Audio Test-04
প্রশ্ন: ১। তামাদি আইন হইল একটি-
A) সাংবিধানি আইন
B) পদ্ধতিগত আইন
C) মূল আইন
D) তত্ত্বীয় আইন
উত্তর: পদ্ধতিগত আইন

 

প্রশ্ন: ২। সুনিদির্ষ্ট প্রার্থনা করা হয় কোন আদালতে-
A) ফৌজদারী আদালতে
B) দেওয়ানী আদালতে
C) সবগুলো
D) অর্থঋণ আদালতে
উত্তর: দেওয়ানী আদালতে

 

প্রশ্ন: ৩। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য?
A) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
B) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা শোনেনি
C) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
D) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
উত্তর: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে

 

প্রশ্ন: ৪। ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করতে হয় ৯০ দিনের মধ্যে, ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
A) ১৫৩ অনুচ্ছেদে
B) ১৫৫ অনুচ্ছেদে
C) ১৫৬ অনুচ্ছেদে
D) ১৫৮ অনুচ্ছেদে
উত্তর: ১৫৬ অনুচ্ছেদে

 

প্রশ্ন: ৫। ১৮৫৯ সালের তামাদি আইন কার্যকর হয় কত সালে?
A) ১৮৬২ সালে
B) ১৮৬১ সালে
C) ১৮৬৩ সালে
D) ১৮৫০ সালে
উত্তর: ১৮৬২ সালে

 

প্রশ্ন: ৬। ‘ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ব নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
A) ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে
B) ক’ অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
C) ক’ অন্য একটি যৌতুক মামলায় দন্ডিত হয়েছে
D) ক’ অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
উত্তর: ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে

 

প্রশ্ন: ৭। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করাতে পারে?
A) ১৫৪ ধারা
B) ১৫৩ ধারা
C) ১৫২ ধারা
D) ১৫৫ ধারা
উত্তর: ১৫৪ ধারা

 

প্রশ্ন: ৮। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি-
A) Ordinance
B) Rules
C) President’s Order
D) Act
উত্তর: President’s Order

 

প্রশ্ন: ৯। তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে?
A) ২০০৯ সালে
B) ২০০৩ সালে
C) ২০০৪ সালে
D) ২০১২ সালে
উত্তর: ২০০৪ সালে

 

প্রশ্ন: ১০। কোন মামলা প্রমাণের জন্য কত জনসাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
A) অনুন্য ২ জন
B) কোন নিদির্ষ্ট সংখ্যক নয়
C) অনুন্য ৪ জন
D) অনুন্য ৩ জন
উত্তর: কোন নিদির্ষ্ট সংখ্যক নয়

 

প্রশ্ন: ১১। ফৌজদারী মামলায় প্রসিকিউসনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে-
A) পুণরায় স্বাক্ষীদের পরীক্ষা করবে
B) আসামীদের পরীক্ষা করবে
C) আসামিদের আইনজীবিকে পরীক্ষা করবে
D) পুণরায় তদন্ত কর্মকর্তাকে পরীক্ষা করবে
উত্তর: আসামীদের পরীক্ষা করবে

 

প্রশ্ন: ১২। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
A) ১৫ জন
B) ১৩ জন
C) ১৬ জন
D) ১৪ জন
উত্তর: ১৫ জন

 

প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনে কতটি ধারা আছে?
A) ১৫৫টি
B) ২৯টি
C) ৫৬৬টি
D) ১৬৭টি
উত্তর: ১৬৭টি

 

প্রশ্ন: ১৪। সাক্ষ্য আইন কোন সালের আইন?
A) ১৮৭৭ সালের
B) ১৯০৮ সালের
C) ১৮৯৮ সালের
D) ১৮৭২ সালের
উত্তর: ১৮৭২ সালের

 

প্রশ্ন: ১৫। পুলিশ কর্মকর্তার নিকট দোষ স্বীকার গ্রহণযোগ্য নহে ইহা স্বাক্ষ্য আইনের কোন ধারায় বলা হইয়াছে?
A) ২০ ধারা
B) ২৪ ধারা
C) ২৫ ধারা
D) ৩২ ধারা
উত্তর: ২৫ ধারা

 

প্রশ্ন: ১৬। সাক্ষীকে ঘুষ দেওয়া হইয়াছে কিংবা সাক্ষী বিশ্বাসের অযোগ্য তদবিষয়ে সাক্ষ্য প্রমাণ দেওয়া যায় ইহা কোন ধারার ভাষ্য?
A) ১৫৬ ধারা
B) ১৫১ ধারা
C) ১৫৫ ধারা
D) ১৪৬ ধারা
উত্তর: ১৫৫ ধারা

 

প্রশ্ন: ১৭। যে আইন দ্বারা বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় তাহার নাম কি?
A) বার কাউন্সিল অ্যাক্ট
B) বাংলাদেশ লিগ্যাল প্রাকটিসশনার ও বার কাউন্সিল অ্যাক্ট
C) বার কাউন্সিল অর্ডার ও বার কাউন্সিল অ্যাক্ট
D) বাংলাদেশ লিগ্যাল প্রাকটিসশনার ও বার কাউন্সিল অর্ডার
উত্তর: বাংলাদেশ লিগ্যাল প্রাকটিসশনার ও বার কাউন্সিল অর্ডার

 

প্রশ্ন: ১৮। স্বীকৃতির সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় প্রদান করা হইয়াছে?
A) ১৯ ধারা
B) ২০ ধারা
C) ১৭ ধারা
D) ১৮ ধারা
উত্তর: ১৭ ধারা

 

প্রশ্ন: ১৯। বাংলাদেশ বার কাউন্সিল একটি-
A) সাংবাদিক সংস্থা
B) সমবায় সমিতি
C) সংবিধিবদ্ধ সংস্থা
D) নির্বাচিত সংস্থা
উত্তর: সংবিধিবদ্ধ সংস্থা

 

প্রশ্ন: ২০। বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের প্রতিষ্ঠান?
A) সরকারি প্রতিষ্ঠান
B) বে- সরকারি
C) আধা সরকারি
D) বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত
উত্তর: বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত

 

প্রশ্ন: ২১। যদি এডভোকেট যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করে তখন আদালত কি করতে পারে?
A) জরিমানা করবে বা লাইসেন্স বাতিল করবে
B) লাইসেন্স বাতিল করবে
C) মামলা পরিচালনায় বাধা নিষেধ দিবে
D) বাংলাদেশ বার কাউন্সিলে রিপোর্ট করতে পারে
উত্তর: বাংলাদেশ বার কাউন্সিলে রিপোর্ট করতে পারে

 

প্রশ্ন: ২২। সাক্ষ্য আইনের কোন ধারা অনুুযায়ী সাক্ষীর স্মৃতি পুনঃরুজ্জীবিত করার জন্য প্রশ্ন করা যায়?
A) ১৫৯ ধারা
B) ১৫৭ ধারা
C) ১৫৫ধারা
D) ১৫৪ ধারা
উত্তর: ১৫৯ ধারা

 

প্রশ্ন: ২৩। নিম্নলিখিত কোন ধরনের প্রশ্নগুলো আদালত নিষিদ্ধ করতে পারে?
A) অশোভন ও কেলেংকারী জনক প্রশ্ন
B) চরিত্র সম্পর্কে
C) অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে করা প্রশ্নে
D) অশোভন, কেলেংকারী জনক, অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে করা প্রশ্ন
উত্তর: অশোভন, কেলেংকারী জনক, অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে করা প্রশ্ন

 

প্রশ্ন: ২৪। বাংলাদেশ বার কাউন্সিল কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯৭১ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৫ সালে
D) ১৯৬৫ সালে
উত্তর: ১৯৭২ সালে

 

প্রশ্ন: ২৫। পুলিশের হেফাজতে অবস্থানকালে যদি কোন আসামী ম্যাজিস্ট্রেটের সম্মুখে বা উপস্থিতিতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা অনুুযায়ী দোষ স্বীকার করে তবে ঐ স্বীকারোক্তি আসামীর বিরুদ্ধে প্রমাণ যোগ্য হবে। ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?
A) ২৪
B) ২৫
C) ২৬
D) ২৮
উত্তর: ২৬