2012]

নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দন্ডবিধিতে উল্লেখিত আছে এবং তাহা Mens rea কে নির্দেশ করে? [B.C.Exam-2012]

দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদন্ড হইতে পারে? [B.C.Exam-2012]

কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়? [B.C.Exam-2012]

প্রতারণা (Cheating) এর সংজ্ঞা দন্ডবিধি কত ধারায় আছে? [B.C.Exam-2012]