Audio Test-09
প্রশ্ন ১। নিম্নের কোনটি চোরাই মাল নয়-
ক) যে সম্পত্তি সরল বিশ্বাসে নিজের মনে করে অপরের নিকট হতে গ্রহণ করা হইয়াছে
খ) যে সম্পত্তি দস্যুতার মাধ্যমে অর্জিত
গ) যে সম্পত্তি বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্জিত
ঘ) যে সম্পত্তি অপরাধমূলক আত্মসাৎ এর সাধ্যমে অর্জিত
উত্তর: যে সম্পত্তি সরল বিশ্বাসে নিজের মনে করে অপরের নিকট হতে গ্রহণ করা হইয়াছে
প্রশ্ন ২। ‘রফিক’ নিজেকে মৃত ‘শফিক’ হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা করে ‘রফিক’ এর কৃত অপরাধ কি?
ক) ক্ষতি
খ) প্রতারণা
গ) সবগুলো
ঘ) ছদ্মবেশে প্রবঞ্চনা
উত্তর: ছদ্মবেশে প্রবঞ্চনা
প্রশ্ন ৩। চোরাই মাল বলা যায় না-
ক) প্রতারণামূলক হস্তান্তরের দ্বারা অর্জিত সম্পাদ
খ) যে সম্পত্তি বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্জিত
গ) যে সম্পত্তি ডাকাতির মাধ্যমে অর্জিত
ঘ) যে সম্পত্তি দস্যুতার মাধ্যমে অর্জিত
উত্তর: প্রতারণামূলক হস্তান্তরের দ্বারা অর্জিত সম্পাদ
প্রশ্ন ৪। বৈধ অপরাগতা বিদ্যমান থাকলে কতদিন পর তামাদির মেয়াদ গণনা শুরু হয়?
ক) ১ বছর পর
খ) আইনগত অপারগতা অপসারনের পর হইতে
গ) ৩ বছর পর
ঘ) ২ বছর পর
উত্তর: আইনগত অপারগতা অপসারনের পর হইতে
প্রশ্ন ৫। ভয়ভীতি ও প্রলোভন মুক্ত স্বীকারোক্তি-
ক) অপ্রত্যাশিত
খ) প্রাসঙ্গিক
গ) অপ্রাসঙ্গিক
ঘ) প্রত্যাশিত
উত্তর: প্রাসঙ্গিক
প্রশ্ন ৬। এখতিয়ার বিহীন আদালতে ভূলক্রমে মামলা দায়েরের জন্য ব্যয়িত সময় তামাদি মেয়াদ হইতে বাদ যাইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১১ ধারা
খ) ১৫ ধারা
গ) ১৪ ধারা
ঘ) ১২ ধারা
উত্তর: ১৪ ধারা
প্রশ্ন ৭। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আমলের অযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য মামলার সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৪(১)(চ)
খ) ৪(১)(গ)
খ) ৪(১)(খ)
ঘ) ৪(১)(ঢ)
উত্তর: ৪(১)(ঢ)
প্রশ্ন ৮। কোন দেওয়ানী আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিক্রি নয়, তাকে কী বলে?
ক) সোলে ডিক্রি
খ) রায়
গ) আদেশ
ঘ) কোনটিই না
উত্তর: আদেশ
প্রশ্ন ৯। অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করা হয় কোন আইন অনুযায়ী?
ক) দেওয়ানী কার্যবিধি-১৯০৮
খ) সুনিদির্ষ্ট প্রতিকার আইন-১৮৭৭
গ) ফৌজদারী কার্যবিধি-১৮৯৮
ঘ) তামাদি আইন-১৯০৮
উত্তর: দেওয়ানী কার্যবিধি-১৯০৮
প্রশ্ন ১০। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকিলে একজন এডভোকেট কোন সনদ প্রার্থীকে শিক্ষানবীশ (Pupil) হিসাবে গ্রহণ করতে পারেন?
ক) ১০ বছর
খ) ৮ বছর
গ) ৫ বছর
ঘ) ১২ বছর
উত্তর: ১০ বছর
প্রশ্ন ১১। ‘রফিক’ কিছু পণ্য সামগ্রী ‘শফিক’ এর নিকট জিম্মাদার হিসাবে মজুদ রাখে। ‘শফিক’ উক্ত পণ্য অন্যায়ভাবে হস্তান্তর করে। ‘রফিক’ এই পণ্য ফেরত পাওয়ার জন্য সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হবে?
ক) ১৪ ধারা
খ) ১২ ধারা
গ) ১৫ ধারা
ঘ) ১৩ ধারা
উত্তর: ১২ ধারা
প্রশ্ন ১২। নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করা যায়? [B.J.S Exam-2012]
ক) তর্কিত বিষয়
খ) যে কোন বিষয়
গ) বিশেষজ্ঞ মতামত বিষয়
ঘ) স্বীকৃত বিষয়
উত্তর: স্বীকৃত বিষয়
প্রশ্ন ১৩। ‘রফিক’ অন্যায়ভাবে ‘শফিক’ এর ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক ‘শফিক’ এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে, ‘রফিক’ এর কৃত অপরাধ হলো-
ক) দস্যুতা
খ) ক্ষতি
গ) জোরপূর্বক সম্পত্তি আদায়
ঘ) অর্থ আত্মসাৎ
উত্তর: ক্ষতি
প্রশ্ন ১৪। কত ধারায় পাবলিক প্রসিকিউটারকে মামলা প্রত্যাহারের ক্ষমতা দেয়া হয়েছে?
ক) ৩৯৪ ধারায়
খ) ৪৯৪ ধারায়
গ) ৩৫৪ ধারায়
ঘ) ৪৯৩ ধারায়
উত্তর: ৪৯৪ ধারায়
প্রশ্ন ১৫। বতর্মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় শ্রেণির?
ক) ৫ শ্রেণির
খ) ২ শ্রেণির
গ) ৪ শ্রেণির
ঘ) ৩ শ্রেণির
উত্তর: ৪ শ্রেণির
প্রশ্ন ১৬। স্বীকারোক্তি, স্বীকারোক্তিদানকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
ক) ২৫ ধারায়
খ) ২২ ধারায়
গ) ২১ ধারায়
ঘ) ২৩ ধারায়
উত্তর: ২১ ধারায়
প্রশ্ন ১৭। দলিলে বা দলিলের অনুলিপিতে তথ্য সঠিকভাবে বিধৃত হইলে সাক্ষী তাহার স্মৃতি পুনঃরুজ্জীবিত করার জন্য উহা নজরে নিলেও যদি মনে না পড়ে তবুও উহা দৃষ্টে তিনি সাক্ষ্য দিতে পারবেন ইহা কত ধারায় বলা আছে।
ক) ১৬৫ ধারা
খ) ১৫৯ ধারা
গ) ১৬০ ধারা
ঘ) ১৬২ ধারা
উত্তর: ১৬০ ধারা
প্রশ্ন ১৮। রেস-জুডিকাটা হইল:-
ক) মামলা দায়েরে বাধা
খ) মামলা স্থানান্তরে বাধা
গ) মামলা প্রত্যাহারে বাধা
ঘ) মামলা বিচারে বাধা
উত্তর: মামলা দায়েরে বাধা
প্রশ্ন ১৯। মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না? [B.J.S Exam-2012]
ক) পিতৃত্বের দাবী
খ) সম্পত্তি দান
গ) বৈবাহিক সম্পর্ক
ঘ) মৃত্যুর কারণ
উত্তর: সম্পত্তি দান
প্রশ্ন ২০। কোন কারণে আদালতে প্রথম শুনানীর দিনেই রায় ঘোষণা করতে পারে?
ক) আরজি এবং জবাবে কোন বিচার্য বিষয় না থাকলে
খ) পক্ষসমূহের মধ্যে আপোষ নিষ্পত্তি হলে
গ) পক্ষ দ্বয়ের অনুপস্থিতির কারণে
ঘ) কোনটিই নয়
উত্তর: আরজি এবং জবাবে কোন বিচার্য বিষয় না থাকলে
প্রশ্ন ২১। কোন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকারের জন্য নতুন করিয়া মামলা দায়ের করিতে পারে না ইহা কোন ধারার বিধান?
ক) ১২ ধারার বিধান
খ) ১০ ধারার বিধান
গ) ৯ ধারার বিধান
ঘ) ১১ ধারার বিধান
উত্তর: ১২ ধারার বিধান
প্রশ্ন ২২। জামিন নামা কে প্রস্তুত করে?
ক) আদালত
খ) বিবাদী
গ) আইনজীবী
ঘ) পুলিশ অফিসার
উত্তর: আইনজীবী
প্রশ্ন ২৩। বার কাউন্সিলের স্টান্ডিং কমিটি কয়টি?
ক) ২টি
খ) ৫টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: ৩টি
প্রশ্ন ২৪। প্রত্যেকটি আপীল মেমোতে স্বাক্ষর করবে কে?
ক) সবগুলো
খ) আপিলকারী এবং তার বিচারক
গ) আপীলকারী বা তার উকিল
ঘ) উকিল এবং রেসপন্ডেন্ট
উত্তর: আপীলকারী বা তার উকিল
প্রশ্ন ২৫। কোন ধরনের দোষ স্বীকারোক্তি শাস্তি প্রদানের অন্যতম প্রধানভিক্তি হতে পারে?
ক) জুডিসিয়াল স্বীকারোক্তি
খ) প্রত্যাহারকৃত স্বীকারোক্তি ও জুডিসিয়াল স্বীকারোক্তি
গ) প্রত্যাহারকৃত স্বীকারোক্তি
ঘ) এক্সট্রা জুডিসিয়াল স্বীকারোক্তি
উত্তর: জুডিসিয়াল স্বীকারোক্তি