Audio Test-120
প্রশ্ন: ১। বোবা সাক্ষী লিখে বা ইশারার মাধ্যমে যে সাক্ষী দিবে তাকে বলে-
ক) কোনটিই না
খ) দালিলিক সাক্ষ্য
গ) মৌখিক সাক্ষ্য
ঘ) মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য উভয়
উত্তর: মৌখিক সাক্ষ্য
প্রশ্ন: ২। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত দিন?
ক) ২১ বছর পর্যন্ত
খ) সাবালক্ত অর্জন পর্যন্ত
গ) ৬ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ৩। বাদী রহিম শুনানীর দিন আদালতে হাজির হতে পারে নাই বলে আদালত রহিমের মোকদ্দমা খারিজ করে দেয়। এ ক্ষেত্রে রহিমের প্রতিকার কি?
ক) আপিল অথবা মোকদ্দমা খারিজের আদেশ বাতিলের আবেদন করতে পারবে
খ) নতুন করে মামলা দায়ের করতে পারবে
গ) আপিল করতে পারবে
ঘ) মোকদ্দমা খারিজের আদেশ বাতিলের আবেদন করতে পারবে
উত্তর: আপিল অথবা মোকদ্দমা খারিজের আদেশ বাতিলের আবেদন করতে পারবে
প্রশ্ন: ৪। দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে পক্ষদ্বয়ের উপস্থিতি বা অনুপস্থিতির ফলাফল সম্পর্কে বলা হয়েছে?
ক) অর্ডার ৭
খ) অর্ডার ১০
গ) অর্ডার ৯
ঘ) অর্ডার ৮
উত্তর: অর্ডার ৯
প্রশ্ন: ৫। বাংলাদেশ বার কাউন্সিল একটি-
ক) নির্বাচিত সংস্থা
খ) সমবায় সমিতি
গ) সাংবাদিক সংস্থা
ঘ) সংবিধিবদ্ধ সংস্থা
উত্তর: সংবিধিবদ্ধ সংস্থা
প্রশ্ন: ৬। কত ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রদান করা হয়?
ক) ৪৯৫ ধারা
খ) ৪৯১ ধারা
গ) ৪৯০ ধারা
ঘ) ৪৯২ ধারা
উত্তর: ৪৯২ ধারা
প্রশ্ন: ৭। দন্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দানীয় নরহত্যা খুন বলিয়া বিবেচিত হইবে না?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৬টি
ঘ) ৩টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ৮। ফৌজদারী কার্যবিধির কত ধারায় আদালত মামলার কার্যক্রম স্থগিত বা মূলতবী রাখতে পারে?
ক) ৩৬০ ধারায়
খ) ৩৪৪ ধারায়
গ) ৩৪০ ধারায়
ঘ) ৩৫০ ধারায়
উত্তর: ৩৪৪ ধারায়
প্রশ্ন: ৯। Rape (ধর্ষণ) এর সর্বোচ্চ শাস্তি কি?
ক) অর্থদন্ড
খ) ১০ বছর কারাদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) ১৪ বছর পর্যন্ত কারাদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ১০। শুনানীর দিন বাদী উপস্থিত হতে না পারায় আদালত মোকদ্দমা খারিজ করেছে এ ক্ষেত্রে বাদীর প্রতিকার কি?
ক) সবগুলো
খ) খারিজ আদেশ বাতিলের আবেদন করবেন
গ) রিভিউ
ঘ) রিভিশন
উত্তর: খারিজ আদেশ বাতিলের আবেদন করবেন
প্রশ্ন: ১১। ফৌজদারী কার্যবিধি অনুসারে যে কোন দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করতে হয় ৩০ দিনের মধ্যে ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে?
ক) ১৫০ অনুচ্ছেদে
খ) ১৫৪ অনুচ্ছেদে
গ) ১৫৭ অনুচ্ছেদে
ঘ) ১৫৫ অনুচ্ছেদে
উত্তর: ১৫৪ অনুচ্ছেদে
প্রশ্ন: ১২। চুক্তির সুনিদির্ষ্ট সম্পাদনের মোকদ্দমা দায়েরের তামাদি সময় কত?
ক) ১২ বৎসর
খ) ৬ মাস
গ) ১ বৎসর
ঘ) ৩ বৎসর
উত্তর: ১ বৎসর
প্রশ্ন: ১৩। অধিকার লঙ্ঘনের ফলে যে ক্ষতি হবে, তার বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া কোন সম্ভবনা না থাকলে আদালত কোন আদেশটি দিতে পারে?
ক) স্থায়ী নিষেধাজ্ঞা
খ) কোনটিই নয়
গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
ঘ) অস্থায়ী নিষেধাজ্ঞা
উত্তর: স্থায়ী নিষেধাজ্ঞা
প্রশ্ন: ১৪। আদালত সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে চাইলে কোন আইন অনুসরন করবে?
ক) তামাদী আইন
খ) দেওয়ানি কার্যবিধি
গ) সালিশ আইন ২০০১
ঘ) ফৌজদারী কার্যবিধি
উত্তর: সালিশ আইন ২০০১
প্রশ্ন: ১৫। সমন যদি যথাযথ সময়ের মধ্যে জারী করা না হয়, তাহলে আদালত কি আদেশ দিবে?
ক) মামলা স্থগিতের
খ) সবগুলি
গ) মামলা খারিজের আদেশ দিবে
ঘ) মামলা মূলতবির এবং পরবর্তী দিন নির্ধারন করবে
উত্তর: মামলা মূলতবির এবং পরবর্তী দিন নির্ধারন করবে
প্রশ্ন: ১৬। শুধু চুরির সাজা কত?
ক) ৫ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
গ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
ঘ) ২ বছর কারাদন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
প্রশ্ন: ১৭। আদালত অবমাননার জন্য প্রদত্ত জরিমানা অনাদায়ে আদালত অনধিক কত দিনের কারাদন্ড প্রদান করতে পারেন?
ক) ৪ মাস
খ) ৬ মাস
গ) ৩ মাস
ঘ) ১ মাস
উত্তর: ১ মাস
প্রশ্ন: ১৮। বসতঘরে চুরি অপরাধের সর্বোচ্চ সাজা কি?
ক) ২ বছর কারাদন্ড ও অর্থদন্ড
খ) ৫ বছর কারাদন্ড ও অর্থদন্ড
গ) ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড ও অর্থদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড
প্রশ্ন: ১৯। নিচের কোন ক্ষেত্রে যৌথ দায়(Joint liablity) হইবে?
ক) কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করিলে
খ) অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়ে অপরাধ করিলে
গ) সাধারণ অভিপ্রায় থাকিলে
ঘ) সবকটি
উত্তর: সবকটি
প্রশ্ন: ২০। বাসগৃহে চুরির সাজা কত ধারায়?
ক) ৩৭৮ ধারায়
খ) ৩৮০ ধারায়
গ) ৩৮২ ধারায়
ঘ) ৩৮১ ধারায়
উত্তর: ৩৮০ ধারায়
প্রশ্ন: ২১। কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়?
ক) আসবাবপত্রের ক্ষেত্রে
খ) নগদ টাকার ক্ষেত্রে
গ) জমির ক্ষেত্রে
ঘ) অলংকারের ক্ষেত্রে
উত্তর: জমির ক্ষেত্রে
প্রশ্ন: ২২। দন্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমসমূহের বিষয় উল্লেখিত আছে?
ক) ১ম অধ্যায়
খ) ৪র্থ অধ্যায়
গ) ২য় অধ্যায়
ঘ) ৫ম অধ্যায়
উত্তর: ৪র্থ অধ্যায়
প্রশ্ন: ২৩। দেওয়ানী কার্যবিধির কত ধারা অনুসারে তত্ত্বাবধায়ক নিয়োগ করা যায়?
ক) ৯১ ধারা অনুসারে (অর্ডার-৪০)
খ) ৯২ ধারা অনুসারে (অর্ডার-৪০)
গ) ৯৫ ধারা অনুসারে (অর্ডার-৪০)
ঘ) ৯৪ ধারা অনুসারে (অর্ডার-৪০)
উত্তর: ৯৪ ধারা অনুসারে (অর্ডার-৪০)
প্রশ্ন: ২৪। যদি কোন আসামী চার্জ গঠনকালে স্বীকার করে যে সে অভিযুক্ত অপরাধটি সংঘটন করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন আসামী-
ক) অব্যহতির
খ) সাজার
গ) মুক্তির
ঘ) খালাসের
উত্তর: সাজার
প্রশ্ন: ২৫। কোন অপরাধ সংঘটনের প্ররোচনার জন্য কোন শাস্তির উল্লোখ না থাকিলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হইবে-
ক) ১২ বছর
খ) ৫ বছর
গ) ৭ বছর
ঘ) যে অপরাধটি হইয়াছে তাহার জন্য নির্ধারিত শাস্তি
উত্তর: যে অপরাধটি হইয়াছে তাহার জন্য নির্ধারিত শাস্তি