Audio Test-08
প্রশ্ন: ১। দন্ডবিধিতে মোট কয় ধরনের শাস্তি আছে?
ক) ৪ প্রকার
খ) ৫ প্রকার
গ) ৬ প্রকার
ঘ) ৭ প্রকার
উত্তর: ৫ প্রকার
প্রশ্ন: ২। নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায় ইহা কত ধারায়?
ক) ১৫৪ ধারা
খ) ১৪৬ ধারা
গ) ১৫৫ ধারা
ঘ) ১৫১ ধারা
উত্তর: ১৫৪ ধারা
প্রশ্ন: ৩। ফৌজদারী কার্যবিধি অনুযায়ী দন্ডবিধির অধীন বর্ণিত অপরাধ সমূহের বিচার করতে পারে-
ক) হাইকোর্ট
খ) দ্বিতীয় তফসিলে বর্ণিত আদালত সমূহ
গ) দায়রা আদালত
ঘ) সবগুলো আদালত
উত্তর: সবগুলো আদালত
প্রশ্ন: ৪। একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
ক) উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
খ) উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য
গ) উক্ত স্বীকারোক্তি আইনতঃ অগ্রহণযোগ্য
ঘ) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
উত্তর: উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
প্রশ্ন: ৫। সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে মামলা দেওয়ানী আদালতে দায়ের করতে হইবে ইহা কোন ধারার বিধান?
ক) ৯ ধারা
খ) ৭ ধারা
গ) ১১ ধারা
ঘ) ১২ ধারা
উত্তর: ৯ ধারা
প্রশ্ন: ৬। চুরি, দস্যুতা বা অপরাধমূলক অনাধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে নিজ এবং অপর কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকিবে ইহা কোন ধারার বিধান?
ক) ৯৯ ধারা
খ) ১৯৮ ধারা
গ) ৯৮ ধারা
ঘ) ৯৭ ধারা
উত্তর: ৯৭ ধারা
প্রশ্ন: ৭। আদালতে স্বত্ত্বের বা মালিকানার প্রমাণ ছাড়া স্থাবর সম্পত্তির প্রকৃত মালিক উহার দখলদারকে বেদখল করতে পারে না। ইহা কোন ধারার বিধান?
ক) ১২ ধারা
খ) ৯ ধারা
গ) ৮ ধারা
ঘ) ৪২ ধারা
উত্তর: ৯ ধারা
প্রশ্ন: ৮। ৪০৬ ধারায় শাস্তি কি?
ক) ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড
খ) যে কোন বর্ণনার কারাদন্ড যাহা ৩ বছর হতে পারে বা অর্থদন্ড অথবা উভয় বিধ দন্ডে দন্ডিত হবে
গ) ৫ বছর কারাদন্ড বা অর্থদন্ড
ঘ) কোনটিই না
উত্তর: যে কোন বর্ণনার কারাদন্ড যাহা ৩ বছর হতে পারে বা অর্থদন্ড অথবা উভয় বিধ দন্ডে দন্ডিত হবে
প্রশ্ন: ৯। কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয়?
ক) পেশাগত অসাদাচারণ
খ) আইন শিক্ষার উন্নয়ন
গ) সনদ প্রদান
ঘ) আইনগত সহায়তা
উত্তর: আইনগত সহায়তা
প্রশ্ন: ১০। প্রত্যেক মহানগর এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়-
ক) দায়রা জজ
খ) প্রধান বিচারপতি
গ) জেলা জজ
ঘ) সরকার
উত্তর: সরকার
প্রশ্ন: ১১। তামাদি আইনের ৫ ধারায় বিষয়বস্তু কয়টি?
ক) ৬টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ২টি
উত্তর: ৫টি
প্রশ্ন: ১২। রেস-সাবজুডিস কি?
ক) সবকয়টি
খ) মামলা বিচারে বাধা
গ) মামলা দায়েরে বাধা
ঘ) মামলা প্রত্যাহারে বাধা
উত্তর: মামলা বিচারে বাধা
প্রশ্ন: ১৩। ম্যাজিস্ট্রেট একই বিচারে আসামীর একাধিক অপরাধের শাস্তি একত্রিত করে দিলে উক্ত শাস্তির সর্বোচ্চ পরিমাণ হবে না ম্যাজিস্ট্রেটদের দন্ড দেওয়ার যে এখতিয়ার আছে তার –
ক) ৬ গুণ
খ) ৫ গুণ
গ) ৩ গুণ
ঘ) ২ গুণ
উত্তর: ২ গুণ
প্রশ্ন: ১৪। ফৌজদারী কার্যবিধির কত ধারায় আসামী কারাগার থেকে মুক্তিলাভ করেন?
ক) ৫০১ ধারা
খ) ৫০৩ ধারা
গ) ৫০০ ধারা
ঘ) ৫১৫ ধারা
উত্তর: ৫০০ ধারা
প্রশ্ন: ১৫। দেওয়ানী কার্যবিধির অর্ডার ১২ অনুযায়ী স্বীকারোক্তি বা স্বীকৃত কত প্রকার?
ক) ৪ প্রকার
খ) ২ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ৬ প্রকার
উত্তর: ৩ প্রকার
প্রশ্ন: ১৬। রেস-সাবজুডিসের বিধান দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
ক) ১৩ ধারা
খ) ১০ ধারা
গ) ৯ ধারা
ঘ) ১১ ধারা
উত্তর: ১০ ধারা
প্রশ্ন: ১৭। এমন প্রত্যেক কর্মচারী যিনি তার পদাধিকার বলে কোন লোককে আটক করিতে পারেন?
ক) বেসরকারী কর্মচারী
খ) স্কুল শিক্ষক
গ) মাদ্রাসা শিক্ষক
ঘ) সরকারী কর্মচারী
উত্তর: সরকারী কর্মচারী
প্রশ্ন: ১৮। একটানা কত দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা বেআইনী?
ক) ১৫ দিন
খ) ০৭ দিন
গ) ১০ দিন
ঘ) ২৫ দিন
উত্তর: ১৫ দিন
প্রশ্ন: ১৯। কেরানী বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করণের সর্বোচ্চ শাস্তি কত?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ১২ বছর কারাদন্ড এবং তদপরি অর্থদন্ড
গ) ৭ বছর কারাদন্ড এবং তদুপরি অর্থদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড ও তদুপরি অর্থদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড এবং তদুপরি অর্থদন্ড
প্রশ্ন: ২০। কোন কোন আদালত ফৌজদারী কার্যবিধির অধীনে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারে?
ক) সবকটি
খ) হাইকোট বিভাগ ও দায়রা জজ
গ) চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
ঘ) দায়রা জজ
উত্তর: হাইকোট বিভাগ ও দায়রা জজ
প্রশ্ন: ২১। কবর হইতে লাশ উত্তোলন করতে পারেন?
ক) ম্যাজিস্ট্রেট
খ) বাদী পক্ষ
গ) পুলিশ অফিসার
ঘ) কোনটিই নয়
উত্তর: ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২২। আদালত দেওয়ানী কার্যবিধির ৩০ ধারায় কি পদক্ষেপ গ্রহন করে?
ক) উদঘাটন সংক্রান্ত বিধান
খ) অাররিট্রেশনের পদক্ষেপ
গ) মামলার মেরিট সংক্রান্ত পদক্ষেপ
ঘ) সবগুলি
উত্তর: উদঘাটন সংক্রান্ত বিধান
প্রশ্ন: ২৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় বাদীকে প্রমান করতে হয়-
ক) দখল
খ) 1স্বত্ব
গ) সবগুলো
ঘ) দখল ও প্রতিবেদন
উত্তর: স্বত্ব
প্রশ্ন: ২৪। দন্ডবিধি ১০০ ধারায় যে সকল ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় সেই ক্ষেত্রগুলির সংখ্যা কত?
ক) ৫টি
খ) ৭টি
গ) ৩টি
ঘ) ৬টি
উত্তর: ৬টি
প্রশ্ন: ২৫। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ না হইলে, সকল প্রকার দেওয়ানী প্রকৃতির মামলা বিচার করার এখতিয়ার আদালতের থাকবে ইহা কোন ধারার বক্তব্য?
ক) ৯ ধারা
খ) ১০ ধারা
গ) ৫ ধারা
ঘ) ৮ ধারা
উত্তর: ৯ ধারা