দন্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হইয়াছে?
নিচের কোন ক্ষেত্রে যৌথ দায়(Joint liablity) হইবে?
দন্ডবিধির কত ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ আছে?
কোন অপরাধ সংঘটনের প্ররোচনার জন্য কোন শাস্তির উল্লোখ না থাকিলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হইবে-
দন্ডবিধির কোন ধারায় 'জজ' এর সংজ্ঞা প্রদান করা হইয়াছে?
দন্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড?
দন্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দানীয় নরহত্যা খুন বলিয়া বিবেচিত হইবে না?
'ক' এমন একটি রোগে ভুগিতেছে যে, এক আঘাতেই তাহার মৃত্যু হইবার সম্ভাবনা আছে। 'খ' এই কথা না জানিয়া 'ক' কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যাহা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারে। উক্ত আঘাতের ফলে 'ক' মারা যায় 'খ' এর অপরাধ হইবে-
দন্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে?
অাইনানুগ অভিভাবকের নিকট হইতে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করিলে তাহা আইনানুগ অভিভাবকত্ব হইতে মানুষ্য হরণ হইবে?
দন্ডবিধির কোন ধারায় অপরাধের শাস্তি মৃত্যদন্ড হইবে না?
দন্ডবিধির ৩০২ ধারার মামলার অাসামী দাবি করে যে, আসামীর কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামীর, সাক্ষ্য আইনের কত ধারার বিধান?
কোন ব্যক্তি মিথ্যা এজহার করিলে তাহার শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
দন্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদন্ড আদায়যোগ্য?
বাংলাদেশী নাগরিক 'ক' যুক্তরাজ্যে একটি খুন করে। 'ক' এর বিচার এবং শাস্তি -
সরকার মৃত্যুদন্ড হ্রাস করিয়া যে কোন দন্ডে রুপান্তর করিতে পারে দন্ডবিধির কত ধারা অনুযায়ী?
দন্ডবিধি অনুসারে কোন শাস্তিটি বৈধ নহে?
দন্ডবিধির কত নং অধ্যায় সাধারণ ব্যতিক্রমসমূহের বিষয় উল্লেখিত আছে?
'ক' একজন সাক্ষী হিসাবে ম্যাজিষ্ট্রেট 'খ' এর সম্মুখে উপস্থিত হয়। 'খ' বলেন যে তিনি 'ক' এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং 'ক' মিথ্যা শপথ করিয়াছে। এই সকল কথায় 'ক' আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হইয়া 'খ' কে হত্যা করে। 'ক' এর অপরাধ -
যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সে ক্ষেত্রে জরিমানা অনাদায়ে দন্ড হইবে-