প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
বৈধ অপরাগতার প্রশ্নে তামাদীর মেয়াদ গণনা স্থগিত থাকে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
তামাদি আইনের কোন ধারা মতে, আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হইলে সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিনে আপিল বা দরখাস্ত দায়ের করা যায়?
দন্ডবিধি ১০০ ধারায় যে সকল ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় সেই ক্ষেত্রগুলির সংখ্যা কত?
দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার হিসাবে যে সকল ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় সেই ক্ষেত্রগুলি কোন ধারায় বর্ণনা করা আছে?
ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন আরম্ভ হয়?
প্রত্যেক মহানগর এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়-
বাদী অনুপস্থিতিতে মামলা খারিজ হলে কি আবেদন করতে হবে?
বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারে?
ফৌজদারী কার্যবিধির কোন ধারার অধীনে হাইকোট বিভাগ হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দানের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
রেস-সাবজুডিসের বিধান দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
কোন মামলা আপীল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদীর মেয়াদ গণনা করিবে, যেই দিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ দিতে হইবে ইহা কোন ধারার বিধান?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলার বাদীকে নিম্নের কোন বিষয়টি প্রমাণ করতে হইবে না?
কে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেন?
আদালত পক্ষদের পরীক্ষা করেন দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার অনুুযায়ী -
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারেন?
কবর হইতে লাশ উত্তোলন করতে পারেন?
মহানগর এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত?
S.R.Act এর ৯ ধারার মামলায় পরাজিত পক্ষ কিভাবে প্রতিকার লাভ করতে পারে?
সাব্যস্ত দেনাদারের সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কোন ধারায়?
অপ্রকৃতিস্থ ইত্যাদী ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বিষয়ে দন্ডবিধির কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে পারেন?
সম্পত্তির বা পদের বা নাগরিক অধিকার সম্পর্কিত মামলাকে দেওয়ানী মামলা বলা হয় ইহা কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ না হইলে, সকল প্রকার দেওয়ানী প্রকৃতির মামলা বিচার করার এখতিয়ার আদালতের থাকবে ইহা কোন ধারার বক্তব্য?
এমন প্রত্যেক কর্মচারী যিনি তার পদাধিকার বলে কোন লোককে আটক করিতে পারেন?
যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়েরের অধিকারী ব্যক্তি তামাদীর মেয়াদকালে নাবালক উম্মাদ বা জড় বুদ্ধি সম্পন্ন থাকে সেইক্ষেত্রে উক্ত অপারগতার অবসান হইবার পর মামলা বা দরখাস্ত দাখিল করিতে পারে ইহা কোন ধারার বিধান?
মানবদেহ ক্ষুন্নকারী যেকোন অপরাধের বিরুদ্ধে নিজ দেহ বা অন্য কোন ব্যক্তির দেহ প্রতিরক্ষার অধিকার থাকিবে ইহা কোন ধারার বিধান?
আপিল, রিভিউ, রিভিশনের আবেদন দাখিলের ক্ষেত্রে তামাদীর মেয়াদ উত্তীর্ণ হইলে তামাদী মওকুফের জন্য আবেদন করা যায়, কোন ধারার বিধান মতে?
ফৌজদারী কার্যবিধির কত ধারায় আসামী কারাগার থেকে মুক্তিলাভ করেন?
সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে মামলা দেওয়ানী আদালতে দায়ের করতে হইবে ইহা কোন ধারার বিধান?
কোন কোন আদালত ফৌজদারী কার্যবিধির অধীনে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারে?
রেস-সাবজুডিস কি?
সরকারী কর্মচারী কর্তৃক উদ্যোগকৃত কোন কার্য যা আইনের দৃষ্টিতে যুক্তিযুক্ত না হইলেও যুক্তি সংগতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে না তাহার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই ইহা কোন ধারার ভাষ্য?
S.R Act এর কোন ধারার মামলায় ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল বা রিভিও আবেদন করা যায় না?
ম্যাজিস্ট্রেট একই বিচারে আসামীর একাধিক অপরাধের শাস্তি একত্রিত করে দিলে উক্ত শাস্তির সর্বোচ্চ পরিমাণ হবে না ম্যাজিস্ট্রেটদের দন্ড দেওয়ার যে এখতিয়ার আছে তার -
আদেশের সংজ্ঞা কোন ধারায় আছে?
দেওয়ানী আদালতের এখতিয়ার কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
কোন ধারায় গ্রেফতারকারী অফিসারকে অপরাধজনক অস্ত্র আটক করার ক্ষমতা দেয়া হয়েছে?
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় এডভোকেটের সংজ্ঞা দেওয়া আছে?
চুরি, দস্যুতা বা অপরাধমূলক অনাধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে নিজ এবং অপর কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকিবে ইহা কোন ধারার বিধান?
ফৌজদারী কার্যবিধি অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেটবর্গকে কতটি শ্রেণিতে বিভক্ত করা যায়?
আদালত দেওয়ানী কার্যবিধির ৩০ ধারায় কি পদক্ষেপ গ্রহন করে?
দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কের বিধান কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
হাইকোর্ট বিভাগ কি ধরনের দন্ড দিতে পারে?
স্থাবর সম্পত্তিতে প্রকৃত মালিক ছাড়া দখলকারীদের স্বত্বই উৎকৃষ্ট স্বত্ব ইহা এস আর এ্যাক্টের কোন ধারার বিধান?
ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণকারীর মৃত্যু ঘটানো ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারে পড়ে ইহা কোন ধারার বিধান?
ফৌজদারী কার্যবিধি অনুযায়ী দন্ডবিধির অধীন বর্ণিত অপরাধ সমূহের বিচার করতে পারে-
ম্যাজিস্ট্রেট সি. আর. মামলা খারিজ বা প্রত্যাহার করলে কোথায় আবেদন করতে হবে?
আদালতে স্বত্ত্বের বা মালিকানার প্রমাণ ছাড়া স্থাবর সম্পত্তির প্রকৃত মালিক উহার দখলদারকে বেদখল করতে পারে না। ইহা কোন ধারার বিধান?
হাইকোর্ট বিভাগ সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে?
সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারে মৃত্যু ঘটাইবার ক্ষেত্রসমূহ কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?