Audio Test-10

প্রশ্ন ১। মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণকারীর আক্রমন প্রতিহতের জন্য তাহার মৃত্যু ঘটানো কোন অপরাধ নয় তাহা দন্ডবিধির কোন ধারার বিধান?
ক) ৯৮ ধারার
খ) ৯৯ ধারার
গ) ১০২ ধারার
ঘ) ১০০ ধারার

উত্তর: ১০০ ধারার

প্রশ্ন ২। ফৌজদারী কার্যবিধির ২৪৮ ধারার বিধান কি?
ক) খালাসের
খ) অব্যহতির
গ) শাস্তির
ঘ) নালিশ প্রত্যাহার

উত্তর: নালিশ প্রত্যাহার

প্রশ্ন ৩। গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর উদ্যেগকৃত আক্রমণকারীকে প্রতিহত করার জন্য তাহার মৃত্যু ঘটাইলেও কোন অপরাধ হইবে না ইহা দন্ডবিধির কোন ধারার বিধান?
ক) ১০৩ ধারার
খ) ৯৭ ধারার
গ) ৯৮ ধারার
ঘ) ১০০ ধারার

উত্তর: ১০০ ধারার

প্রশ্ন ৪। হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তরের ক্ষমতা কিসের ভিক্তিতে প্রয়োগ করে?
ক) স্বতঃপ্রবৃত্ত হয়ে
খ) সরকারি আদেশে
গ) স্বতঃপ্রবৃত্ত হয়ে এবং আবেদনের ভিত্তিতে প্রয়োগ করে
ঘ) আবেদনের ভিত্তিতে প্রয়োগ করে

উত্তর: স্বতঃপ্রবৃত্ত হয়ে এবং আবেদনের ভিত্তিতে প্রয়োগ করে

প্রশ্ন ৫। বর্তমানে বাংলাদেশে কয় শ্রেণির ফৌজদারী আদালত আছে?
ক) ৪
খ) ৩
গ) ২
ঘ) ৫

উত্তর: ২

প্রশ্ন ৬। গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর আশঙ্কা না থাকিলে পুলিশের এ্যাকশনের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার নাই ইহা দন্ডবিধির কোন ধারার বিধান?
ক) ১০৩ ধারা
খ) ৯৯ ধারা
গ) ৯৮ ধারা
ঘ) ১০০ ধারা

উত্তর: ৯৯ ধারা

প্রশ্ন ৭। মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেটের এর স্থানীয় অধিক্ষেত্র কোন এলাকায়?
ক) পৌরসভা এলাকায়
খ) উপজেলা এলাকায়
গ) সবকয়টি এলাকায়
ঘ) মহানগর এলাকায়

উত্তর: মহানগর এলাকায়

প্রশ্ন ৮। যে সকল ক্ষেত্রে চুক্তি সুনিদির্ষ্টভাবে সম্পাদনের আদেশ দেওয়া যায় সেই ক্ষেত্রগুলির মধ্যে একটি হইল?
ক) সম্মতিভুক্ত কাজ সম্পাদনে বিশেষ মনযোগ দরকার যাহা অন্যের দ্বারা সম্ভব নয়
খ) সম্মতিভুক্ত কাজটি এমন কারুকাজের যাহা অন্য কোন ব্যক্তি দ্বারা সম্পাদন করা যায়না
গ) যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন করা না হইলে যে ক্ষতি হইবে তাহা নির্ণয় করিবার কোন আদালতের অস্তিত্ব থাকে না
ঘ) সম্মতিভুক্ত কাজটি করা না হইলে আর্থিকভাবে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকিলে

উত্তর: যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন করা না হইলে যে ক্ষতি হইবে তাহা নির্ণয় করিবার কোন আদালতের অস্তিত্ব থাকে না

প্রশ্ন ৯। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কোন ধারায়?
ক) ১১৯ ধারায়
খ) ১২০বি ধারা
গ) ১২০এ ধারা
ঘ) ১০৯ ধারা

উত্তর: ১২০বি ধারা

প্রশ্ন ১০। দোষ স্বীকার কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) ফৌজদারী ও দেওয়ানী
খ) ফৌজদারী
গ) দেওয়ানী
ঘ) প্রশাসনিক ট্রাইবুনাল মামলায়

উত্তর: ফৌজদারী

প্রশ্ন ১১। সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আরম্ভ ও স্থিতিশীল সম্পর্কে কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক) ১০৫ ধারায়
খ) ১০২ ধারায়
গ) ১০৪ ধারায়
ঘ) ১০০ ধারায়

উত্তর: ১০৫ ধারায়

প্রশ্ন ১২। এডভোকেট হিসাবে তালিকা ভুক্তির জন্য একজন প্রার্থী ন্যূনতম বয়স কত হইবে?
ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ১৮ বছর
ঘ) ২১ বছর

উত্তর: ২১ বছর

প্রশ্ন ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা করলে সর্বোচ্চ কত টাকা কোর্ট ফি লাগে-
ক) ১০,০০০/-
খ) *৪০,০০০/-
গ) ২০,০০০/-
ঘ) ৫০,০০০/-

উত্তর:

প্রশ্ন ১৪। সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে?
ক) ৪৫ ধারায়
খ) ২৫ ধারায়
গ) ৩০ ধারায়
ঘ) ৬০ ধারায়

উত্তর: ৪০,০০০/-

প্রশ্ন ১৫। কোন ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকে?
ক) সবগুলে
খ) আইনগত অপারগ ব্যক্তি
গ) রাষ্টপতি
ঘ) নিঃস্ব ব্যক্তি

উত্তর: আইনগত অপারগ ব্যক্তি

প্রশ্ন ১৬। চোরাইমাল গ্রহণের শাস্তি কত ধারায়?
ক) ৪১৩ ধারায়
খ) ৪১১ ধারায়
গ) ৪১৪ ধারায়
ঘ) ৪১০ ধারায়

উত্তর: ৪১১ ধারায়

প্রশ্ন ১৭। অপরাধের সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির ৪ ধারার কোন উপধারায় বর্নিত আছে?
ক) উপধারা (ঠ)
খ) উপধারা (ণ)
গ) উপধারা (চ)
ঘ) উপধারা (ঢ)

উত্তর: উপধারা (ণ)

প্রশ্ন ১৮। ফৌজদারী কার্যবিধিতে এডভোকেটের সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে?
ক) ৪ (১) (ক) ধারায়
খ) ৪ ( ১) (কক) ধারায়
গ) ৪ (১) (খ) ধারায়
ঘ) ৫ ধারায়

উত্তর: ৪ (১) (ক) ধারায়

প্রশ্ন ১৯। বিচার্য বিষয় গঠিত হওয়ার পর কত দিনের মধ্যে আদালত চুড়ান্ত শুনানীর দিন নির্ধারণ করবেন?
ক) ৬০ দিন
খ) ১২০ দিন
গ) ৯০ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ১২০ দিন

প্রশ্ন ২০। দস্যূতা প্রতিরোধে মৃত্যু ঘটানো যায় ইহা কোন ধারার বিধান?
ক) ১০৫ ধারায়
খ) ১০৪ ধারায়
গ) ১০৩ ধারায়
ঘ) ১০১ ধারায়

উত্তর: ১০৩ ধারায়

প্রশ্ন ২১। বর্তমানে মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট কয় শ্রেনীর?
ক) ৪ শ্রেণির
খ) ৩ শ্রেণির
গ) ৫ শ্রেণির
ঘ) ২ শ্রেণির

উত্তর: ২ শ্রেণির

প্রশ্ন ২২। নিম্নের কোনটি পাবলিক দলিল (Public Document)?
ক) কবলা
খ) উইল
গ) রায়
ঘ) চিঠি

উত্তর: উইল

প্রশ্ন ২৩। যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন এই নীতিটি প্রতিফলিত হয়েছে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায়?
ক) ৫ ধারায়
খ) ১০ ধারায়
গ) ৮ ধারায়
ঘ) ৯ ধারায়

উত্তর: ৯ ধারায়

প্রশ্ন ২৪। প্রত্যেক মামলা উহা বিচারের যোগ্যতাসম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে বিচার করিতে হইবে, ইহা কোন ধারার বিধান?
ক) ১৩ ধারার
খ) ১৫ ধারার
গ) ১৮ ধারার
১৬ ধারার

উত্তর: ১৫ ধারার

প্রশ্ন ২৫। এডভোকেট সনদের জন্য আবেদনকারী Pupilage Diary তে অন্তত কয়টি দেওয়ানী মামলার নোট থাকিতে হইবে-
ক) ১০টি
খ) ১২টি
গ) ৫টি
ঘ) ৬টি

উত্তর: ৫টি