সুনিদির্ষ্ট প্রতিকার আইনে বর্ণিত প্রতিকারসমূহের জন্য কোন আদালতে মোকদ্দমা দায়ের করিতে হইবে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হইয়াছে? [B.C.Exam-2017]
চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা মঞ্জুর হয় -
'করিম' রহিমকে ব্যক্তিগত সেবা দিতে রাজি হয়ে চুক্তি করল এমন চুক্তি সুনিদির্ষ্ট প্রতিকার আইনে সুনিদির্ষ্টভাবে-
যিনি দখলে আছেন, তিনি দখলে থাকিবে- এস আর এ্যাক্টের কত ধারার নীতি?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনে সুনিদির্ষ্ট প্রতিকার দেয়া যেতে পারে?
আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হইলে সুনিদির্ষ্টভাবে চুক্তি কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য?
অস্থায়ী নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকে?
অধিকার লঙ্ঘনের ফলে যে ক্ষতি হবে, তার বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া কোন সম্ভবনা না থাকলে আদালত কোন আদেশটি দিতে পারে?
জমি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার প্রদানকরা যেতে পারে-
একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র- [B.C.Exam-2015]
যে ক্ষেত্রে চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদন সম্ভব নয়, সেক্ষেত্রে বাদী বিকল্প কি প্রার্থনা করতে পারে?
স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা অর্থাৎ সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা কত সময়ের মধ্যে দায়ের করিতে হয়?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়টি প্রমাণ করিতে হইবে? [B.C.Exam-2012]
চুক্তি বলবৎ এর মামলা কত সময়ের মধ্যে দায়ের করতে হয়?
অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ কোন ধরণের প্রতিকার?
স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গ করা হইলে টাকার দ্বারা উহার ক্ষতি পূরণ সম্ভব নহে ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার ভাষ্য?
ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে কোনটি বাধা?
'ক' ১০০ মন গম 'খ' এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোন কারণ ব্যতিরেকেই উক্ত গম 'খ' কে সরবরাহ করা হয় নাই। 'খ' এর প্রতিকার কি? [ B.J.S.Exam-2013]
সুনিদির্ষ্ট প্রতিকার আইনে চুক্তি বাতিল সংক্রান্ত ধারাগুলো-