বিচার চলাকালীন সময় আসামী হাজতে থাকিলে এবং বিচারে দন্ডপ্রাপ্ত হইলে তাহার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হইবে না যদি সে-
অপরাধ সংঘটনের স্থান অনিশ্চিত হইলে অনুসন্ধান বা বিচারের স্থান কোন আইনের কত ধারায়?
ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করিলে অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করে। কিন্তু ম্যাজিষ্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করিলে সেই ক্ষেত্রে প্রতিকার কি?
হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ( Inherent power) আছে কত ধারায়?
বিচার চলাকালীন সময় আসামী যে মেয়াদের কারাবাস ভোগ করিয়াছে তাহা যদি সে যে দন্ডিত হইয়াছে তাহার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহা হইলে আসামী-
'ক' ঢাকাতে আহত হয় এবং উক্ত আঘাতের কারণে চট্রগ্রামে মারা যায়। 'ক'-এর মৃত্যুর অপরাধের তদন্ত বা বিচার হইতে পারে-