বাদীর আরজী সংশোধনের দরখাস্ত না-মন্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দন্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয়-
'ক' ৫,০০০/= টাকা 'খ' কে ৭ দিনের জন্য রাখতে দেয়। 'খ' আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা 'ক' এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ?
আরজীতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার না করা হলে সে বক্তব্য-
সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য?
অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিম্নের কে রেকর্ড করতে পারে?
একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করাতে পারে?
নিম্নের কোনটি Cognizable অপরাধ?
কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারী মামলা করতে পারে না?
কোন মামলা প্রমাণের জন্য কত জনসাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
যাবজ্জীবন কারাদন্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরুপ হবে?
দেওয়ানী মামলায় Peremptory hearing এর পূর্ব পর্যন্ত cost ছাড়া মোট কতটি মূলতবীর আদেশ দেয়া যায়?
'ক' এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ব নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
'ক' এর দোকানে 'খ' ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০/= টাকা সরিয়ে ফেলে খ' পেনাল কোড-এর কোন ধারার অপরাধ করেছে?
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ৪৯১ ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভূক্ত?
যাবজ্জীবন কারাদন্ডের ক্ষেত্রে দন্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দন্ডকে সরকার অনধিক কত বছর হ্রাস করতে পারে?
আসামী যদি আরোপিত অর্থদন্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরুপ আদেশ দেয়া যাবে-
নিম্নের কোন ক্ষেত্রে কোন মামলা এ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে?
চুক্তি প্রবলের মামলা দায়ের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দন্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্টপক্ষ দন্ডবৃদ্ধির জন্য কোথায় আপীল করতে পারে?
নিষেধাজ্ঞার ডিক্রি জারীর দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয়-
পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে?
দন্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই?
একটি জেলা জজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?
নিম্নের কোন চুক্তি সুনিদির্ষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যায়?
দুটি পৃথক মামলায় ভিন্ন দুজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই স্বত্ব দাবী করলে নিম্নের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে?
ফৌজদারী মামলায় প্রসিকিউসনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে-
মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনপক্ষ সংক্ষুব্ধ হলে তার, প্রতিকার নিম্নের কোনটি?
ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীততে স্বাক্ষর করবেন-
যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?
সুনিদির্ষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়?
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি -