কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদির মেয়াদের সাথে যোগ হইবে? [B.C.Exam-2012]
সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবচ্ছিন্ন দখল- [B.C.Exam-2015]
বিক্রয় বাতিলের মোকদ্দমা রুজুর তামাদির মেয়াদ কত?
কোন আপীল, আপীলের অনুমতি দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
তামাদী আইনের তফসিলের ১৪৪ অনুচ্ছেদে বলা আছে-
কোন মামলা দায়েরের সময়কাল বিষয়ে তামাদি আইনের সুনিদির্ষ্ট বিধান না থাকলে তামাদি মেয়াদ হলো- [B.C.Exam-2015]
Z নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির গণনা শুরু হবে যখন- [B.C.Exam-2013]
X' একটি অংশীদারী ফার্মের বিরুদ্ধে মানি স্যুট করার অধিকারী। উক্ত ফার্মের ২ জন অংশীদার A এবং B ব্যাবসায়িক কারণে উভয়ে উম্মাদ হয়ে পড়ে, এই ক্ষেত্রে তামাদী মেয়াদ শুরু হবে-
তামাদি আইনের ১৮ নং ধারা অনুুযায়ী মামলা করায় প্রতারিত ব্যক্তির মামলায় তামাদির মেয়াদ গননা কখন থেকে শুরু হবে?
দেওয়ানী আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারী মামলা দায়ের করতে হয়?
তামাদি আইনে মোট কতটি ধারা?
কোন ধারা মতে, আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদীর মেয়াদ উত্তীর্ণ হইলে সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিনে আপিল বা দরখাস্ত দায়ের করা যায়?
আইনগত অক্ষমতা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
তামাদি আইন, চুক্তি আইনের (১৮৭২ সালের ৯ নং আইন) ২৫ ধারাকে প্রভাবিত করে না ইহা কোন ধারার বিধান?
তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে প্রতিকার কি?
যাবজ্জীবন কারাদন্ডের আদেশের বিরুদ্ধে আপীল করতে হয় ৬০ দিনের মধ্যে ইহা তামাদি আইনের তফসিলে কত অনুচ্ছেদে বলা হইয়াছে?
কার্যধারা স্থগিত থাকাকালীন সময় তামাদি মেয়াদ থেকে বাদ যাবে, ইহা কোন ধারার ভাষ্য?
অর্থ আদায়ের মামলার তামাদিকাল ৩ বৎসর ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
তামাদি আইনে সুনিদির্ষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই- [B.C.Exam-2015]
তামাদি আইন-১২
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .