Audio Test-03
প্রশ্ন: ১। মৃত্যুদন্ডে দন্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে কে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে?
A) সবকটি
B) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
C) জেলা ম্যাজিস্ট্রেট
D) দায়রা জজ
উত্তর: দায়রা জজ
প্রশ্ন: ২। আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে-
A) সবগুলো
B) আপীল
C) রিভিশন
D) রিভিও
উত্তর: আপীল
প্রশ্ন: ৩। বাদী ও বিবাদি উভয়ের অনুপস্থিতির কারণে মামলা খারিজ হইলে ছানী মোকদ্দমা কোন বিধানে?
সবগুলো
A) অর্ডার ৯ রুল ৬
B) অর্ডার ৯ রুল ৫
C) অর্ডার ৯ রুল ৪
উত্তর: অর্ডার ৯ রুল ৪
প্রশ্ন: ৪। বিবাদী কোন আদালতে এক তরফা ডিক্রি রদের আবেদন করবে?
A) হাইকোর্ট বিভাগে
B) সবগুলো
C) ডিক্রি প্রদানকারী আদালতে
D) জেলা জজ আদালতে
উত্তর: ডিক্রি প্রদানকারী আদালতে
প্রশ্ন: ৫। ২০১২ সালের সংশোধনী অনুুযায়ী মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের আবেদন কারা যাবে কোন বিধানে?
A) অর্ডার ৯ রুল ১০
B) অর্ডার ৯ রুল ৯ক
C) অর্ডার ৯ রুল ১৩
D) অর্ডার ৯ রুল ১২
উত্তর: অর্ডার ৯ রুল ৯ক
প্রশ্ন: ৬। বাদীর অনুপস্থিতি এবং বিবাদির উপস্থিতিতে মামলা খারিজ হইলে ছানী মোকদ্দমা কত ধারায়?
A) অর্ডার ৯ রুল ৯
B) সবগুলো
C) অর্ডার ৯ রুল ১০
D) অর্ডার ৯ রুল ৮
উত্তর: অর্ডার ৯ রুল ৯
প্রশ্ন: ৭। মোকদ্দমা খারিজ হবে যদি চুড়ান্ত শুনানীর সময়-
A) বিবাদী উপস্থিত থাকে
B) কোনটিই নয়
C) বাদী উপস্থিত থাকে
D) বাদী অনুপস্থিত থাকে
উত্তর: বাদী অনুপস্থিত থাকে
প্রশ্ন: ৮। বিবাদির একতরফা ডিক্রি বাতিলের আবেদন আদালত না-মন্জুর করলে প্রতিকার কি?
A) রেফারেন্স
B) রিভিউ
C) আপীল
D) রিভিশন
উত্তর: আপীল
প্রশ্ন: ৯। একতরফা ডিক্রির বিরুদ্ধে ডিক্রি প্রদানকারী আদালতে কোন আইনে প্রতিকার এর জন্য আবেদন করা যাবে?
A) অর্ডার ৯ রুল ১০
B) অর্ডার ৯ রুল ১২
C) অর্ডার ৯ রুল ৯
D) অর্ডার ৯ রুল ১৩
উত্তর: অর্ডার ৯ রুল ১৩
প্রশ্ন: ১০। আদালত একতরফা ডিক্রি বাতিলের আদেশ দিলে বাদীর প্রতিকার কি?
A) রিভিশন
B) রিভিও
C) আপীল
D) রেফারেন্স
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১১। ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?
A) যাবজ্জীবন কারাদন্ড
B) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড
C) মৃত্যুদন্ড
D) ১২ বছর কারাদন্ড
উত্তর: মৃত্যুদন্ড
প্রশ্ন: ১২। আঃ করিম, আব্দুর রহিম এর সম্মতি ছাড়া নিদির্ষ্ট পরিমান অর্থ প্রদানের জন্য লেখা প্রমিসরি নোট নিয়ে যায়। আঃ করিম এর অপরাধ কি হবে?
A) বলপূর্বক
B) দস্যুতা
C) প্রতারণা
D) চুরি
উত্তর: চুরি
প্রশ্ন: ১৩। দন্ডবিধির কোন ধারায় দস্যুতা সংজ্ঞা দেওয়া আছে?
A) ৩৯৩ ধারা
B) ৩৮০ ধারা
C) ৩৯২ ধারা
D) ৩৯০ ধারা
উত্তর: ৩৯০ ধারা
প্রশ্ন: ১৪। ‘রফিক’ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ‘শফিক’ কে ৫ লক্ষ টাকা দিতে বাধ্য করে। ‘রফিক’ কি ধরনের অপরাধ করেছে-
A) বলপূর্বক গ্রহণ
B) কোনটিই নয়
C) দস্যুতা
D) প্রতারণা
উত্তর: বলপূর্বক গ্রহণ
প্রশ্ন: ১৫। ডাকাতির সময় খুন করলে কোন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে দন্ডবিধির কোন ধারায়?
A) ৩৯৫ ধারায়
B) ৩৯৮ ধারায়
C) ৩৯৭ ধারায়
D) ৩৯৬ ধারায়
উত্তর: ৩৯৬ ধারায়
প্রশ্ন: ১৬। প্রতিটি দুস্যতায় রয়েছে-
A) জোরপূর্বক সম্পত্তি আদায় এবং চুরি
B) চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি গ্রহণ
C) ডাকাতি এবং চুরি
D) সবগুলো
উত্তর: চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি গ্রহণ
প্রশ্ন: ১৭। মানহানির উদ্দেশ্যে জালিয়াতি কত ধারায়?
A) ৪৬৯ ধারায়
B) ৪৬৮ ধারায়
C) ৪৭২ ধারায়
D) ৪৭০ ধারায়
উত্তর: ৪৬৯ ধারায়
প্রশ্ন: ১৮। দন্ডবিধিতে ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি হবে?
A) ৭ বছর কারাদন্ড
B) যাবজ্জীবন কারাদন্ড
C) মৃত্যুদন্ড ও অর্থদন্ড
D) ১৪ বছর কারাদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ১৯। কেরানী বা চাকর কর্তক মালিকের অধিকারভূক্ত সম্পত্তি চুরির শাস্তি কি?
A) ১২ বছর কারাদন্ড ও অর্থদন্ড
B) ৫ বছর কারাদন্ড ও অর্থদন্ড
C) যাবজ্জীবন কারাদন্ড
D) ৭ বছর কারাদন্ড এবং তদপরি অর্থদন্ডে দন্ডনীয় হবে
উত্তর: ৭ বছর কারাদন্ড এবং তদপরি অর্থদন্ডে দন্ডনীয় হবে
প্রশ্ন: ২০। কোন ধরনের মোকদ্দমায় সুনিদির্ষ্ট প্রতিকার চাওয়া হয়?
A) দেওয়ানী মোকদ্দমায়
B) ফৌজদারী মোকদ্দমায়
C) অর্থ মামলায়
D) সবগুলো
উত্তর: দেওয়ানী মোকদ্দমায়
প্রশ্ন: ২১। দন্ডবিধির কোন ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান আছে?
A) ৩৯৬ ধারায়
B) ৩৯৫ ধারায়
C) ৩৯৭ ধারায়
D) ৩৯৪ ধারায়
উত্তর: ৩৯৬ ধারায়
প্রশ্ন: ২২। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে সুনিদির্ষ্ট প্রতিকার দেয়া যেতে পারে?
A) রিসিভার নিয়োগের মাধ্যমে
B) স্বত্ব ঘোষণার মাধ্যমে
C) নিষেধাজ্ঞার মাধ্যমে
D) সবকয়টির মাধ্যমে
উত্তর: সবকয়টির মাধ্যমে
প্রশ্ন: ২৩। প্রতিরোধমূলক বা নিরোধক প্রতিকার মঞ্জুর হয় কিসের মাধ্যমে?
A) স্বত্ব ঘোষনার মাধ্যমে
B) দখল ফিরিয়ে দিয়ে
C) চুক্তি কার্যকরের মাধ্যমে
D) নিষেধাজ্ঞার মাধ্যমে
উত্তর: নিষেধাজ্ঞার মাধ্যমে
প্রশ্ন: ২৪। অস্থায়ী নিষধাজ্ঞার আদেশ কোন ধরনের প্রতিকার?
A) নিরোধমূলক প্রতিকার
B) আদেশাত্মক প্রতিকার
C) নিরোধমূলক এবং আদেশাত্মক প্রতিকার উভয়
D) কোনটিই নয়
উত্তর: নিরোধমূলক প্রতিকার