যেইক্ষেত্রে মামলা দায়েরের অধিকারী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দলিল প্রতারণার মাধ্যমে গোপণ রাখা হইলে যেই দিন উক্ত ব্যক্তির সর্বপ্রথম দলিল হস্তাগত হইবে, সেই দিন হইতে তামাদি গণনা শুরু হইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?