Audio Test-06

প্রশ্ন: ১। ফৌজদারী কার্যবিধির কোন ধারার অধীনে হাইকোট বিভাগ হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দানের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?

ক) ৪৯৩ ধারায়

খ) ৪৯১ ধারায়

গ) ৪০১ ধারায়

ঘ) ৫০২ ধারায়

উত্তর: ৪৯১ ধারায়

প্রশ্ন: ২। নিম্নের কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য (Direct Evidenc) হিসেবে গণ্য করা যায়?

ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই বা শুনেন নাই

খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন

গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত

ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই

উত্তর: যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন

প্রশ্ন: ৩। ফৌজদারী কার্যবিধি অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেটবর্গকে কতটি শ্রেণিতে বিভক্ত করা যায়?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর: ৪টি

প্রশ্ন: ৪। বিচার্য বিষয় স্থিরীকরণ এবং আইনগত বিচার্য বিষয় অথবা স্বীকৃত মতে বিচার্য বিষয়ের উপর মামলা নির্ধারণ সম্পর্কে কোন অর্ডারে বলা হইয়াছে?

ক) অর্ডার ১৪

খ) অর্ডার ১২

গ) অর্ডার ১১

ঘ) অর্ডার ১৫

উত্তর: অর্ডার ১৪

প্রশ্ন: ৫। তামাদি আইনের কোন ধারার বিধানটির মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক) ৫ ধারা

খ) ৬ ধারা

গ) ৪ ধারা

ঘ) ৩ ধারা

উত্তর: ৫ ধারা

প্রশ্ন: ৬। সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারে মৃত্যু ঘটাইবার ক্ষেত্রসমূহ কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?

ক) ১০১ ধারায়

খ) ১০০ ধারায়

গ) ৯৯ ধারায়

ঘ) ১০৩ ধারায়

উত্তর: ১০৩ ধারায়

প্রশ্ন: ৭। স্থাবর সম্পত্তিতে প্রকৃত মালিক ছাড়া দখলকারীদের স্বত্বই উৎকৃষ্ট স্বত্ব ইহা এস আর এ্যাক্টের কোন ধারার বিধান?

ক) ৮ ধারা

খ) ৪২ ধারা

গ) ৯ ধারা

ঘ) ১০ ধারা

উত্তর: ৯ ধারা

প্রশ্ন: ৮। হাইকোর্ট বিভাগ সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে?

ক) ৭ বছর

খ) ১০ বছর

গ) ১৪ বছর

ঘ) যাবজ্জীবন

উত্তর: ১০ বছর

প্রশ্ন: ৯। প্রমাণের দায়িত্ব কার?

ক) বাদীর

খ) সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষের

গ) আসামীর ও সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষের

ঘ) বিবাদীর

উত্তর: সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষের

প্রশ্ন: ১০। সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতির প্রতপফলন ঘটেছে? [B.J.S Exam-2013]

ক) ৪৭ ধারা

খ) ৩৯ ধারা

গ) ৪০ ধারা

ঘ) ৪৬ ধারা

উত্তর: ৪০ ধারা

প্রশ্ন: ১১। S.R Act এর কোন ধারার মামলায় ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল বা রিভিও আবেদন করা যায় না?

ক) সবকটি

খ) ৯ ধারা

গ) ৬ ধারা

ঘ) ৪২ ধারা

উত্তর: ৯ ধারা

প্রশ্ন: ১২। উদঘাটন ও পরিদর্শন দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার?

ক) অর্ডার ১০

খ) অর্ডার ১৫

গ) অর্ডার ১১

ঘ) অর্ডার ১৪

উত্তর: অর্ডার ১১

প্রশ্ন: ১৩। কোন ধারায় গ্রেফতারকারী অফিসারকে অপরাধজনক অস্ত্র আটক করার ক্ষমতা দেয়া হয়েছে?

ক) ৫৩ ধারায়

খ) ৪৬ ধারায়

গ) ৫২ ধারায়

ঘ) ৪৪ ধারায়

উত্তর: ৫৩ ধারায়

প্রশ্ন: ১৪। ঘটনার অনুমানের অন্য নাম-

ক) অবশ্যই ধরে নিত হবে

খ) ধরে নিতে পারে

গ) অখন্ডযোগ্য অনুমান

ঘ) খন্ডযোগ্য অনুমান

উত্তর: ধরে নিতে পারে

প্রশ্ন: ১৫। দেওয়ানী মামলার বিচার্য বিষয় কত প্রকার?

ক) কোন প্রকার নেই

খ) ২ প্রকার

গ) ৩ প্রকার

ঘ) ৫ প্রকার

উত্তর: ২ প্রকার

প্রশ্ন: ১৬। হাইকোর্ট বিভাগ কি ধরনের দন্ড দিতে পারে?

ক) আইনে অনুমোদিত যে কোন দন্ড

খ) ৭ বছরের কারাদন্ড

গ) ৫ বছরের কারাদন্ড

ঘ) ১২ বছরের কারাদন্ড

উত্তর: আইনে অনুমোদিত যে কোন দন্ড

প্রশ্ন: ১৭। সাব্যস্ত দেনাদারের সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?

ক) ২(৭) ধারা

খ) ২(৯) ধারা

গ) ২(১১) ধারা

ঘ) ২(১০) ধারা

উত্তর: ২(১০) ধারা

প্রশ্ন: ১৮। যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়েরের অধিকারী ব্যক্তি তামাদীর মেয়াদকালে নাবালক উম্মাদ বা জড় বুদ্ধি সম্পন্ন থাকে সেইক্ষেত্রে উক্ত অপারগতার অবসান হইবার পর মামলা বা দরখাস্ত দাখিল করিতে পারে ইহা কোন ধারার বিধান?

ক) ৫ ধারা

খ) ৬ ধারা

গ) ৩ ধারা

ঘ) ৪ ধারা

উত্তর: ৬ ধারা

প্রশ্ন: ১৯। দন্ডবিধির ৪০০ ধারায় বলা হইয়াছে-

ক) গুরুতর আঘাত সংঘটনের উদ্যোগ সহকারে ডাকাতি

খ) সবগুলো

গ) ডাকাত দলভুক্ত হওয়ায় শাস্তি

ঘ) মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ

উত্তর: ডাকাত দলভুক্ত হওয়ায় শাস্তি

প্রশ্ন: ২০। আদালত পক্ষদের পরীক্ষা করেন দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার অনুুযায়ী –

ক) অর্ডার ১৫

খ) অর্ডার ১০

গ) অর্ডার ১১

ঘ) অর্ডার ৯

উত্তর: অর্ডার ১০

প্রশ্ন: ২১। একটি দলিলের সত্যায়িত কপিকে কোন ধরনের অনুমান বলা হয়?

ক) খন্ডনযোগ্য অনুমান

খ) কোনটিই নয়

গ) ঘটনার অনুমান

ঘ) অখন্ডনযোগ্য অনুমান

উত্তর: খন্ডনযোগ্য অনুমান

প্রশ্ন: ২২। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়?

ক) জবানবন্দি ও জেরা উভয় সময়

খ) জবানবন্দী গ্রহনের সময়

গ) জেরার সময়

ঘ) পুনঃ জবানবন্দী গ্রহনের সময়

উত্তর: জেরার সময়

প্রশ্ন: ২৩। নালিশী মামলা খারিজ হলে কি করবেন?

ক) নতুন করে মামলা করতে হবে

খ) আপীল

গ) রিভিশন

ঘ) রিভিউ

উত্তর: রিভিশন

প্রশ্ন: ২৪। সরকারী কর্মচারী বা ব্যাংকার, বর্ণিক অথবা প্রতিনিধি কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি কি?

ক) যাবজ্জীবন কারাদন্ড

খ) ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড

গ) যাবজ্জীবন কারাদন্ড অথবা ১০ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

ঘ) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইতে পারে

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড অথবা ১০ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

প্রশ্ন: ২৫। তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে প্রতিকার কি?

ক) পরবর্তী কার্যদিবসে দাখিল করবে

খ) কোনটিই নয়

গ) মামলা খারিজ করবে

ঘ) মামলা গ্রহণ করবে

উত্তর: পরবর্তী কার্যদিবসে দাখিল করবে