দেওয়ানী কার্যবিধির কোন বিধানমতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়?
দেওয়ানী কার্যবিধির কোন বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করিতে পারে?
ডিক্রি জারি মূলে কোন সম্পত্তি নিলাম বিক্রয় হইলে বিক্রির তারিখ হইতে কত দিনের মধ্যে ক্রয়মূল্য আদালতে জমা দিতে হইবে?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান রহিয়াছে-
দেওয়ানী মামলায় সময়ের প্রার্থনা করিয়া দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী?
যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত, সেখানে মামলা রুজু করিতে হইবে উক্ত বিধান কোন আইনের কত ধারায়?
কম মূল্যমানের স্ট্যাম্পে আরজি লেখার কারণে আদালত আরজি প্রত্যাখ্যান বা খারিজ করিয়া দেয়। বাদীপক্ষ আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপীল করে নাই। এই ক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পাইতে পারে?
দেওয়ানী কার্যবিধি পরীক্ষা ২০১৭
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন।