ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করিলে অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করে। কিন্তু ম্যাজিষ্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করিলে সেই ক্ষেত্রে প্রতিকার কি?
যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দন্ড আরোপ করে উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে -
আপীল আদালত সরাসরি খারিজ করিতে পারে ফৌজদারী কার্যবিধির কত ধারায়?