তামাদির মেয়াদের পরে দেওয়ানী মামলা দায়ের করার ফল কি?
কখন মুল মামলা বা আপীল দায়েরের তামাদির মেয়াদ বাদ দেওয়া যাবে?
সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপীল করা যায়? [J.S-2010]
মানহানির দরুন ক্ষতিপূরণের মামলার তামাদি কাল কত?
অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
যাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপীল করতে হইবে?
জবর দখলকারী মালিকানা লাভের জন্য মামলা করার তামাদিকাল কত?
স্বত্ব সাব্যস্ত খাস দখলের মামলা তামাদীকাল ১২ বছর ইহা কোন অনুচ্ছেদে বলা হইয়াছে?
'রফিক' উম্মাদ থাকাকালীন অবস্থায় বংশগত একটি পদ লাভের জন্য মামলা করার অধিকার অর্জন করে এবং সুস্থ হওয়ার তিন বছর পর 'রফিক' সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে?
তামাদি আইনে সুনিদির্ষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই- [B.C.Exam-2015]
তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
তামাদি আইনটি কার্যকর করা হয়-
কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য না?
তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়-
তামাদীর মেয়াদান্তে দায়েরকৃত মামলায় বিবাদী পক্ষ তামাদীর প্রশ্ন না তুলিলেও উক্ত মামলা খারিজ বলিয়া বিবেচিত হইবে ইহা কোন ধারার বিধান?
তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে?
সরকারী কোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত অধিকার একনাগারে কত বছর ধরে ভোগ করতে হইবে?
ফৌজদারী মামলায় দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে হাইকোর্টের অধঃস্তন আদালতে আপিলের সময়সীমা কত?
মৃত্যুদন্ডের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হয় তাহা কত অনুচ্ছেদে আছে?
ফৌজদারী কার্যবিধি অনুসারে যে কোন দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করতে হয় ৩০ দিনের মধ্যে ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে?