Audio Test-02
প্রশ্ন: ১। অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে কতিপায় ব্যক্তি অপরাধমূলক কার্যটি সম্পাদন করলে অনুরুপ ব্যক্তিগণের প্রত্যেকে উক্ত কাজের জন্য সমানভাবে দায়ী হবেন ইহা দন্ডবিধির কোন ধারার বিধান?
A) ১৪৬ ধারার
B) ১৪৯ ধারার
C) ৩৪ ধারার
D) ৩৫ ধারার
উত্তর: ৩৫ ধারার
প্রশ্ন: ২। ব্যক্তিগত প্রতিক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ নহে ইহা দন্ডবিধির কোন ধারার বিধান?
A) ৯৭ ধারার
B) ৯৮ ধারার
C) ৯৫ ধারার
D) ৯৬ ধারার
উত্তর: ৯৬ ধারার
প্রশ্ন: ৩। এস আর এ্যাক্ট এর ৯ ধারা অনুসারে দায়েরকৃত মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে নিম্নের কোন প্রতিকার আছে?
A) রিভিউ
B) কোন প্রতিকার নেই
C) আপীল
D) রিভিশন
উত্তর: রিভিশন
প্রশ্ন: ৪। দন্ডবিধির ৩৪ ধারার মূল উপাদান হইল-
A) কোনটিই নয়
B) একাধিক ব্যক্তির পরিকল্পনা
C) সরাসরি অপরাধমূলক কাজ করা
D) সকলের সমান অংশগ্রহণ থাকা
উত্তর: একাধিক ব্যক্তির পরিকল্পনা
প্রশ্ন: ৫। কোন ব্যক্তিকে হত্যা করার জন্য পাঁচ ব্যক্তি পরিকল্পনা করিল ফলশ্রুতিতে তাহাদের একজনের গুলিতে উক্ত ব্যক্তি নিহত হইল এই ঘটনায় অন্য সকল আসামী কোন ধারা মোতাবেক অভিযুক্ত হইবে?
A) ৩০২ ধারা
B) ৩৪ ধারা
C) ১৪৯ ধারা
D) ৩৮ ধারা
উত্তর: ৩৪ ধারা
প্রশ্ন: ৬। শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার সম্বন্ধে দন্ডবিধির কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
A) ৯৬ ধারা
B) ৯৫ ধারা
C) ৯৯ ধারা
D) ৯৭ ধারা
উত্তর: ৯৭ ধারা
প্রশ্ন: ৭। স্বত্ব প্রমাণ ছাড়াই স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় করা য়ায়?
A) ১২ ধারায়
B) ৮ ধারায়
C) ৯ ধারায়
D) ১০ ধারায়
উত্তর: ৯ ধারায়
প্রশ্ন: ৮। স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা অর্থাৎ সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা কত সময়ের মধ্যে দায়ের করিতে হয়?
A) ৬০ দিনের মধ্যে
B) ৬ বছরের মধ্যে
C) ৬ মাসের মধ্যে
D) ৩ মাসের মধ্যে
উত্তর: ৬ মাসের মধ্যে
প্রশ্ন: ৯। বর্তমানে তামাদী আইন কত সালে প্রনয়ণ হয়?
A) ১৯০৮ সালে
B) ১৮৭২ সালে
C) ১৮৬০ সালে
D) ১৯০২ সালে
উত্তর: ১৯০৮ সালে
প্রশ্ন: ১০। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা অনুসারে কে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা প্রয়োগ করতে পারে?
A) ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট
B) তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট
C) মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
D) কোনটই নয়
উত্তর: মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১১। এস আর এ্যাক্ট- এর কোন ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা মালিকানা প্রমাণের প্রয়োজন নাই?
A) ৯ ধারা
B) ৪২ ধারা
C) ১২ ধারা
D) ৮ ধারা
উত্তর: ৯ ধারা
প্রশ্ন: ১২। তামাদি আইনের কত ধারা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হবার পর দায়েরকৃত মামলা খারিজ হয়ে যায়?
A) ৭ ধারা মতে
B) ৮ ধারা মতে
C) ৩ ধারা মতে
D) ৬ ধারা মতে
উত্তর: ৩ ধারা মতে
প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলায় কোর্ট ফি কত?
A) ৬০ টাকা
B) এডভ্যালোরেম কোর্ট ফির অর্ধেক
C) ৩০০ টাকা
D) এডভ্যালোরেম কোর্ট ফি
উত্তর: এডভ্যালোরেম কোর্ট ফির অর্ধেক
প্রশ্ন: ১৪। কোন আদালতে Limitation Act এর ৩ ধারায় আপত্তি তোলা যায়?
A) জেলা জজ আদালতে
B) আপিল আদালতে
C) সহকারি জজ আদালতে
D) প্রাথমিক আদালতে
উত্তর: প্রাথমিক আদালতে
প্রশ্ন: ১৫। তামাদীর মেয়াদান্তে দায়েরকৃত মামলায় বিবাদী পক্ষ তামাদীর প্রশ্ন না তুলিলেও উক্ত মামলা খারিজ বলিয়া বিবেচিত হইবে ইহা কোন ধারার বিধান?
A) ২ ধারা
B) ৪ ধারা
C) ৩ ধারা
D) ৫ ধারা
উত্তর: ৩ ধারা
প্রশ্ন: ১৬। সময় অনুযায়ী সাক্ষী হাজির না হওয়ায় আদালত সংক্ষিপ্ত পদ্ধতিতে সর্বোচ্চ কি শাস্তি দিবেন?
A) অনধিক ৬০০ টাকা জরিমানা
B) অনধিক ২৫০ টাকা জরিমানা
C) কোনটিই নয়
D) অনধিক ২০০ টাকা জরিমানা
উত্তর: অনধিক ২৫০ টাকা জরিমানা
প্রশ্ন: ১৭। Limitation Act এর ৩ ধারা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
A) কোনটিই নয়
B) আপিল
C) এজহারের ক্ষেত্রে
D) ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে
উত্তর: ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে
প্রশ্ন: ১৮। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ৪৯৭ ধারাবলে আসামীর কোন অবস্থাটি বিবেচনায় আদালত জামিন দিতে পারে?
A) আর্থিক অভাবে
B) কোনটিই নয়
C) শিক্ষাগত যোগ্যতা
D) শারিরিক অক্ষমতা
উত্তর: শারিরিক অক্ষমতা
প্রশ্ন: ১৯। শিশু, মহিলা ও অসুস্থদের জামিনের দরখাস্ত করতে হয়?
A) ৪৯৫ ধারানুসারে
B) ৪৯৬ ধারানুসারে
C) ৪৯৯ ধারানুসারে
D) ৪৯৭ ধারানুসারে
উত্তর: ৪৯৭ ধারানুসারে
প্রশ্ন: ২০। জামিন অযোগ্য কোন অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা হয়না?
A) যাবজ্জীবন কারাদন্ড
B) মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড
C) দশ বছরের অধিক কারাদন্ড
D) মৃত্যুদন্ড
উত্তর: মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন:২১। নিচের কোন অপরাধটি আদালতের অনুমতি ছাড়া নিষ্পত্তিযোগ্য?
A) কোন ব্যক্তিকে ৩ দিন অবরূদ্ধ রাখা
B) চুরি
C) মানহানি
D) সবকটি
উত্তর: মানহানি
প্রশ্ন: ২২। ছানী মোকদ্দমা দেওয়ানী কার্যবিধির কোন বিধানে?
A) অর্ডার ৯ রুল ১২
B) অর্ডার ৯ রুল ১৩
C) অর্ডার ৯ রুল ১০
D) সবগুলো
উত্তর: অর্ডার ৯ রুল ১৩
প্রশ্ন: ২৩। নালিশী মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিতে পারে?
A) আসামী খালাস
B) মামলা খারিজ
C) আসামী ডিস চার্জ
D) আসামি মুক্তি
উত্তর: আসামী খালাস
প্রশ্ন: ২৪। জারিকৃত কোন পরোয়ানা কতদিন বলবৎ থাকবে?
A) যতদিন পর্যন্ত বাতিল না করা হয় এবং যতদিন পর্যস্ত পরোয়ানাটি কার্যকর করা না হয়
B) যতদিন পর্যন্ত পরোয়ানাটি কার্যকর করা না হয়
C) যতদিন পর্যন্ত বাতিল না করা হয়
D) ৬ মাস পর্যন্ত
উত্তর: যতদিন পর্যন্ত বাতিল না করা হয় এবং যতদিন পর্যস্ত পরোয়ানাটি কার্যকর করা না হয়