চুরি করতে গিয়ে আসামী সেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে-
The Code of Civil Procedure, 1908 এর Order VII rule II অনুসাৱে কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান করা যায়?
Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের_____দিনের মধ্যে।
ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়িককে কত দিন পর্যন্ত দেওয়ানী কারাগারে আটক রাখা যায়?
The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?
The Code of Criminal Procedure, 1898 এ নিমােক্ত কোন শব্দটির প্রয়ােগ নেই?
The Code of Civil Procedure, 1908 এর Order VIll rule_____এ Legal Set-off এর বিধান আছে?
The Limitation Act, 1908 এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে?
The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection এর বিধান রয়েছে?
The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযাগকারীর জবানবন্দি রেকর্ড করেন?
ফৌজদারী মামলার কোন পর্যায়ে আসামী ‘ডিসচার্জের আবেদন করতে পারেন?
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কােন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারেন?
The Penal Code, 1860 এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি?
The Specific Relief Act, 1877 এর 21A ধারায় 'স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্ট্রিকৃত কোনাে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযাগ্য নয়’-- বিধান সংযােজন করা হয় কোন সালে?
The Evidence Act, 1872 এর কত ধারায় "An accomplice shall be a competent witness against an accused person"-সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে?
The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?
The Evidence Act, 1872 এর কত ধারায় “Comparison of signature, writing or seal with others admitted or proved-সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে?
দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয়?
একজন যুগ দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক এর চার বছরের সশ্রম কারাদন্ডের বিরুদ্ধে আপিল করা যাবে-
জি.আর, মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে-
The Code of Civil Procedure, 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে?