দেওয়ানী কার্যবিধির কোন বিধানমতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়?
কম মূল্যমানের স্ট্যাম্পে আরজি লেখার কারণে আদালত আরজি প্রত্যাখ্যান বা খারিজ করিয়া দেয়। বাদীপক্ষ আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপীল করে নাই। এই ক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পাইতে পারে?
অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি আদেশ দিতে পারে?
দেওয়ানী কার্যবিধির কোন বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করিতে পারে?
দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান বলে একটি আদালত তাহার রায় রিভিউ বা পুনঃবিবেচনা করিতে পারেন?
দেওয়ানী আপীলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানী কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে?