Audio Test-05

প্রশ্ন: ১। ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণকারীর মৃত্যু ঘটানো ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারে পড়ে ইহা কোন ধারার বিধান?

ক) ৯৮ ধারার

খ) ৯৬ ধারার

গ) ১০০ ধারার

ঘ) ৯৯ ধারার

উত্তর: ১০০ ধারার

 

প্রশ্ন: ২। কোন মামলা আপীল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদীর মেয়াদ গণনা করিবে, যেই দিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ দিতে হইবে ইহা কোন ধারার বিধান?

ক) ৯ ধারা

খ) ১২ ধারা

গ) ১১ ধারা

ঘ) ১৫ ধারা

উত্তর: ১২ ধারা

 

প্রশ্ন: ৩। সম্পত্তির বা পদের বা নাগরিক অধিকার সম্পর্কিত মামলাকে দেওয়ানী মামলা বলা হয় ইহা কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?

ক) ৭ ধারা

খ) ১০ ধারা

গ) ৮ ধারা

ঘ) ৯ ধারা

উত্তর: ৯ ধারা

 

প্রশ্ন: ৪। Leading question কি?

ক) স্বাক্ষীর স্মৃতিচারণমূলক প্রশ্ন

খ) কোনটিই নয়

গ) প্রত্যাশিত উত্তরের জন্য ইঙ্গিত বাহী প্রশ্ন

ঘ) সাক্ষীকে বিভ্রান্তকারী প্রশ্ন

উত্তর: প্রত্যাশিত উত্তরের জন্য ইঙ্গিত বাহী প্রশ্ন

 

প্রশ্ন: ৫। তামাদি আইনের কোন ধারা মতে, আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হইলে সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিনে আপিল বা দরখাস্ত দায়ের করা যায়?

ক) ৪ ধারা

খ) ৫ ধারা

গ) ৭ ধারা

ঘ) ৩ ধারা

উত্তর: ৪ ধারা

 

প্রশ্ন: ৬। এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে পারেন?

ক) সবকটি

খ) চীপ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট

গ) চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ঘ) ১ম শ্রেনির ম্যাজিস্ট্রেট

উত্তর: চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

 

প্রশ্ন: ৭। ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?

ক) যে প্রশ্নের হ্যাঁ বা না সূচক উত্তর করে থাকে

খ) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে

গ) যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে

ঘ) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে

উত্তর: যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে

 

প্রশ্ন: ৮। কেরানী বা চাকর কর্তক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করণের সর্বোচ্চ শাস্তি কত?

ক) ৭ বছর কারাদন্ড

খ) ১২ বছর কারাদন্ড

গ) ৭ বছর কারাদন্ড এবং তদপরি অর্থদন্ডে দন্ডনীয় হইবে

ঘ) ৫ বছর কারাদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড এবং তদপরি অর্থদন্ডে দন্ডনীয় হইবে

 

প্রশ্ন: ৯। কোন আইনের মাধ্যমে দ্যা এ্যভিডেন্স এ্যাক্ট, ১৮৭২ কে চট্রগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?

ক) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন

খ) পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮

গ) চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০

ঘ) পার্বত্য জেলা সমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯

উত্তর: চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০

 

প্রশ্ন: ১০। বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারে?

ক) ৫ বছর

খ) ৭ বছর

গ) ৩ বছর

ঘ) ১০ বছর

উত্তর: ৭ বছর

 

প্রশ্ন: ১১। স্বীকৃত বা স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে উল্লেখ করা হয়েছে?

ক) অর্ডার ১২

খ) অর্ডার ১১

গ) অর্ডার ১০

ঘ) অর্ডার ১৩

উত্তর: অর্ডার ১২

 

প্রশ্ন: ১২। বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে?

ক) পাবলিক প্রসিকিউটার

খ) চীফ জাস্টিস

গ) আইনমন্ত্রী

ঘ) এর্টনি জেনারেল

উত্তর: এর্টনি জেনারেল

 

প্রশ্ন: ১৩। দন্ডবিধির ৪০৬ ধারার মামলা-

ক) জামিনযোগ্য

খ) অজামিনযোগ্য, আমলযোগ্য

গ) আমলযোগ্য

ঘ) জামিনযোগ্য নহে

উত্তর: অজামিনযোগ্য, আমলযোগ্য

 

প্রশ্ন: ১৪। স্বীকারোক্তির উপর ভিক্তি করে আদালত রায় বা আদেশ প্রদান করতে পারে ইহা অর্ডার ১২ এর কোন রুলে বলা হয়েছে?

ক) রুল ৭

খ) রুল ৪

গ) রুল ৩

ঘ) রুল ৬

উত্তর: রুল ৬

 

প্রশ্ন: ১৫। বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য সংখ্যা কত?

ক) ৪৬,০০০ জন

খ) ৪০,০০০ জন

গ) ৩ জন

ঘ) ১৫ জন

উত্তর: ১৫ জন

 

প্রশ্ন: ১৬। ২০১২ সালের সংশোধনী অনুুযায়ী কত দিনের মধ্যে মোকদ্দমার এক পক্ষ অপরপক্ষকে দলিল স্বীকার করার জন্য আহবান করতে পারে?

ক) ৪৫ দিন

খ) ১৫ দিন

গ) ২১ দিন

ঘ) ৩০ দিন

উত্তর: ১৫ দিন

 

প্রশ্ন: ১৭। ম্যাজিস্ট্রেট সি. আর. মামলা খারিজ বা প্রত্যাহার করলে কোথায় আবেদন করতে হবে?

ক) ম্যাজিস্ট্রেট আদিলতে

খ) দায়রা আদালতে

গ) আপিল আদালতে

ঘ) হাইকোটে বিভাগে

উত্তর: দায়রা আদালতে

 

প্রশ্ন: ১৮। বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হইতেছেন-

ক) পদাধিকার বলে এ্যাটর্নি জেনারেল

খ) নির্বাচিত

গ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত

ঘ) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত

উত্তর: পদাধিকার বলে এ্যাটর্নি জেনারেল

 

প্রশ্ন: ১৯। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারেন?

ক) ১০০০০ টাকা

খ) ৩০০০ টাকা

গ) ৫০০০ টাকা

ঘ) ২০০০ টাকা

উত্তর: ১০০০০ টাকা

 

প্রশ্ন: ২০। মানবদেহ ক্ষুন্নকারী যেকোন অপরাধের বিরুদ্ধে নিজ দেহ বা অন্য কোন ব্যক্তির দেহ প্রতিরক্ষার অধিকার থাকিবে ইহা কোন ধারার বিধান?

ক) ৯৬ ধারার

খ) ৯৭ ধারার

গ) ১৯৮ ধারার

ঘ) ৯৯ ধারার

উত্তর: ৯৭ ধারার

 

প্রশ্ন: ২১। Power of attorney এর দলিলের যথার্থতা কোন ধরণের অনুমান?

ক) খন্ডযোগ্য অনুমান

খ) চুড়ান্ত অুমান

গ) ঘটনার অনুমান

ঘ) অখন্ডযোগ্য অনুমান

উত্তর: খন্ডযোগ্য অনুমান

 

প্রশ্ন: ২২। দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার হিসাবে যে সকল ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় সেই ক্ষেত্রগুলি কোন ধারায় বর্ণনা করা আছে?

ক) ১০০ ধারায়

খ) ৯৭ ধারায়

গ) ৯৮ ধারায়

ঘ) ৯৯ ধারায়

উত্তর: ১০০ ধারায়

 

প্রশ্ন: ২৩। অপরাধ মুলক বিশ্বাস ভঙ্গের শাস্তি কত ধারায়?

ক) ৪০৬ ধারায়

খ) ৪০৭ ধারায়

গ) ৪০৯ ধারায়

ঘ) ৪০৫ ধারায়

উত্তর: ৪০৬ ধারায়

 

প্রশ্ন: ২৪। দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কের বিধান কোন ধারায় বর্ণনা করা হয়েছে?

ক) ১০১ ধারায়

খ) ৯৯ ধারায়

গ) ১০২ ধারায়

ঘ) ১০০ ধারায়

উত্তর: ১০২ ধারায়

 

প্রশ্ন: ২৫। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় বাদীকে প্রমান করতে হয়-

ক) বেদখল

খ) দখল

গ) দখল ও বেদখল

ঘ) স্বত্ব ও দখল

উত্তর: দখল ও বেদখল