নিম্নলিখিত কোন মামলায় ad valorem কোর্ট ফি দিতে হইবে না?
কম মূল্যমানের স্ট্যাম্পে আরজি লেখার কারণে আদালত আরজি প্রত্যাখ্যান বা খারিজ করিয়া দেয়। বাদীপক্ষ আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপীল করে নাই। এই ক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পাইতে পারে?
অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি আদেশ দিতে পারে?
দেওয়ানী কার্যবিধির কোন বিধানমতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়?
দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান বলে একটি আদালত তাহার রায় রিভিউ বা পুনঃবিবেচনা করিতে পারেন?
স্থাবর সম্পত্তিতে কোন আদালতের এখতিয়ারে অবস্থিত উক্ত বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে মামলা দায়ের সম্পর্কে বিধান কোন আইনের কত ধারায়?