Audio Test-119

প্রশ্ন: ১। মোকদ্দমার কোন পক্ষই হাজির না হলে আদালত মামলাটি-
ক) সবগুলি
খ) ডিক্রি দিবে
গ) একতরফা ডিক্রিদিবে
ঘ) ডিসমিস করবে

উত্তর: ডিসমিস করবে

প্রশ্ন: ২। নির্ধারিত ৬০ দিনে মধ্যস্থতা করতে ব্যর্থ হলে আদালত কত দিন সময় বৃদ্ধি করতে পারে?
ক) ৩০ দিন
খ) ২১ দিন
গ) ৬০ দিন
ঘ) ৯০ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ৩। মামলা মধ্যস্থতা করার জন্য প্যানেল প্রস্তুত করার জন্য জেলা জজ কার সাথে আলোচনা করবে?
ক) জেলা বার এসোসিয়েশনের সম্পাদকের সাথে
খ) বার কাউন্সিলের সভাপতির সাথে
গ) কোনটই নয়
ঘ) জেলা বার এসোসিয়েশনের সভাপতির সাথে

উত্তর: জেলা বার এসোসিয়েশনের সভাপতির সাথে

প্রশ্ন: ৪। বন্ধকী অস্থাবর সম্পত্তি পুণরুদ্ধারের মামলায় তামাদিকাল ৩০ বছর ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ১৫০ অনুচ্ছেদে
খ) ১৫৫ অনুচ্ছেদে
গ) ১৪৮ অনুচ্ছেদে
ঘ) ১৪৫ অনুচ্ছেদে

উত্তর: ১৪৫ অনুচ্ছেদে

প্রশ্ন: ৫। চুরির সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ক) ৩৭৯ ধারায়
খ) ৩৭৮ ধারায়
গ) ৩৮০ ধারায়
ঘ) ৩৮২ ধারায়

উত্তর: ৩৭৮ ধারায়

প্রশ্ন: ৬। একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কারাদন্ড দিতে পারে অনধিক –
ক) ৫ বছর
খ) ৩ বছর
গ) ১০ বছর
ঘ) ৭ বছর

উত্তর: *৫ বছর

প্রশ্ন: ৭। কত দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়?
ক) ৬০ দিন
খ) ১২০ দিন
গ) ৩০ দিন
ঘ) ৯০ দিন

উত্তর: ৬০ দিন

প্রশ্ন: ৮। মোকদ্দমা খারিজ সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার ও রুলে বলা হইয়াছে?
ক) অর্ডার ৯ রুল ৮
খ) অর্ডার ৯ রুল ৩
গ) অর্ডার- ৯ রুল- ৩ ও ৮
ঘ) অর্ডার ৯ রুল ২

উত্তর: অর্ডার- ৯ রুল- ৩ ও ৮

প্রশ্ন: ৯। যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সে ক্ষেত্রে জরিমানা অনাদায়ে দন্ড হইবে-
ক) কোনটিই নহে
খ) সশ্রম
গ) বিনাশ্রম
ঘ) নির্জন কারাবাস

উত্তর: বিনাশ্রম

প্রশ্ন: ১০। সাক্ষ্য আইনের কত ধারা অনুসারে সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যায়?
ক) ১৪৬ ধারা
খ) ১৪২ ধারা
গ) ১৪৩ ধারা
ঘ) ১৪৫ ধারা

উত্তর: ১৪৫ ধারা

প্রশ্ন: ১১। মোট কয়টি বিষয়ে আদালত বিচারিক ভাবে দৃষ্টি গোচর করবেন?
ক) ৫টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ৮টি

উত্তর: ১১টি

প্রশ্ন: ১২। দন্ডবিধির কোন ধারায় ‘জজ’ এর সংজ্ঞা প্রদান করা হইয়াছে?
ক) ২০ ধারা
খ) ২১ ধারা
গ) ২২ ধারা
ঘ) ১৯ ধারা

উত্তর: ১৯ ধারা

প্রশ্ন: ১৩। দন্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডের সময় সীমা কত?
ক) ২০ বছর কারাদন্ড
খ) ৩০ বছর কারাদন্ড
গ) মৃত্যু অবধি
ঘ) ১৪ বছর কারাদন্ড

উত্তর: ৩০ বছর কারাদন্ড

প্রশ্ন: ১৪। আদালত কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবেন?
ক) সবকটি
খ) ভূমিকামূলক বিষয়ে
গ) অবিসাংবাদিত
ঘ) যে বিষয়টি যথেষ্ট প্রমানিত হয়েছে

উত্তর: সবকটি

প্রশ্ন: ১৫। তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামীকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক-
ক) ২১ দিন
খ) ৭ দিন
গ) ১৫ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ১৫ দিন

প্রশ্ন: ১৬। চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
ক) সবগুলো
খ) দন্ডায়মান গাছের
গ) জমির অপরাধের সাথে
ঘ) স্বর্ণালংকার সাথে

উত্তর: স্বর্ণালংকার সাথে

প্রশ্ন: ১৭। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
ক) ১৫ জন
খ) ১৬ জন
গ) ১৩ জন
ঘ) ১৪ জন

উত্তর: ১৫ জন

প্রশ্ন: ১৮। দায়রা জজ কত ধারায় আসামিকে খালাস বা দোষি সাব্যস্ত করে?
ক) ২৬৬ ধারা
খ) ২৬৫ ধারা
গ) ২৬৮ ধারা
ঘ) ২৬৯ ধারা

উত্তর: ২৬৫ ধারা

প্রশ্ন: ১৯। দেওয়ানী কার্যবিধি সংশোধনী আইন ২০১২ অনুুযায়ী বিবাদী সর্বোচ্চ কত দিনের মধ্যে জবাব না দিলে মোকদ্দমা একতরফা নিষ্পত্তি হবে?
ক) ৩০ দিন
খ) ৪৫ দিন
গ) ৫৫ দিন
ঘ) ৬০ দিন

উত্তর: ৬০ দিন

প্রশ্ন: ২০। দন্ডবিধির কত ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ আছে?
ক) ৩৯২ ধারায়
খ) ৩৯৯ ধারায়
গ) ৩৯৬ ধারায়
ঘ) ৩৯০ ধারায়

উত্তর: ৩৯৬ ধারায়

প্রশ্ন: ২১। জেরায় নিম্নেের কোন প্রশ্ন করা যায়, যাহা সাক্ষ্য আইনের ১৪৬ ধারায় বলা হয়েছে?
ক) সবগুলি
খ) তার পরিচয় ও মর্যাদা জানার জন্য প্রশ্ন
গ) তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করার জন্য
ঘ) সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন

উত্তর: সবগুলি

প্রশ্ন: ২২। ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে নিম্নের কোন আদালতের রিভিশন ক্ষমতা আছে?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ) জেলা জজ আদালত
ঘ) দায়রা জজ আদালত

উত্তর: দায়রা জজ আদালত

প্রশ্ন: ২৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে রিভিশনের বিধান দেওয়ানী কার্যবিধির
ক) ১১৫(১) ধারা
খ) ১১৫(৩) ধারা
গ) ১১৫(৪) ধারা
ঘ) ১১৫(২) ধারা

উত্তর: ১১৫(১) ধারা

প্রশ্ন: ২৪। দন্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে?
ক) ৩ প্রকার
খ) ৭ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৪ প্রকার

উত্তর: ৫ প্রকার

প্রশ্ন: ২৫। তামাদি আইনের বিধানসমূহ ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নিয়মের ব্যতিক্রম হলো?
ক) মূল মামলা ও আপীল দায়েরের ক্ষেত্রে
খ) রিভিউ দায়েরের ক্ষেত্রে
গ) আপীল দায়েরের ক্ষেত্রে
ঘ) মূল মামলা দায়েরের ক্ষেত্রে

উত্তর: আপীল দায়েরের ক্ষেত্রে