অবশ্যই জানতে হবে
দন্ডবিধি-১৮৬০ এর ইতিহাসঃ
১৮৩৪ সালে ভারতীয় উপমহাদেশের জন্য প্রথম আইন কমিশন গঠিত হয়।
১৮৩৭ সালে এই কমিশনের চেয়ারম্যাান লর্ড মেকলের
নেতৃত্বে
গঠিত ১ম 'ল' কমিশন দন্ডবিধির খসড়া প্রনয়ন করিয়া গভর্নর জেনারেল কাউন্সিলে পেশ করেন। এই খসড়াটি পর্যালোচনার জন্য আরেকটি কমিশন গঠন করা হয়। কলকাতার তদানীন্তন বিচারপতি স্যার বারনেস পিকক
এবং অন্যান্য বিচারপতি যাহারা সেই সময় বিধানসভার সদস্য ছিলেন, তাহারা বিলটি পর্যালোচনা করেন। অতপর ইহা ১৮৫৬ সালে বিধানসভায় উপস্থাপন করা হয় এবং ১৮৬০ সালে (৪৫ নং আইন) বিধানসভায় অনুমোদন করা হয়।
১৯৪৭ সালে পাকিস্থান এবং ভারত বিভক্ত হওয়ার পরেও দন্ডবিধি আইনটি কার্যকর থাকে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২২শে মে জারিকৃত প্রেসিডেন্টেরর ৪৮ নং জরুরি আদেশ বলে পাকিস্থান আমলে চালু হওয়া দন্ডবিধি বহাল রাখা হয়।
★প্রথম আইন কমিশন গঠিত হয়-১৮৩৪ সালে।
★দন্ডবিধি-১৮৬০' প্রকাশ/প্রণীত হয় ৬ই অক্টোবর ১৮৬০ সালে এবং কার্যকর হয় ১লা জানুয়ারী ১৮৬২ সাল হইতে।
★এই আইনে ধারা আছে ৫১১টি
★ইহা একটি মূল আইন(Substantive Law)
★সর্বশেষ সংশোধন হয়-২০০৪ সালে।
১৮৩৪ সালে ভারতীয় উপমহাদেশের জন্য প্রথম আইন কমিশন গঠিত হয়।
১৮৩৭ সালে এই কমিশনের চেয়ারম্যাান লর্ড মেকলের

নেতৃত্বে
গঠিত ১ম 'ল' কমিশন দন্ডবিধির খসড়া প্রনয়ন করিয়া গভর্নর জেনারেল কাউন্সিলে পেশ করেন। এই খসড়াটি পর্যালোচনার জন্য আরেকটি কমিশন গঠন করা হয়। কলকাতার তদানীন্তন বিচারপতি স্যার বারনেস পিকক

এবং অন্যান্য বিচারপতি যাহারা সেই সময় বিধানসভার সদস্য ছিলেন, তাহারা বিলটি পর্যালোচনা করেন। অতপর ইহা ১৮৫৬ সালে বিধানসভায় উপস্থাপন করা হয় এবং ১৮৬০ সালে (৪৫ নং আইন) বিধানসভায় অনুমোদন করা হয়।
১৯৪৭ সালে পাকিস্থান এবং ভারত বিভক্ত হওয়ার পরেও দন্ডবিধি আইনটি কার্যকর থাকে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২২শে মে জারিকৃত প্রেসিডেন্টেরর ৪৮ নং জরুরি আদেশ বলে পাকিস্থান আমলে চালু হওয়া দন্ডবিধি বহাল রাখা হয়।
★প্রথম আইন কমিশন গঠিত হয়-১৮৩৪ সালে।
★দন্ডবিধি-১৮৬০' প্রকাশ/প্রণীত হয় ৬ই অক্টোবর ১৮৬০ সালে এবং কার্যকর হয় ১লা জানুয়ারী ১৮৬২ সাল হইতে।
★এই আইনে ধারা আছে ৫১১টি
★ইহা একটি মূল আইন(Substantive Law)
★সর্বশেষ সংশোধন হয়-২০০৪ সালে।