Audio Test-07
প্রশ্ন: ১। অপ্রকৃতিস্থ ইত্যাদী ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বিষয়ে দন্ডবিধির কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ৯৮ ধারায়
খ) ৯৯ ধারায়
গ) ৯৭ ধারায়
ঘ) ৯৬ ধারায়
উত্তর: ৯৮ ধারায়
প্রশ্ন: ২। S.R.Act এর ৯ ধারার মামলায় পরাজিত পক্ষ কিভাবে প্রতিকার লাভ করতে পারে?
ক) আপীল দায়েরের মাধ্যমে
খ) রিভিশন আবেদনের মাধ্যমে
গ) কোনটিই নয়
ঘ) রিভিউ আবেদনের মাধ্যমে
উত্তর: রিভিশন আবেদনের মাধ্যমে
প্রশ্ন: ৩। মহানগর এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত?
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ) মহানগর ম্যাজিস্ট্রেট
গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
উত্তর: চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ৪। কে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেন?
ক) নির্বাহী ম্যাজিস্ট্রেট
খ) ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেট
গ) বিচারিক ম্যাজিস্ট্রেট
ঘ) ১ম শ্রণির ম্যাজিস্ট্রেট
উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ৫। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলা করলে কোর্ট ফি প্রদান করতে হয়-
ক) এডভেলোরেম কোর্ট ফি
খ) নির্ধারিত কোর্ট ফি
গ) হাপ অফ এডভেলোরেম
ঘ) কোনটিই নয়
উত্তর: এডভেলোরেম কোর্ট ফি
প্রশ্ন: ৬। ডাইং ডিক্লারেশন কি ধরনের ঘোষণা?
ক) মৃত্যুকালে প্রদত্ত ঘোষণা
খ) মৃত ব্যক্তির ওসিয়ত
গ) মৃত্যুর পর তাজ্য সম্পদের ব্যবস্থাপনা সংক্রান্ত বিবৃতি
ঘ) মৃত্যুকালে মৃত্যুর কারণ সম্বলিত বিবৃতি
উত্তর: মৃত্যুকালে মৃত্যুর কারণ সম্বলিত বিবৃতি
প্রশ্ন: ৭। বাংলাদেশ বার কাউন্সিল কমিটি গঠনের জন্য গ্রুপ ভিক্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত?
ক) ৭ জন
খ) ৮ জন
গ) ৯ জন
ঘ) ১৫ জন
উত্তর: ৭ জন
প্রশ্ন: ৮। কোনটি আইনগত অপারগতা?
ক) উম্মাদ
খ) নাবালকত্ব
গ) সবগুলি
ঘ) জড়বুদ্ধি
উত্তর: সবগুলি
প্রশ্ন: ৯। ‘রফিক’ রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পায় এতে বেশ কিছু টাকা ছিল এবং মালিকের ভিজিটিং কার্ড ছিল। রফিক টাকা গুলো আত্মসাৎ করে, রফিক এর কি ধরনের অপরাধ হবে?
ক) অপরাধ মূলক বিস্বাস ভঙ্গ
খ) কোন অপরাধ হয়নি
গ) অসাধু ভাবে সম্পত্তি আত্মসাৎ
ঘ) চুরি
উত্তর: অসাধু ভাবে সম্পত্তি আত্মসাৎ
প্রশ্ন: ১০। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার ক্ষেত্রে কত টাকা কোর্ট ফি লাগে?
ক) ৪০০ টাকা
খ) মামলার মূল্যমানের উপর ২% হারে
গ) ৪০,০০০ টাকা
ঘ) ১,০০০ টাকা
উত্তর: মামলার মূল্যমানের উপর ২% হারে
প্রশ্ন: ১১। রফিক’ গুদাম রক্ষক ‘শফিক’ নিদিষ্ট সময়ের জন্য ভাড়ার বিনিময়ে তার আসবাবপত্র রফিক এর গুদামে রাখে। রফিক অসাধুভাবে সেগুলো বিক্রয় করে। রফিক কি ধরনের অপরাধ করেছে?
ক) প্রতারণা
খ) অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ
গ) অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
ঘ) বল প্রয়োগ করে সম্পতি আদায়
উত্তর: অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ
প্রশ্ন: ১২। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন আরম্ভ হয়?
ক) যখন আক্রমণের যুক্তি সংগত আতঙ্ক সৃষ্টি হয়
খ) যখন আক্রমণ করা হয়
গ) আক্রমণকারীকে দেখা মাত্র
ঘ) সবগুলি
উত্তর: যখন আক্রমণের যুক্তি সংগত আতঙ্ক সৃষ্টি হয়
প্রশ্ন: ১৩। সরকারী কর্মচারী কর্তৃক উদ্যোগকৃত কোন কার্য যা আইনের দৃষ্টিতে যুক্তিযুক্ত না হইলেও যুক্তি সংগতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে না তাহার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই ইহা কোন ধারার ভাষ্য?
ক) ৯৬ ধারা
খ) ৯৮ ধারা
গ) ৯৯ ধারা
ঘ) ৯৭ ধারা
উত্তর: ৯৯ ধারা
প্রশ্ন: ১৪। সুনিদির্ষ্ট প্রতিকার প্রদান করা হয় কোন ধারা বলে-
ক) ৫ ধারা
খ) ৯ ধারা
গ) ৩০ ধারা
ঘ) ৮ ধারা
উত্তর: ৫ ধারা
প্রশ্ন: ১৫। বাদী অনুপস্থিতিতে মামলা খারিজ হলে কি আবেদন করতে হবে?
ক) পুনরুজ্জীবিত করার আবেদন করতে হবে
খ) আপিল আবেদন করতে হবে
গ) কোনটি নয়
ঘ) রিভিও আবেদন করতে হবে
উত্তর: পুনরুজ্জীবিত করার আবেদন করতে হবে
প্রশ্ন: ১৬। আপিল, রিভিউ, রিভিশনের আবেদন দাখিলের ক্ষেত্রে তামাদীর মেয়াদ উত্তীর্ণ হইলে তামাদী মওকুফের জন্য আবেদন করা যায়, কোন ধারার বিধান মতে?
ক) ৩ ধারা
খ) ৫ ধারা
গ) ৬ ধারা
ঘ) ৪ ধারা
উত্তর: ৫ ধারা
প্রশ্ন: ১৭। বার কাউন্সিলের নির্বাচিত সদস্য কত জন?
ক) ১৩ জন
খ) ১৫ জন
গ) ১৪ জন
ঘ) ১২ জন
উত্তর: ১৪ জন
প্রশ্ন: ১৮। বৈধ অপরাগতার প্রশ্নে তামাদীর মেয়াদ গণনা স্থগিত থাকে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ৭ ধারা
খ) ৫ ধারা
গ) ৬ ধারা
ঘ) ৩ ধারা
উত্তর: ৬ ধারা
প্রশ্ন: ১৯। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলার বাদীকে নিম্নের কোন বিষয়টি প্রমাণ করতে হইবে না?
ক) বিবাদী তাহাকে আইনানুগ পন্থা ছাড়াই বেদখল করিয়াছে
খ) তিনি জমি খানি দখল করে আসিতেছিলেন
গ) জমিতে তাহার মালিকানা স্বত্ত্ব আছে
ঘ) সবগুলো
উত্তর: জমিতে তাহার মালিকানা স্বত্ত্ব আছে
প্রশ্ন: ২০। আদেশের সংজ্ঞা কোন ধারায় আছে?
ক) ২(১১) ধারা
খ) ২(১৩) ধারা
গ) ২(১২) ধারা
ঘ) ২(১৪) ধারা
উত্তর: ২(১৪) ধারা
প্রশ্ন: ২১। দেওয়ানী কার্যবিধির অর্ডার ১২ অনুুযায়ী স্বীকারোক্তি বা স্বীকার কি কি?
ক) দলিল স্বীকার
খ) মামলা স্বীকার
গ) সবগুলো
ঘ) ঘটনা স্বীকার
উত্তর: সবগুলো
প্রশ্ন: ২২। তামাদি আইনের ৬ ধারার বিষয়বস্তু কি?
ক) কোনটিই না
খ) বৈধ অপারগতা
গ) মামলা খারিজ
ঘ) নাবালকের মামলা
উত্তর: বৈধ অপারগতা
প্রশ্ন: ২৩। দেওয়ানী আদালতের এখতিয়ার কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ১১ ধারা
খ) ১০ ধারা
গ) ৭ ধারা
ঘ) ৯ ধারা
উত্তর: ৯ ধারা
প্রশ্ন: ২৪। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় এডভোকেটের সংজ্ঞা দেওয়া আছে?
ক) ২(১১) ধারা
খ) ২(১০) ধারা
গ) ২(১৫) ধারা
ঘ) ২(১৬) ধারা
উত্তর: ২(১৫) ধারা
প্রশ্ন: ২৫। ডাইং ডিক্লারেশন সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
ক) ৩২(১) ধারা
খ) ৩২ ধারা
গ) ৩৪ ধারা
ঘ) ৩৩(১) ধারা
উত্তর: ৩২(১) ধারা