Audio Test-01

 

প্রশ্ন: ১। ফৌজদারী আদালত দুই প্রকার যথা-
A) দায়রা আদালত ও জেলা জজ আদালত
B) কোনটিই নয়
C) দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত
D) ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালত
উত্তর: দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত

 

প্রশ্ন: ২। কখন খালাসের রায়ের বিরুদ্ধে অভিযোগকারী নিজেই আপীল করতে পারেন?
A) ন্যায়বিচারের ব্যত্যয় ঘটে
B) সবকটি বিষয়ে
C) আদেশে আইনের ভুল ব্যাখ্যা থাকে
D) খালাসের আদেশ যদি নালিশী মামলায় প্রদত্ত হয়
উত্তর: সবকটি বিষয়ে

 

প্রশ্ন: ৩।ফৌজদারী কার্যবিধি অনুযায়ী কোন কোন ক্ষেত্রে আপীল চলে না?
A) সংক্ষিপ্ত বিচারের কতিপয় দন্ডের বিরুদ্ধে
B) তুচ্ছ মামলায়
C) আসামী দোষ স্বীকার করলে
D) সবকটি
উত্তর: সবকটি

 

প্রশ্ন: ৪। ফৌজদারী কার্যবিধির কত ধারায় ফৌজদারী আদালতের গঠন উল্লেখ আছে?
A) ১৫ ধারায়
B) ৬ ধারায়
C) ৯ ধারায়
D) ১০ ধারায়
উত্তর: ৬ ধারায়

 

প্রশ্ন: ৫। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আদালতকে উম্নুক্ত আদালত হিসেবে সর্বসাধারণের প্রবেশাধিকার প্রদান করা হয়েছে?
A) ৩৫০ ধারা
B) ৩৫১ ধারা
C) ৩৬০ ধারা
D) ৩৫২ ধারা
উত্তর: ৩৫২ ধারা

 

প্রশ্ন: ৬। ফৌজদারী আদালত কত শ্রেণীর?
A) ৪ শ্রেণীর
B) ২ শ্রেণীর
C) ৫ শ্রেণীর
D) ৬ শ্রেণীর
উত্তর: ২ শ্রেণীর

 

প্রশ্ন: ৭। সরকারী কর্মচারীর সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
A) ২(১৪) ধারা
B) ২(১৫) ধারা
C) ২(১২) ধারা
D) ২(১৭) ধারা
উত্তর: ২(১৭) ধারা

 

প্রশ্ন: ৮। দায়রা আদালত মহানগর এলাকায় কি আদালত নামে পরিচিত?
A) মহানগর দায়রা আদালত
B) দায়রা আদালত
C) কোনটিই নয়
D) মহানগর দায়রা জজ
উত্তর: মহানগর দায়রা আদালত

 

প্রশ্ন: ৯। ফৌজদারী কার্যবিধিতে বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে?
A) ৩ প্রকার
B) ২ প্রকার
C) ৫ প্রকার
D) ৪ প্রকার
উত্তর: ৪ প্রকার

 

প্রশ্ন: ১০। ফৌজদারী কার্যবিধি কত নম্বর আইন?
A) ৩নং আইন
B) ৫নং আইন
C) ৬নং আইন
D) ৮নং আইন
উত্তর: ৫নং আইন

 

প্রশ্ন: ১১। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-
A) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর সদস্যদের মধ্যে থেকে
B) সবগুলো থেকে
C) নির্বাহী বিভাগ থেকে
D) সরকারী কর্মকমিশন থেকে
উত্তর: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর সদস্যদের মধ্যে থেকে
প্রশ্ন: ১২। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় ডিক্রির সংজ্ঞা বর্ণনা করা হয়েছে?
A) ২(২) ধারা
B) ২(৫) ধারা
C) ২(৩) ধারা
D) ২(৪) ধারা
উত্তর: ২(২) ধারা

 

প্রশ্ন: ১৩। অন্তবর্তীকালীন মুনাফার সংজ্ঞা কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
A) ২(৩) ধারা
B) ২(৮) ধারা
C) ২(৬) ধারা
D) ২(১২) ধারা
উত্তর:২(১২) ধারা

 

প্রশ্ন: ১৪। দেওয়ানী কার্যবিধি আইন কোন তারিখ হতে কার্যকর হয়?
A) ১৯০৮ সালের ১ লা জানুয়ারি
B) ১৯০৯ সালের ১ লা ডিসেম্বর
C) ১৯০৯ সালের ১ লা জানুয়ারি
D) ১৯০৮ সালের ১ লা ডিসেম্বর
উত্তর: ১৯০৯ সালের ১ লা জানুয়ারি

 

প্রশ্ন: ১৫। ডিক্রি রদ হলে প্রতিকার কি হবে?
A) আপীল
B) সবগুলো
C) রিভিশন
D) রিভিউ
উত্তর: সবগুলো

 

প্রশ্ন: ১৬। ডিক্রিদারের সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
A) ২(৪) ধারা
B) ২(৩) ধারা
C) ২(৭) ধারা
D) ২(২) ধারা
উত্তর: ২(৩) ধারা

 

প্রশ্ন: ১৭। দন্ডবিধির সর্বোচ্চ ধারা কোনটি?
A) ৫১১ ধারা
B) ৫১০ ধারা
C) ৪৯৯ ধারা
D) ৫৬১ ধারা
উত্তর: ৫১১ ধারা

 

প্রশ্ন: ১৮। বৈধ প্রতিনিধির সংজ্ঞা কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
A) ২(১১) ধারায়
B) ২(১০) ধারায়
C) ২(১২) ধারা
D) ২(১৮) ধারা
উত্তর: ২(১১) ধারায়

 

প্রশ্ন: ১৯। রায় এর সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
A) ২(১১) ধারা
B) ২(৯) ধারা
C) ২(১০) ধারা
D) ২(৭) ধারা
উত্তর: ২(৯) ধারা

 

প্রশ্ন: ২০। পেনাল কোড কত সালে প্রবর্তন করা হয়?
A) ১৮৬০ সালে
B) ১৮৯৮ সালে
C) ১৮৫০ সালে
D) ১৯০৮ সালে
উত্তর: ১৮৬০ সালে

 

প্রশ্ন: ২১। পেনাল কোড এর ৩৪ ধারার বিধান মতে অপরাধে জড়িত নিমোক্ত কোন ব্যক্তি দায়ী হবে?
A) ঘটনাস্থলে অনুপস্থত থাকায় দায়ী হইবে না
B) প্রত্যেক সমান দায়ী হইবে
C) অংশগ্রহণকারীদের মধ্যে যিনি সক্রিয় ছিলেন
D) যে যতটুকু অপরাধ করিয়াছে ঠিক ততটুকুর জন্য দায়ী হইবে
উত্তর: প্রত্যেক সমান দায়ী হইবে

 

প্রশ্ন: ২২। আরজি খারিজের আদেশ ডিক্রির সমতুল্য তা কোন আইনে বর্নিত আছে?
A) ২(২) ধারা
B) ২(৩) ধারা
C) ২(১) ধারা
D) ৯৬ ধারা
উত্তর: ২(২) ধারা

 

প্রশ্ন: ২৩। অপরাধমূলক কার্য সংগঠনের সাধারণ অভিপ্রায় সম্পর্কে দন্ডবিধির কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
A) ৩৮ ধারা
B) ১৪১ ধারা
C) ১৪৭ ধারা
D) ৩৪ ধারা
উত্তর: ৩৪ ধারা

 

প্রশ্ন: ২৪। বিদেশী আদালতের সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
A) ২(৩) ধারা
B) ২(৭) ধারা
C) ২(৯) ধারা
D) ২(৫) ধারা
উত্তর: ২(৫) ধারা

 

প্রশ্ন: ২৫। সাধারণ অভিপ্রায় পূরণকল্পে সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হতে হবে?
A) ২ জন
B) ৫ জন
C) ৩ জন
D) ৭ জন
উত্তর: ২ জন