প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে


স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা আঘাতের সর্বোচ্চ শাস্তি কত? (What is the maximum penalty for intentionally injuring with a deadly weapon?)
স্থাবর সম্পত্তি বন্ধকমুক্ত করার তামাদি মেয়াদ- (Expiry of immovable property mortgage-)
সম্পত্তির অধিকার বিলুপ্তির বিধানটি তামাদি আইনের কত ধারায়? (What is the provision of abolition of property rights in the provisions of the statute of limitations?)
দন্ডবিধির কোন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শাস্তির বিধান বর্ণিত আছে? (Which section of the Penal Code provides for punishment for criminal conspiracy?)
দন্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা ( Common Intention) জনিত দায় সম্পর্কে বিধান আছে? (Which section of the Penal Code provides for liability due to Common Intention?)
বর্তস্বত্ব অধিকারের মামলাতে বিবাদী প্রমাণ করতে পারে যে ২০ বছরের মধ্যে সে বাধা দিয়েছিল তাহলে মামলার ফলাফল কি হবে? (In a copyright lawsuit, the defendant can prove that he intervened within 20 years, so what will be the outcome of the lawsuit?)
বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির সদস্য সংখ্যা কত? (What is the number of members of the Finance Committee of the Bar Council?)
স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি কোন ধারায়? (In which section is the punishment for voluntarily causing serious injury?)
মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রতাক্ষ্য হতে হইবে, এই নিয়মের ব্যতিক্রম আছে সাক্ষ্য আইনের- (Oral testimony must be direct, there are exceptions to this rule in the Evidence Act-)
বাংলাদেশের এটর্নী জেনারেল পদাধীকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হইবেন। ইহা বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বলা আছে? (The Attorney General of Bangladesh will be the ex-officio Chairman of the Bar Council. This is stated in which paragraph of the Bar Council Order?)
জামিনের অযোগ্য অপরাধের তদন্ত বা বিচারকালে আদালতের নিকট প্রতিয়মান হয় যে, আসামী জামিনের অযোগ্য অপরাধ করিয়াছে বলিয়া বিশ্বাস করার কারন নাই তবে আদালতে আসামীকে জামিন দিতে পারেন ইহা কোন ধারার বিধান? (During the investigation or trial of a non-bailable offense, it appears to the court that there is no reason to believe that the accused has committed a non-bailable offense, but under which section can the court grant bail to the accused?)
কয়টি ক্ষেত্রে দেওয়ানী মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়? (In how many cases is recognition not relevant in civil cases?)
পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে? (Under Section 34 of the Penal Code, there must be a minimum number of defendants for a general offense.)
দন্ডবিধির কোন ধারা অনুযায়ী সরকার মৃত্যুদন্ড হ্রাস করতে পারে? (Under which section of the Penal Code can the government reduce the death penalty?)
X, Y কে একটি দেওয়ানী মোকদ্দমা পরিচালনা হইতে বিরত রাখার উদ্দেশ্যে ঘরপোড়াইয়া দেওয়ার ভয় দেখায় X এর অপরাধ কি হইবে- (X, Y is afraid of being set on fire for the purpose of preventing him from conducting a civil lawsuit.)
শান্তি রক্ষার মুচলেকার মামলা কোন ধারায়? (In which section of the peace defending bond case?
কোনটি সাক্ষ্য আইনের বিষয়বস্তু- (Which is the content of the Evidence Act-)
অস্থায়ী নিষধাজ্ঞা মঞ্জুর করা য়ায়- (A temporary ban should be granted.)
অগ্রক্রয়ের অধিকার কার্যকরের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? (What is the time limit for filing a case for enforcing the right to advance?)
রিভিউ আবেদন কোথায় দায়ের হইবে তাহা কোন ধারায় বলা হইয়াছে? (Where is the review application to be filed?)
জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেফতার হইলে বা আদালতে হাজির করা হইলে কোন ধারার বিধান অনুযায়ী জামিন দেওয়া যেতে পারে? (If a person accused of a non-bailable offense is arrested without a warrant by the officer-in-charge of the police station or produced in court, bail can be granted under which section?)
প্রতারণার মাধ্যমে কোন ডিক্রি নেওয়া হলে উক্ত ডিক্রি রদের মামলা কত দিনের মধ্যে করিতে হইবে- (If a decree is obtained through fraud, within how many days the case for revocation of the decree should be filed-)
কোনটি Private Document- (Any Private Document -)
ডিক্রি জারীর লক্ষে নিম্নে কোন সম্পত্তি ক্রোক করা যাবে না? (Which of the following property cannot be seized for the purpose of issuing decree?)
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় গ্রেফতার ও আটক বিষয়ে বর্ণনা করা হইয়াছে? (Which section of the Civil Procedure Code deals with arrest and detention?)
কয়টি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিতে পারে? (In how many cases can a court issue a permanent injunction?)
কোন এডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতিত শিক্ষানবীশ নিতে পারবেন- (An Advocate may take apprenticeship without the permission of the Bar Council.)
অভ্যাসগত অপরাধীদের সদাচরনের মুচলেকা সর্বোচ্চ কত দিনের জন্য হতে পারে? (For how many days can the habitual offenders have a maximum bond of morality?)
কোন্ সাব কমিটি ৫ জনের অধিক সদস্য দ্বারা গঠিত হবে- (Which sub-committee will consist of more than 5 members-)
যুগ্ন দায়রা জজের দন্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করিতে হইবে? (Where to appeal against the sentence of the Joint Sessions Judge?)
যে কোন বিষয় বিশেষভাবে কোন ব্যক্তির অবগতির মধ্যে থাকে, তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত ' ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? (Any matter which is specifically in the knowledge of a person, then the responsibility to prove that matter is entrusted to him. This is stated in which section of the Evidence Act?)
ঘোষণামূলক মামলা খারিজ হলে প্রতিকার কি? (What is the remedy if the declaratory case is dismissed?)
কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল হইলে উহার কার্যক্রম আপনা - আপনিভাবেই স্থগিত হইবে না বিধানটি কোন আইনে বর্ণিত আছে? (If there is an appeal against a decree or order, its activities will not be suspended automatically. What is the provision in the law?)
দেনাদারকে গ্রেফতার করার উদ্দেশ্য বাসগৃহে প্রবেশ করা যাবে না? (Can't enter the house for the purpose of arresting the debtor?)
চেকের মাধ্যমে ধার দেয়া অর্থ আদায়ের জন্য মামলা কত বছরের মধ্যে করতে হবে? (How many years does it take to sue for recovery of money lent by check?)
নিরোধক প্রতিকার কয়ভাবে দেয়া যায়? (How can preventive remedies be given?)
দেওয়ানী আদালতে স্বাক্ষী পুনঃ তলব সম্পর্কে কোথায় উল্লেখ করা হইয়াছে? (Where is the recall of witnesses in the civil court mentioned?)
সাক্ষ্য আইনের কোন কোন ধারায় Burden of proof নিয়ে আলোচনা করা হয়েছে? (Which of the following sections of the Evidence Act deals with Burden of proof?)
২০ বছর অতিবাহিত হবার কত বছরের মধ্যে বর্তস্বত্ব ঘোষণার মামলা দায়ের করতে হয়- (How many years have elapsed since the lapse of 20 years?)
স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাতের সর্বোচ্চ শাস্তি কত? (What is the maximum penalty for intentionally injuring someone with a deadly weapon?)
B একটি হাসপতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরন করে। A, B এর মৃত্যুকালীন ঘোষনা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে- (B died while being treated in a hospital. A wants to prove B's death declaration. Here A must prove-)
মামলার বিচারাধীন রিসিভার নিয়োগের ক্ষমতাটি আদালতের- (The court has the power to appoint a receiver pending trial.)
শান্তি রক্ষার মুচলেকার নির্দেশ কোন ম্যাজিস্ট্রেট দিতে পারে? (Which magistrate can issue a bond of peace?)
খুজে পাওয়া যায় না এমন ব্যক্তির বিবৃতিটা প্রাসঙ্গিক হতে পারে, যদি বিবৃতিটা- (The statement of the person who could not be found may be relevant if the statement-)
স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা আঘাতের সর্বোচ্চ শাস্তি কত ধারায়? (What is the maximum penalty for intentionally injuring with a deadly weapon?)
কোন ধারা বলে সরকার জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন? (Under which section does the government appoint a district magistrate or an executive magistrate?)
অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা কোন ধারায়? (In which section is the bond of morality of habitual criminals?)
তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে তখন মোকদ্দমা রুজুর তামাদির মেয়াদ কত? (If there is no provision in the schedule of statute of limitations regarding the period of limitation, then what is the period of limitation for filing a suit?)
১০৪ ধারার নিয়মানুসারে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল চলিবে, তাহা কোন আইনে বর্ণনা করা হইয়াছে? (In which law is it stated which orders will be appealed against as per the rules of section 104?)
ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হইলে উহার বিরুদ্ধে কোন ধারা অনুযায়ী আপিল করা যায়? (If the application for recovery of confiscated property is rejected, under which section can an appeal be lodged against it?)
ফৌজদারী মামলা দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল দায়েরের সময়সীমা কত? (What is the time limit for filing an appeal in the High Court against a criminal case, sentence or order?)
প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে- (Preliminary evidence refers to a document that has been presented for inspection.)
নিম্নের কোনটি গৌণ সাক্ষ্য নহে? (Which of the following is not secondary evidence?)
ডিক্রির বিরুদ্ধে আপীলে আপত্তির কারণসমূহ উল্লেখ করিতে হইবে ইহা কোন আইনের বিধান? (The reasons for the objection in the appeal against the decree should be mentioned. It is a provision of which law?)
আগাম জামিনের আবেদন কোন ধারা মতে দায়ের করা যায়? (Under which section can an advance bail application be filed?)
দন্ডবিধির কোন ধারায় যাবজ্জীবন কারাদন্ডে বা কারাদন্ডে দন্ডনীয় অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তির কথা বলা হয়েছে? (Which section of the Penal Code deals with the punishment of attempting to commit a crime punishable by life imprisonment or imprisonment?)
আপীল আদালতের ক্ষমতা কোন ধারায় বর্ণনা করা হইয়াছে? (In which section is the power of the appellate court described?)
মামলার কার্যক্রমে দুই পক্ষই সাক্ষ্য দিলে যে পক্ষ মামলায় হারবে, বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সেই পক্ষের উপর ন্যস্ত' ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? (If both the parties testify in the proceedings of the case, the party which will lose in the case, the responsibility of proving the content is vested in that party. Which section of the Evidence Act states this?)
বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত? (What is the number of members of the executive committee of the Bar Council?)
স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সর্বোচ্চ শাস্তি কত? (What is the maximum penalty for a voluntary serious injury?)
কোন জমির স্বত্ব ঘোষণার মামলা করিতে হইলে বাদীর নিম্ন বর্ণিত কোন শর্তটি উপস্থিত অপরিহার্য? (Which of the following conditions of the plaintiff is essential to file a suit for declaration of ownership of any land?)
যাবজ্জীবন কারাদন্ডের আদেশের বিরুদ্ধে আপীল করতে হয় ৬০ দিনের মধ্যে ইহা তামাদি আইনে তফসিলের কত অনুচ্ছেদে বলা হইয়াছে? (How many paragraphs of the Schedule to the Limitation Act stipulates that an appeal against a life imprisonment order has to be lodged within 60 days?)
মূল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের নিয়মাবলী কোন আইনে বর্ণনা করা হইয়াছে? (Which law describes the rules for filing an appeal against the original decree?)
প্রমাণের দায়িত্ব সাধারণত কোন ধরনের মামলায় থাকে- (The burden of proof usually lies in what kind of case-)
ফরিয়াদী সরকারী কর্মচারী হইলে এবং তাহার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হইলে ম্যাজিস্ট্রেট তাহাকে হাজিরা হইতে অব্যহতি দিকে পারেন কোন ধারা মতে? (If the plaintiff is a government employee and his personal appearance is not required, according to which section can the Magistrate exclude him from appearing?)
স্বেচ্ছাকৃতভাবে আঘাতদানের শাস্তি কোন ধারায়? (What is the penalty for voluntary injury?)
ডিক্রি জারীর জন্য নিম্নের কোন সম্পত্তি ক্রোক করা যাবে? (Which of the following property can be seized for issuance of decree?)
শান্তি রক্ষার মুচলেকা সর্বোচ্চ কত দিনের জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে? (What is the maximum number of days that a magistrate can issue a peace bond?)
বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে- (The amount to be paid along with the charge sheet filed against any Advocate in the Bar Council shall be-)
খালাসের বিরুদ্ধে আপিল কোন ধারায়? (In which section of the appeal against the acquittal?)
অপরাধমূলক ভীতি প্রদর্শন দন্ডবিধির কত ধারায়? (How many sections of the Penal Code for criminal intimidation?)
বিনা বাধায় কতদিন নিরবচ্ছিন্ন জবর দখল থাকিলে প্রকৃত মালিকের মালিকানা স্বত্ব নষ্ট হইয়া যায়? (How long does the ownership of the real owner get lost if there is uninterrupted occupation without any interruption?)
দন্ডবিধির ৩২৬ ধারার অপরাধ কোন ধরনের- (What is the nature of the offense under section 327 of the Penal Code?)
হাইকোর্ট বিভাগ কোন ধারা অনুুযায়ী এক আদালত হতে অন্য আদালতে ফৌজদারী মামলা স্থানান্তর করতে করিতে পারে? (Under which section can the High Court Division transfer a criminal case from one court to another?)
ডিক্রি জারীর পদ্ধতি সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বলা হইয়াছে? (Which section of the Civil Procedure Code deals with the procedure for issuing decrees?)
অর্থ আদায়ের মামলায় ডিক্রি বলে টাকা আদায়ের লক্ষে ডিক্রি জারীর জন্য কোন মহিলাকে দেওয়ানী কারাগারে গ্রেফতার বা আটক রাখা যাবে না কোন ধারা মতে? (According to which section a woman cannot be arrested or detained in a civil jail for issuing a decree to collect money as a decree in a money laundering case?)
স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা কোন ধারায়? (In which section is the definition of voluntary serious injury?)
বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে হিসাব করে ১ম সভা অনুষ্ঠিত হবে- (The 1st meeting will be held from the date of commencement of the term of the Bar Council.)
একটি দলিলের বিষয় বস্তু প্রমাণ করা যেতে পারে- (The subject matter of a document can be proved-)
X' একটি জাহাজের মালিক, জাহাজটি সমুদ্র যাত্রার উপযুক্ত বলিয়া বর্ণনা করিয়া 'Y' কে উক্ত জাহাজের বীমা করিতে প্রবৃত্ত করে 'Y' এই বীমা পলিসি বিলুপ্তির জন্য সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মামলা করিবে? (X 'Owner of a ship, describing the ship as suitable for sea voyage and forcing' Y 'to insure the ship,' Y 'will sue under which section of the Specific Remedies Act for termination of this insurance policy?)
পাথরের উপর অঙ্কিত একটি চিহ্ন সাক্ষ্য আইন অনুযায়ী- (A sign painted on a stone according to the law of testimony-)
যেক্ষেত্রে কোন আসামীর মামলা দন্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সেক্ষেত্রে তাহা প্রমাণের দায়িত্ব ঐ আসামীর উপর বর্তায় এটি সাক্ষ্য আইনে কত ধারায় বলা হয়েছে? (In case the case of an accused falls within the general exceptions of the Penal Code, the responsibility of proving it rests with that accused.)
কতিপয় বাদী বা বিবাদীর মধ্যে একজন সকলের পক্ষে আপিল করিয়া সমগ্র ডিক্রি পাল্টাইতে পারে বিধানটি কোন আইনে বর্ণিত আছে? (Which law provides that one of the plaintiffs or defendants can change the entire decree by appealing on behalf of all?)
বিধি মোতাবেক আপীলের মেমো প্রণয়ন করা না হইলে আপীল আদালত উহা প্রত্যাখান বা উহা সংশোধনের জন্য আপীলকারীকে ফেরত দিতে পারে ইহা কোন আইনের বিধান? (If the memo of appeal has not been prepared as per the rules, the appellate court may reject it or return it to the appellant for amendment.)
অর্ডার ৯ রুল ১৩ অনুসারে এক তরফা ডিক্রি রদের আবেদন মুন্জুর হইলে আপীল হবে না কিন্তু প্রত্যাখ্যান হইলে উহার বিরুদ্ধে আপীল চলে এই বিধানটি কোন আইনে বর্ণিত। (According to Order 9 Rule 13, if the application for revocation of unilateral decree is allowed, there will be no appeal but if it is rejected, there will be an appeal against it.)
মোকদ্দমার পক্ষদ্বয়ের মৃত্যু বিবাহ এবং অসচ্ছলতা সম্বন্ধে দেওয়ানী কার্যবিধি কোন অর্ডারে উল্লেখ আছে? (Death of both the parties to the lawsuit In which order is the Civil Procedure Code relating to marriage and incapacity?)
মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেটের কয় প্রকার আদালত আছে? (How many types of courts are there for a metropolitan magistrate?)
যে মোকদ্দমায় পদের বা সম্পত্তির অধিকার সম্পর্কে প্রতিদন্দিতা হয়, তাকে কি মোকদ্দমা বলা হয়? (Is a lawsuit a dispute over position or property rights?)
কোন দেওয়ানী মামলা চলাকালীন বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর পর কত দিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষক্ত না করলে মামলা বাতিল হবে? (If a plaintiff or a defendant dies during a civil suit, the case will be dismissed if he does not replace his heirs within how many days after his death?)
বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানী আদালতের ক্ষমতা- (Power of Civil Court to issue decree for revocation of revocable documents-)
ডিক্রি জারীর নিমিত্তে কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না? (No property can be seized and sold for decree?)
স্বত্বের ঘোষণামূলক মামলা S.R Act এর কোন ধারা মোতাবেক করা যায়? (Under which section of SR Act can a suit for declaration of title be filed?)
জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কোন ধারার বিধান অনুুযায়ী জামিন দিতে হবে? (Under which section should a person accused of a bailable offense be granted bail?)
খারিজ আপীল পুনরায় চালু করার দরখাস্ত করতে হয় কত দিনের মধ্যে? (How many days do you have to apply to reopen the rejected appeal?)
দেওয়ানী মামলায় ডিক্রি ও আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়েরের সময়সীমা কত? (What is the time limit for filing an appeal in a High Court against a decree and order in a civil case?)
ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলিকা কোন ধারায়? (In which section is the bond of good conduct of vagrant and suspicious person?)
স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাতের শাস্তি কোন ধারায়? (In which section is the punishment for intentionally injuring a person with a deadly weapon?)
দোষ স্বীকারোক্তি কোন ধরনের মামলার ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে? (Confession of guilt will be relevant as evidence in which type of case?)
দলিলের অংশ বিশেষ বাতিল করা যায় তাহা S.R Act এর কোন ধারা অনুযায়ী? (According to which section of SR Act, part of the document can be canceled?)
যে ব্যক্তি কোন তথ্যের অস্তিত্বের দাবী করে সেই তথ্যের উপর নির্ভরশীল কোন আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে সেই ব্যক্তিই তথ্যের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন - ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? (The person who claims the existence of any information and seeks a court ruling on a legal right or liability based on that information must prove the existence of the information - how many sections of the Evidence Act is this?)