প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে

প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করলে চুড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীলে উক্ত প্রাথমিক ডিক্রী সম্পর্কে প্রশ্ন তুলা যাইবে না ইহা কোন ধারার বিধান? (If you do not appeal against the preliminary decree, the appeal against the final decree will not raise any question about the preliminary decree. What is the provision of this section?)
ডিক্রী জারীর প্রথম আবেদনটি কত সময়ের মধ্যে করিতে হইবে? (How long does it take to make the first application for decree?)
ডিক্রি জারী দেওয়ার সময়সীমা কত বৎসর? (What is the time limit for issuing decree?)
ডিক্রি দানকারী আদালত অন্য আদালতকে ডিক্রিজারী সংক্রান্ত সম্পত্তি ক্রোক করার অনুরোধ করলে উক্ত ক্রোকাদেশ কতদিন বলবৎ থাকবে? (If the decree court requests another court to seize the property related to the decree, how long will the decree remain in force?)
কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুন:পরীক্ষা (Reexamination) করিতে পারে? (Which party can re-examine its witness after examining it once?)
দলিল বাতিলের মামলা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক দায়ের করা যায়? (Debt cancellation case can be filed under which section of the Specific Remedies Act?)
জন্মের পূর্বে বা পরে শিশু মারা গেলে তাকে কবর দেওয়া কারাদন্ডযোগ্য হবে যদি- (If a child dies before or after birth, it will be punishable to bury him if-)
আগাম জামিনের বিধানটি কোন ধারায় বিদ্যমান? (In which section the provision of advance bail exists?)
কোন ডিক্রি জারীর উদ্দেশ্যে গ্রেফতার বা আটকের আদেশ প্রদত্ত হইলে তাহার বিরুদ্ধে আপীল চলে না বিধানটি কোথায় বর্নিত আছে? (Where is the provision that if an arrest or detention order is issued for the purpose of issuing a decree, there is no appeal against it?)
‘চাঁদাবাজি’ র সংজ্ঞা দন্ডবিধির কোন ধারায়- (Definition of 'extortion' in any section of the Penal Code-)
গুরুতর আঘাতের সংজ্ঞায় আঘাতকে কত শ্রেণিতে ভাগ করা হইয়াছে? (In the definition of serious injury, injury is divided into how many categories?)
আদালতের নথিপত্র বা সরকারী রেজিষ্টার ইত্যাদি জাল করণের সর্বোচ্চ শাস্তি কি? (What is the maximum penalty for forging court documents or government registers?)
দণ্ডবিধির ১৮৬০-এর ৩০২ ধারার মামলার বিচার কোন আদালতে হয়? (In which court is the case under section 302 of 180 of the Penal Code heard?)
দলিলে উল্লেখিত সময় গণনা করতে হয় গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য? (The time mentioned in the document has to be calculated according to the Gregorian calendar.)
প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমের প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন- (The testimony of a witness cross-examined by the respondent will be relevant to the same subject matter and any subsequent judicial proceedings between the parties when the witness-)
বাংলাদেশের এটর্নী যেনারেল বার কাউন্সিলের ১৫ জন সদস্যের মধ্যে ১জন সদস্য, ইহা বার কাউন্সিল আদেশে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? (1 out of 15 members of the Attorney General Bar Council of Bangladesh, it is stated in which article of the Bar Council Order?)
বার কাউন্সিল ১৫ জন সদস্য সমন্বয়ে গঠিত হইতে হইবে এই বিধান বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? (The Bar Council shall consist of 15 members. Which provision of the Bar Council Order provides for this provision?)
সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী Motive প্রাসঙ্গিক হবে? (How many sections of the Evidence Act will make Motive relevant?)
পাবলিক প্রসিকিউটর কার অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করতে পারেন? (With whose permission can the public prosecutor withdraw the case?)
ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে অপরাধ সংঘটিত হবার আগেই কে তা দমনের আদেশ দিতে পারেন? (Under the Code of Criminal Procedure, who can order the suppression of a crime before it has taken place?)
দালিলিক সাক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায়? (How much of the documentary evidence can be divided?)
ত্রিশ বছর বা ততোধিক পুরোনো দলিল যদি সঠিক হেফাজতে হতে সাক্ষ্য হিসাবে, আদালতে পেশ করা হয় তবে- (If a document of thirty years or more is presented in court as evidence to be in proper custody-)
সরকার ফৌজদারী কার্যবিধির কত ধারায় শাস্তি হ্রাস করতে পারে? (How many sections of the Criminal Procedure Code can the government reduce the punishment?)
মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের মেয়াদকাল কত? (What is the period of appeal against the death sentence?)
মামলার শুনানী সমাপ্ত হইবার পর রায় ৭ দিনের মধ্যে প্রকাশ্য আদালতে প্রদান করিতে হইবে ইহা কোথায় উল্লেখ আছে? (Where is it mentioned that the verdict should be given in the public court within 7 days after the completion of the hearing of the case?)
আপিল চলাকালীন সময় আপীলকারী মারা গেলে কি হবে? (What happens if the appellant dies during the appeal?)
যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য? (Every time you break the contract, you will start re-counting the time limit. This is a commentary on which section of the statute of limitations?)
কোন নিদির্ষ্ট ঘটনা প্রমানের দায়িত্ব ঐ পক্ষের যে কামনা করে যে আদালত ঐ ঘটনার অস্তিত্বের বিশ্বাস করবে এটা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? (How many sections of the Evidence Act state that it is the duty of the party to believe in the existence of a particular case?)
লিখিত প্রাপ্তি স্বীকারের তারিখ উল্লেখ না থাকলে কোন ধরনের সাক্ষ্য দেওয়া যায়- (What kind of evidence can be given if the date of acknowledgment of written receipt is not mentioned-)
অবহেলার ফলে মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায়? (What is the punishment for negligence?)
প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি দন্ডবিধির কত ধারায়? (How many sections of the Penal Code for the purpose of fraud?)
বাদী ঘোষণামূলক মামলা কত ধারা অনুসারে রজু করতে পারে? (How many clauses can the plaintiff file a declaratory suit?)
নিম্নলিখিত কোন ডিক্রীর বিরুদ্ধে আপীল চলে না? (Which of the following decrees is not subject to appeal?)
দন্ডবিধির ৩০৪বি ধারায় সর্বোচ্চ শাস্তি কত? (What is the maximum punishment under section 304B of the Penal Code?)
কোন ধারায় আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের বিধান বর্ণনা করা হইয়াছে? (Which section describes the provisions for filing an appeal against an order?)
মিথ্যা পন্য- প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি কত ধারায়? (What are the penalties for using false product symbols or property symbols?)
ফৌজদারী কার্যবিধির কত ধারায় রায় ঘোষনার পদ্ধতি বর্ণিত আছে? (How many sections of the Criminal Procedure Code describe the procedure for announcing the verdict?)
হুলিয়া জারির পর ক্রোককৃত সম্পত্তি কত দিন অতিবাহিত হলে বিক্রয় করা যায়? (How many days have elapsed since the issuance of Hulia can the sold property be sold?)
এডভোকেট ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদন্ডে দন্ডিত করা যেতে পারে- (If a person other than an advocate engages in law business, he or she may be sentenced to imprisonment.)
X' Y কে চারদেয়ালের মধ্যে তালা মেরে রাখে, X এর অপরাধ কি? (X 'Y is locked in four walls, what is the crime of X?)
দন্ডবিধির ৩০৪এ ধারায় সর্বোচ্চ শাস্তি কত? (What is the maximum punishment under section 304A of the Penal Code?)
সাক্ষ্য আইনে কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে? (How many matters are mentioned in the Evidence Act?)
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় ডিক্রিজারী দেবার শেষ সময়সীমা সম্পর্কে উল্লেখ করা হইয়াছে? (Which section of the Civil Procedure Code deals with the deadline for issuing decrees?)
সম্পত্তি চিহ্ন বা Property mark এর সংজ্ঞা কত ধারায়? (What is the definition of property mark?)
ডিক্রিদারের আবেদনক্রমে ডিক্রি দানকারী আদালত এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে ডিক্রি জারী করতে এবং দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারেন ইহা কোন ধারায়? (Under which section can a court issuing a decree on the application of the decreeder issue a decree in another court of competent jurisdiction and seize the property of the debtor?)
ফৌজদারী কার্যবিধির ৩৪৪ ধারায় প্রদত্ব রিমান্ডের লিখিত আদেশে কার স্বাক্ষর থাকবে? (Whose signature will be on the written remand order issued under section 344 of the Criminal Procedure Code?)
এক তরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপীল কত ধারায়? (How many sections of the appeal against the unilateral original decree?)
ফৌজদারী কার্যবিধির কত ধারায় আসামির জবানবন্দি গ্রহনের ক্ষমতা বর্ণিত আছে? (How many sections of the Criminal Procedure Code describe the power of the accused to take a statement?)
কোন অনুষ্ঠানের গান গাওয়ার জন্য 'X' চুক্তিবদ্ধ হয় কিন্তু পরবর্তীতে চুক্তি সম্পাদনে অস্বীকৃতি জানায় এই চুক্তি সুনিদির্ষ্ট কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য? (An 'X' is contracted to sing at a ceremony but later refuses to execute the contract. This contract cannot be specifically enforced.)
কোন দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে বাদী আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে? (In which two cases can the plaintiff sue rather than declare?)
দেওয়ানী কার্যবিধি অনুযায়ী অর্থ আদায়ের মামলায় ডিক্রির টাকা পরিশোধ করা যায় কাহার নিকট? (According to the Civil Procedure Code, in case of recovery of money, the money can be paid to the decree?)
কোন ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালতের ক্ষমতা একইরূপ- (In which case the powers of the High Court Division and the Sessions Court are the same-)
সন্তানের ভরনপোষন না দিয়ে পরিত্যাগকরলে তা পিতামাতাকে দন্ডযোগ্য অপরাধে অপরাধী করবে , যদি সন্তানের বয়স হয়- (Abandonment without child support will make the parents a punishable offense, if the child is of age-)
প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা বাতিলের দরখাস্ত হাইকোর্ট বিভাগে কত দিনের মধ্যে দায়ের করতে হবে? (Within how many days the application for cancellation of the declaration of confiscation of publication has to be filed in the High Court Division?)
Bail bond এর অর্থ হ্রাস কত ধারায়-(Bail bond means reduction in how many streams-)
দেওয়ানী আদালতের অর্থ ডিক্রি জারীর মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানী জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না? (Which of the following persons cannot be remanded in civil custody in a civil court decree?)
মিথ্যা পন্য-প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি কি? (What is the penalty for using a false product or property symbol?)
নির্বাচনের পর হইতে বার কাউন্সিলের মেয়াদ ৩ বছর এই বিধান বার কাউন্সিলের অর্ডারের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? (The term of the Bar Council is 3 years from the date of election.)
সাক্ষ্য আইনের কত ধারায় প্রাইভেট ডকুমেন্টের কথা বলা হয়েছে? (How many sections of the Evidence Act speak of private documents?)
সুনিদির্ষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক প্রয়োগ করিতে পারেন? (According to which section of the Specific Remedies Act, the discretionary power of the court to issue a decree for the performance of a specific action can be exercised?)
পেনাল কোড এর ৩৪১ ও ৩৪২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোষ করতে পারে- (Penalties under sections 341 and 342 of the Penal Code can be compromised.)
ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে ১৪৫ ধারার আদেশ কে জারি করতে পারে? (Who can issue an order under section 145 under the Code of Criminal Procedure?)
যার উপর ট্রাস্ট সম্পত্তি পরিচালনার ভার ন্যাস্ত থাকে, তিনি তাহা আত্মসাৎ করলে কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? (If the person who is entrusted with the management of the trust property embezzles it, within how many days will he have to file a case?)
যে ক্ষেত্রে ডিক্রী জারির সময়ের ব্যাপারে দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারা প্রযােজ্য হয় না, সেক্ষেত্রে ডিক্রী জারির আবেদনের তামাদি মেয়াদ কত-(In case the time limit for issuance of decree does not apply to section 47 of the Civil Procedure Code, what is the time limit for application for issuance of decree?)
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান উল্লেখ আছে? (How many sections of the Specific Remedies Act mention the provision of personal obstruction in the way of remedy?)
সাক্ষ্য আইনে কিছু ব্যতিক্রম ছাড়া, সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করতে হবে? (Do you have to prove the document in all cases, with some exceptions in the Evidence Act?)
ফৌজদারী মামলায় দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে হাইকোর্টের অধঃস্তন আদালতে আপিলের সময়সীমা কত? (What is the time limit for appeal in a lower court of the High Court against a sentence or order in a criminal case?)
ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল দায়ের তামাদির সময়সীমা কত? (What is the time limit for filing an appeal against a decree or order in the District Judge's Court?)
কত ধারাবলে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহন যোগ্য? (In what way is the statement of the doctor witness acceptable as evidence?)
সাক্ষ্য আইনের কত ধারায় পাবলিক ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া আছে? (How many sections of the Evidence Act define a public document?)
পেনাল কোড এর ১৪৭ ধারার শাস্তিযোগ্য অপরাধ কে আপোষ করতে পারে? (Who can compromise the punishable offense under section 147 of the Penal Code?)
ডিক্রিজারী দেওয়ার শেষ সীমা কত বৎসর পযর্ন্ত? (What is the last limit of decree?)
সাক্ষীর সাক্ষের সারমর্ম কিভাবে লিপিবদ্ধ করতে হয়? (How to record the essence of the witness's testimony?)
যে ক্ষেত্রে চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদন সম্ভব নয়, সেক্ষেত্রে বাদী বিকল্প কি প্রার্থনা করতে পারে? (In cases where precise execution of the contract is not possible, can the plaintiff pray for an alternative?)
ডিক্রিজারীর প্রথম আবেদনটি ডিক্রি প্রদানের তারিখ হইতে কত সময়ের মধ্যে করিতে হইবে? (How long should the first application for decree be made from the date of issuance of decree?)
যাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপীল করতে হইবে? (Within how many days to appeal against life imprisonment?)
সাক্ষ্য আইনে Private Document বা ব্যক্তিগত দলিল বলা হয়- (The Evidence Act is called Private Document.)
আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হইলে সুনিদির্ষ্টভাবে চুক্তি কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য? (If the financial compensation is adequate, the contract cannot be executed precisely.)
সাক্ষ্য আইন কোন আদালতে প্রযােজ্য- (Evidence Act applies to any court-)
বর্তস্বত্ব অধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায়? (How many sections of the statute of limitations of the definition of current rights?)
সোলে ডিক্রির বিরুদ্ধে আপীল চলে না, বিধানটি কোন ধারায়? (There is no appeal against the sole decree, in which section of the provision?)
মানহানির শাস্তি কত ধারায়? (What is the penalty for defamation?)
চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিলের নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে- (The election schedule of the Bar Council should be published by the Chairman at least for the election to be held-)
মূল ডিক্রির বিরুদ্ধে আপীল কোন ধারায়? (In which section the appeal against the original decree?)
ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপাের্ট নাকচ করলে কি আদেশ দিতে পারেন- (What can the Magistrate order if the final report is rejected?)
বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব-অনুমোদন লাগবে- Preparation of rules by the Bar Council requires prior approval.)
ডিক্রিজারীর আবেদন কোথায় করতে হয়? (Where to apply for decree?)
প্ররোচনা দেওয়ার অপরাধ সংঘটিত হতে হলে প্ররোচিত কাজটি- (If the crime of persuasion is to be committed, the act of persuasion is-)
নিম্নবর্ণিত কোন চুক্তি সুনিদির্ষ্টভাবে কার্যকর করা যাইবে না? (Which of the following agreements cannot be specifically enforced?)
ডাক্তারের গুরুতর অবহেলার কারনে রোগির মৃত্যু ঘটিলে অপরাধটি কোন ধারায় শাস্তিযোগ্য? (In which section is the crime punishable if the patient dies due to serious negligence of the doctor?)
আঘাত কত দিন পর্যন্ত তীব্র যন্তণ্রা প্রদেয় হইলে গুরুতর আঘাত বলিয়া গণ্য হইবে? (How long will the injury be considered a serious injury if it is caused by severe pain?)
ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা যায়? (Under which section of the Criminal Procedure Code can a case for recovery of immovable property be filed?)
পণ্য-প্রতীক বা Trade mark এর সংজ্ঞা কত ধারায়? (What is the definition of a trade mark?)
ফৌজদারী মামলায় কোন ক্ষেত্রে দ্বিতীয় আপীল করা যায়? (In which case a second appeal can be made in a criminal case?)
ডিক্রি কার্যকর করতে বাধা প্রদানের শাস্তি কি? (What is the penalty for obstructing the execution of the decree?)
তামাদি আইনের ২১ ধারা অনুযায়ী কাহারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি- (According to section 21 of the statute of limitations, who is the representative of the disabled person-)
মেট্রোপলিটন এলাকাতে কে সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনী সমাবেশ ভঙ্গ করতে পারে? (Who can use military force to disrupt illegal assembly in a metropolitan area?)
মুল্যবান জামানত উইল ইত্যাদি জাল করলে সর্বোচ্চ শাস্তি কি? (What is the maximum punishment for forgery of valuable security wills etc.?)
বেপরোয়া গাড়ি চালাইয়া মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায়? (What is the punishment for reckless driving?)
দলিল সংশোধনের মামলা দায়ের করতে হয় কত দিনের মধ্যে? (How many days to file a case to amend the documents?)