ফৌজদারী কার্যবিধি পরীক্ষা ২০১৭

ফৌজদারী কার্যবিধির কত ধারা মতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়?

ফৌজদারী কার্যবিধির কত ধারায় ফৌজদারী আপীল abatement এর বিধান আছে?

ফৌজদারী মামলায় সময়ের প্রার্থনা করিয়া দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী?

প্রার্থমিক তথ্য বিবরণী দায়ের না করিলেও সন্দেহের ভিক্তিতে পুলিশ আপমলযোগ্য অপরাধের তদন্ত করিতে পারে-

ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার কোন আসামীকে দেওয়া হইয়াছে?

ফৌজদারী কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদন্ড স্থগিত করণের বিধান রহিয়াছে?

নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

হাইকোর্টে মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী?

আপীল আদালত সরাসরি খারিজ করিতে পারে ফৌজদারী কার্যবিধির কত ধারায়?

আদালত বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করিলে উক্ত অর্থ যুক্তি সংগত হারে কমানোর জন্য আবেদন করিতে হয়-

যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দন্ড আরোপ করে উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে -

বিচার চলাকালীন সময় আসামী হাজতে থাকিলে এবং বিচারে দন্ডপ্রাপ্ত হইলে তাহার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হইবে না যদি সে-

ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করিলে অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করে। কিন্তু ম্যাজিষ্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করিলে সেই ক্ষেত্রে প্রতিকার কি?

হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ( Inherent power) আছে কত ধারায়?

'ক' ঢাকাতে আহত হয় এবং উক্ত আঘাতের কারণে চট্রগ্রামে মারা যায়। 'ক'-এর মৃত্যুর অপরাধের তদন্ত বা বিচার হইতে পারে-

ফৌজদারী কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোন দিবসে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় দন্ড মওকুফ করিতে পারেন?

অপরাধ সংঘটনের স্থান অনিশ্চিত হইলে অনুসন্ধান বা বিচারের স্থান কোন আইনের কত ধারায়?

বিচার চলাকালীন সময় আসামী যে মেয়াদের কারাবাস ভোগ করিয়াছে তাহা যদি সে যে দন্ডিত হইয়াছে তাহার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহা হইলে আসামী-

কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানানুযায়ী লাশ তোলা হয়?

ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আদালতকে মামলা শুনানির যে কোন পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া আছে?