প্রার্থমিক তথ্য বিবরণী দায়ের না করিলেও সন্দেহের ভিক্তিতে পুলিশ আপমলযোগ্য অপরাধের তদন্ত করিতে পারে-
কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানানুযায়ী লাশ তোলা হয়?
ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করিলে অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করে। কিন্তু ম্যাজিষ্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করিলে সেই ক্ষেত্রে প্রতিকার কি?
আপীল আদালত সরাসরি খারিজ করিতে পারে ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?