তামাদি আইনের ৬ ধারায় মোট কয়টি আইনগত অপরাগতার বিষয় উল্লেখ আছে?

তামাদি আইন অনুযায়ী বিলম্ব মওকুফের জন্য আদালতকে ক্ষমতা দেয়া হইয়াছে-

তামাদি মেয়াদে উত্তীর্ণ হইবার পূর্বে লিখিতভাবে উক্ত দায় স্বীকার করিলে উক্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় হইতে নতুন করিয়া মেয়াদ গণনা করিতে হইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?

ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপীল দায়েরের সময়সীমা কত?

একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে। মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর- [B.C.Exam-2013]

দলিলে উল্লেখিত সময় গণনা করতে হয় গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?

তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন - [B.C.Exam-2015]

প্রতারণার ফলাফল সম্পর্কিত বিধানটি উল্লেখ আছে তামাদি আইনের কোন ধারায়?

অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?

ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয় - এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? [J.S-2010]

মামলায় বাদী দাবি করে যে সে একনাগারে বিশ বছর সম্পত্তিতে সুখাধিকারী, বিবাদী প্রমাণ করে যে ঐ বিশ বছরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তার অনুমতি নিয়ে ছিল। এই ক্ষেত্রে মামলার ফলাফল হতে পারে-

মামলায় নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত করার ফলাফল, তামাদি আইনের কোন কত ধারায়?

শুধুমাত্র স্বত্ত ঘোষণার মামলা দায়েরের সময় সীমা কত?

ক্ষতিপূরনের মামলায় তামাদির মেয়াদকাল কত?

তামাদি আইনের ৬ এবং ৭ ধারায় ব্যতিক্রমের বিধানটি উল্লেখ আছে-

তামাদী আইন ১৯০৮ সালে কত নম্বর আইন?

মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত?

সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার মামলায় তামাদী মেয়াদ কত?

ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল দায়ের তামাদির সময়সীমা কত?

কোন আদালতে Limitation Act এর ৩ ধারায় আপত্তি তোলা যায়?

তামাদি আইন-৭
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .