বিবাদী বাসস্থান আদালতের স্থানীয় এখতিয়ারের বাহিরে হইলে বিবাদী যেই প্রতিনিধির মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন তার উপর সমনজারী করিলে মালিকের উপর জারি করা হইয়াছে বলিয়া পরিগণিত হইবে ইহা কোন বিধান?