প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
                আরজীতে স্থাবর সম্পত্তির উপযুক্ত বর্ণানা থাকা আবশ্যক তাহা কোন আইনে বলা আছে? 	            
                        
                সমন জারিকরন বা অন্যবিধ ব্যবস্থা এড়ানোর উদ্দেশ্য কোন ব্যক্তি আত্মগোপন করলে তার কত টাকা জরিমানা করা যাবে? 	            
                        
                তামাদি আইন কার্যকর হয় কোন সালের কত তারিখ হতে?             
                        
                বোবা ব্যক্তির সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য বলা হয়?            
                        
                ১৪৫ ধারার বিষয়বস্তু দ্রুত ও স্বাভাবিকভাবে পচনশীল হইলে  ম্যাজিস্ট্রেট নিম্নের কোন আদেশ দিবেন- 	            
                        
                কর্মচারী বা চাকর কর্তৃক মালিকের সম্পদ চুরি করলে শাস্তি কোন ধারায়? 	            
                        
                লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ৫ ধারা প্রযোজ্য হবে না-            
                        
                বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়-             
                        
                সরকারী কর্মচারী কর্তৃক কোন সরকারী কাজ সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোন প্রকার বকশিশ গ্রহন করলে তার শাস্তি কত বছর? 	            
                        
                সাক্ষীর চরিত্র সম্পর্কে কোন ধরনের পরীক্ষা করা যায়? 	            
                        
                কয়টি কারনে আপিল বিভাগ মামলা বা আপিল স্থানান্তর করার আদেশ দিতে পারেন?              
                        
                বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হইবেন?  	            
                        
                চুরির সংজ্ঞা কোন ধারায়? 	            
                        
                নেগেটিভ বা নেতিবাচক নিষেধাজ্ঞা সুনিদির্ষ্ট প্রতিকার প্রতিকার আইনের কত ধারায়? 	            
                        
                সুনিদির্ষ্ট প্রতিকার আইনের মোট কয়টি ধারা আছে? 	            
                        
                চোরাইমাল সম্পত্তি আটকের পদ্ধতি কত ধারায় বর্ণিত আছে? 	            
                        
                আত্মহত্যা করার উদ্যোগ এর শাস্তি কত বছর? 	            
                        
                চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় কয়টি ক্ষেত্রের উল্লেখ আছে? 	            
                        
                'B' এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিম্নের কোন ঘটানাটি বিচার্য বিষয় হবে না-            
                        
                কোন ব্যক্তি গনশৃঙ্খলা নষ্ট বা খর্ব করার লক্ষে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহনের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করলে, তার কত বৎসর মেয়াদের কারাদন্ড হতে পারে? 	            
                        
                নিঃস্ব ব্যক্তি বলা হয়- 	            
                        
                 দন্ডবিধির ৩৭৯ ধারায় সর্বোচ্চ শাস্তি কত? 	            
                        
                দাঙ্গা সংঘটনের জন্য কত জন লোকের প্রয়োজন?               
                        
                 তামাদি আইনে বর্তমানে তফসিল কতটি? 	            
                        
                ঘটনার অনুমানের অন্য নাম- 	            
                        
                সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২১ ধারার বিধান কি?            
                        
                ১৪৬ ধারার বিধান মোতাবেক বিরোধীয় বস্তু ক্রোক করা হইলে ম্যাজিস্ট্রেট সেই ক্ষেত্রে বিষয়বস্তুর ব্যবস্থাপনা করার জন্য কি করিবেন? 	            
                        
                সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে- 	            
                        
                নিদির্ষ্ট সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করা হয়েছে ইহা প্রমাণ কে করবে? 	            
                        
                থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের খবর পাইলে কোন ধারার বিধান মোতাবেক তাহা লিপিবদ্ধ করিবেন? 	            
                        
                দেওয়ানী কার্যবিধির কোন ধারায় মধ্যস্থার বিধান বলা হয়েছে? 	            
                        
                ১৪৫ ধারার বিরোধীয় বিষয়বস্তু ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক ক্রোক করিবেন? 	            
                        
                দন্ডবিধির ৩৮১ ধারায় সর্বোচ্চ শাস্তি কত? 	            
                        
                 নিন্দানীয় নরহত্যার সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় দেয়া হয়েছে?             
                        
                মামলার বিষয়বস্তুতে বিবাদীর স্বার্থ রহিয়াছে বা অনুরুপ স্বার্থের দাবী করে এবং বাদীর দাবীর জবাব বিবাদী দিতে বাধ্য তাহা আরজীতে উল্লোখ থাকিতে হইবে তাহা কোন আইনের বিধান? 	            
                        
                ক' 'খ' সাথে চুক্তি করলো একটি বাড়ি ক্রয় করার জন্য যার মূল্য ২ লক্ষ টাকা। কিন্তু 'ক' পরবর্তীতে বাড়ি বিক্রি করতে অস্বীকৃতি জানালো, এখানে 'খ' কোন ধারায় প্রতিকার পাবে? 	            
                        
                সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তির আংশিক কার্য সম্পাদনের প্রতিকার পাওয়া যায়? 	            
                        
                গৃহে, তাবুতে বা জাহাজে চুরি করলে শাস্তি কোন ধারায়? 	            
                        
                ১৪৫ ধারার কার্যক্রম সূচনা করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হইবেন- 	            
                        
                তামাদী আইন হইতে অব্যহতির অজুহাত থাকিলে তাহা আরজীতে উল্লেখ করতে হইবে ইহা কোন আইনের বিধান? 	            
                        
                মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য 'মধ্যস্থতা প্যানেল' কে প্রনয়ণ করিবেন?  	            
                        
                আসামি মানসিকভাবে অসুস্থ ও আত্মপক্ষ সমর্থনে অপরাগ হলে আদালত তাকে - 	            
                        
                ১৪৫ ধারার মামলায় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রমান করতে পারেন যে,  উপযুক্ত বিরোধের অস্তিত্ব নাই বা ছিল না তাহা হইলে ম্যাজিস্ট্রেট কি করিবেন? 	            
                        
                একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন এডভোকেট কোন পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি-            
                        
                নারী ধর্ষণের সংজ্ঞায় অপরাধের জন্য কয়টি ক্ষেত্র বর্ণনা করা হইয়াছে? 	            
                        
                আরজী খারিজ হইলে নতুন আরজী দাখিল করিয়া মামলা করা যায় ইহা কোন আইনের বিধান? 	            
                        
                নারী ধর্ষণের শাস্তি কোন ধারায়? 	            
                        
                দায়রা আদালত আসামির মানসিক অসুস্থতার পরীক্ষার জন্য কার নিকট প্রেরণ করবেন? 	            
                        
                কোন আদালত ফৌজদারী মামলা স্থানান্তর করতে পারে? 	            
                        
                 আসামি মানসিকভাবে অসুস্থ ও আত্মপক্ষ সমর্থনে অপরাগ হলে মামলার কার্যক্রম কি হবে? 	            
                        
                খুনের সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 	            
                        
                খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমার তামাদি মেয়াদ কত? 	            
                        
                আরজীর সহিত দলিল দাখিল করিলে তাহা আরজীর উপর লিখিয়া বা সংযুক্ত করে দিতে তাহা কোন আইনের বিধান? 	            
                        
                বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কত? 	            
                        
                সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার-             
                        
                আরজী প্রত্যাখান বা নাকোচ কোন আইনের বিধান বলে করা যায়? 	            
                        
                একটি দেওয়ানী মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক'জন সাক্ষীর প্রয়োজন হয় তা-            
                        
                তামাদি আইনের ২ অনুচ্ছেদ অনুসারে ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল কত? 	            
                        
                কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য না? 	            
                        
                সাক্ষ্য আইনের কোন ধারাবলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে?            
                        
                বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করিতে পারেন?             
                        
                সাক্ষ্য আইন অনুুযায়ী নিম্নের কোনটি মৃত্যুকালীন ঘোষনার অত্যাবশকীয় উপাদন?             
                        
                কখন নিঃস্ব ব্যক্তির নিকট হতে কোর্ট ফি আদায়যোগ্য হবে? 	            
                        
                ইন্টার প্লিডার মামলা বলিতে কি বুঝায়? 	            
                        
                চুরির শাস্তি কোন ধারায়? 	            
                        
                ইন্টার প্লিডার মামলার শর্ত হইতেছে-             
                        
                বাদীকে অন্যান্যদের প্রতিনিধি হিসেবে মামলা করার ব্যাপারে আইনের কোন বিধান অনুমতি দেয়? 	            
                        
                কোন ধারার অধীন অপরাধ সংঘটিত হলে কোন অপরাধ হয় না কিন্তু সংঘটিত না হলে অপরাধ হিসেবে গণ্য হয়?             
                        
                 ফৌজদারী আদালতের ভাষা কে নির্ধারণ করবে? 	            
                        
                দায়রা জজের মামলা স্থানান্তর ক্ষমতা কোন ধারায়? 	            
                        
                কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না তাহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণনা করা আছে? 	            
                        
                নিম্নের কোন ব্যক্তি সাক্ষী দিতে পারে? 	            
                        
                তামাদী আইনের ১৯ ধারার বিষয়বস্তু কি? 	            
                        
                চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের বিধান SR Act এর কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?            
                        
                প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে- 	            
                        
                আমলযোগ্য অপরাধের খবর কোথায় দিতে হয়? 	            
                        
                ইন্টার প্লিডার মামলার বাদী উক্ত মামলায় নিজের জন্য কি দাবী করতে পারেন?             
                        
                সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যায়? 	            
                        
                নারী ধর্ষনের সংজ্ঞা কোন ধারায়? 	            
                        
                ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় বিরোধীয় জমিতে কে দখলদারে আছে ম্যাজিস্ট্রেট তাহা স্থির করিতে না পারিলে তিনি কি ব্যবস্থা গ্রহন করিবেন?             
                        
                নিন্দানীয় নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগের শাস্তি কত বৎসর? 	            
                        
                সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য সমর্থিত হওয়া প্রয়োজন? 	            
                        
                বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান অনুযায়ী মঞ্জুর করা যায়? 	            
                        
                সাধারন উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনীভাবে সমাবেশের প্রত্যেক সদস্য দোষী, এটি দন্ডবিধির কোন ধারায় বলা হয়েছে? 	            
                        
                 Inter Pleader সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বর্ণনা করা হইয়াছে? 	            
                        
                বৈধ বিবাহ বলবৎ থাকাকালে বা বিবাহ বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে জন্মগ্রহণ কোন ব্যক্তির জন্য তার বাবা-মার বৈধ সন্তানরূপে জন্মগ্রহণের চুড়ান্ত প্রমাণ ইহা সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 	            
                        
                স্বত্ব ও দখল উদ্ধারের তামাদিকাল কত? 	            
                        
                Mediation এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরুপ Mediation এর কাজ শেষ করতে হবে? 	            
                        
                দন্ডবিধির ৩৮০ ধারায় সর্বোচ্চ শাস্তি কত? 	            
                        
                হাইকোর্ট বিভাগকে কত ধারায় মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহার করার ক্ষমতা প্রদান করা হয়েছে? 	            
                        
                উৎপাত বা আশঙ্কার জন্য জরুরী ক্ষেত্রে তৎক্ষনাৎভাবে বলবত হওয়ার আদেশ জারীর ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট কোন ধারা অনুসারে প্রয়োগ করতে পারে? 	            
                        
                আরজী ফেরত কোন আইনের বিধান বলে দেওয়া হয়? 	            
                        
                লিমিটেশন এ্যাক্ট ১৯০৮ এর কোন কিছুই প্রযোজ্য হবে না -            
                        
                একজন দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী হবে-            
                        
                'ক' কে হত্যা করার দায়ে অভিযুক্ত  'খ' দাবী করে যে,  আকস্মিক উস্কানির জন্য আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে সে এ কাজ করেছে, তাহা প্রমানের দায়িত্ব কার ওপর ন্যস্ত? 	            
                        
                দেওয়ানী আদালতের এখতিয়ারকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 	            
                        
                দেওয়ানী কার্যবিধি অনুযায়ী যে কারণে আরজী ফেরত দেওয়া যায় তাহা হইল?  	            
                        
                আমলের অযোগ্য মামলার সংবাদ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করিবেন-             
                        
                টাকা আদায়ের মামলার ক্ষেত্রে দাবীকৃত টাকার সঠিক পরিমান আরজীতে উল্লেখ করিতে হইবে ইহা কোন আইনের বিধান? 	            
                        
                চোরাইমালের উপর দাবি কতদিনের মধ্যে উত্থাপন করতে হয়? 	            
                        