ফৌজদারি কার্যবিধি ১৮৯৮.
★সর্বপ্রথম বিধিবদ্ধ হয়-১৮৬১ সালে।
★বর্তমানে আইনটি বিধিবদ্ধ/প্রণীত/পাস হয়-২২শে মার্চ,১৮৯৮ সালে
★ফৌঃকাঃ ১৮৯৮ সালের-৫নং আইন
★এটি পদ্ধতিগত আইন(Procedural/Adjective law)
★১৮৯৮ সালের ১লা জুলাই হতে কার্যকর হয়।
★এই আইনে ৯টি ভাগে ৪৬টি অধ্যায়ে ৫৬৫টি ধারা ও ৪ টি
তফসিল রয়েছে।(প্রথমটি বাতিল হয়েছে ২০১২ সালে)
★সর্বশেষ সংশোধিত হয়-২০১২ সালে।