দায়রা জজ আদালতের নিকট আপিল কোন ধারায়?
১৫ বছরের কম বয়স্ক অপরাধীকে কারাদন্ডাদেশ দিলে তাকে কোথায় রাখতে হয়?
যখন কোন একটি অপরাধ দু ইবা ততোধিক আদালতের যেকোন এখতিয়ারাধীন সীমার মধ্যে ঘটে তখন কোন আদালতে মামলাটির বিচারকার্য পরিচালনা করবে?
ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুসারে কার আদেশ ছাড়া অ-আমলযোগ্য অপরাধের তদন্ত করা যায় না?
চার্জ সংশোধিত করার পর আদালত নিম্নের কোন কাজটি করতে পারেন?
উপদ্রব বা বিপদাংশকর জরুরী ক্ষেত্রসমুহে কত দিন পযর্ন্ত জরুরী অবস্থা বহাল রাখা যায়?
ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোন ধারা কতিপয় বিষয় বিবেচনা সাপেক্ষে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতকে জামিন মুঞ্জুুরের ব্যাপক ক্ষমতা দিয়েছে?
চার্জ গঠনের পর আসামী উক্ত অপরাধ স্বীকার করেন কি না তাহা কোন ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন?
আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে যে প্রতিবেদন দেয়া হয় তাকে কি বলে?
প্রত্যেক সমনে কার স্বাক্ষর এবং সীল থাকে?
একজন পুলিশ অফিসারেরর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলে কে ওয়ারেন্ট কার্যকর করবে কে?
ফৌজদারী কার্যবিধির কত ধারার অধীনে পুলিশ রিমান্ড মুঞ্জুর করে?
কে রিমান্ড মঞ্জুর করতে পারে না?
কখন খালাসের রায়ের বিরুদ্ধে অভিযোগকারী নিজেই আপীল করতে পারেন?
দেওয়ানী কার্যবিধির রেশ- জুডিকাটা নীতির প্রতিফলন ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
আমলের অযোগ্য মামলার সংবাদ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করিবেন-
কোন ধারার বিধান মোতাবেক অপরাধ আমলে লইবার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট পরোয়ানাদান স্থগিত রাখতে পারেন?
কার আদেশ অনুসারে বেআইনি সমাবেশ ভেঙ্গে দেয়া হয়?
দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ন দায়রা জজ নিয়োগ দেওয়া হয়?
আপীলকারী কারাগারে থাকিলে তিনি কারাগারে ভারপ্রাপ্ত অফিসারের নিকট আপিল দায়ের করিতে পারিবেন ইহা কোন ধারার বিধান?
ফৌজদারী কার্যবিধি অনুশীলন-২
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .