অসাধু বা অবৈধ উপায়ে সরকারী কর্মচারীকে প্রভাবিত করিবার উদ্দেশ্য পারিতোষিক গ্রহন সম্পর্কে দন্ড বিধির কোন ধারায় দন্ডের কথা বলা হইয়াছে?

ঘরে আগুন দেওয়ার উদ্যোগ নিলে মৃত্যু ঘটানো যায়, ইহা দন্ডবিধির কোন ধারার বিধান?

কোন ব্যক্তি সরকারী স্ট্যাম্প জাল বলিয়া জানিয়া বা জ্ঞাত হইয়া উহা বিক্রয় করিলে তাহার ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড দন্ডিত হইবে ইহা দন্ডবিধির কত ধারায় বলা হইয়াছে?

দন্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না? [B.C.Exam-2012]

মনুষ্য হরণ বা kidnapping এর শাস্তি কি?

দন্ডবিধির ৩০২ ধারায় কি কি শাস্তির বিধান আছে?

X' Y কে চারদেয়ালের মধ্যে তালা মেরে রাখে, X এর অপরাধ কি?

রফিক সাহেব' সরকারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এ সময় 'আব্দুর রহিম' বেআইনীভাবে তাহার যাতায়াতে বাধা দেয় 'আব্দুর রহিম' দন্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন?

খুন নয় এরুপ শাস্তিযোগ্য নরহত্যার শাস্তির বর্ণনা কত ধারায়?

দন্ডবিধির ৩৭৮ ধারায় চুরির বিষয়বস্তু কোন ধরনের সম্পত্তি?

ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান কয়টি?

রফিক' শফিক কে একটি দ্রব্যের মিথ্যা নমুনা দেখিয়ে ইচ্ছাকৃত ভাবে 'শফিক' কে ফাঁকি দিলে, শফিক বিশ্বাস করে নমুনার অপরূপ দ্রব্য ক্রয় করে। রফিক এর অপরাধ কি?

গৃহে, তাবুতে বা জাহাজে চুরি করলে শাস্তি কোন ধারায়?

পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা? [B.J.S Exam-2013]

দন্ডবিধিতে কোনটি অনুমোদিত সাজা নয়-

চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? [B.C.Exam-2013]

বেআইনী সমাবেশ হওয়ার জন্য ন্যূনতম কতজন ব্যক্তির প্রয়োজন হয়?

দন্ডবিধির কত ধারায় খুনসহ ডাকাতির সংজ্ঞা প্রদান করা হয়েছে?

Z' এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে 'Z' এর জমিতে 'A' একটি গাছ কাটে। এক্ষেত্রে 'A' সংঘটন করে- [B.C.Exam-2015]

দন্ডবিধির ৪২০ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?

দন্ডবিধি অনুশীলন-৮
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .