কি কি কারণে আদালত তাহার সহজাত ক্ষমতা প্রয়োগ করে থাকে?

মোকদ্দমা রুজু করণ সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বলা হয়েছে?

কখন সমন জারী করার প্রয়োজন নেই?

কোন দেওয়ানী আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিক্রি নয়, তাকে কী বলে?

কোন ধরনের সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য কমিশন গঠন করা হয়?

একই বিষয় বস্তু নিয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে একই এখতিয়ার সম্পন্ন আদালতে নিষ্পত্তি হয়ে যাওয়া মোকদ্দমা পুনরায় দায়ের করা যাবে না, কোন ধারার বিধান?

অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে- (B.C.Exam-2015]

চুড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? [B.J.S Exam-2013]

আরজি সংশোধনের আবেদন আদালত না মুন্জুর করলে কি করিবেন?

কখন দেওয়ানী মামলা দায়ের করা করা যাবে না?

কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়?

ডিক্রি জারী দেওয়ার সময়সীমা কত বৎসর?

আরজি ফেরত এবং আরজি নাকচ বলতে আমরা বুঝি?

চুড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে?

রায়ের পূর্বে আদালত ক্রোকের আদেশ দিলে প্রতিকার কি?

যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মামলাটি - [B.C.Exam-2013]

সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানী মামলা করলে, সরকার-বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অন্যুন্য কত দিনের সময় মুন্জুর করবে? [B.J.S Exam-2012]

যে মামলা একাধিক আদালতে দায়ের করা যায় সে মামলা অপর কোন আদালতে স্থানান্তরের জন্য কখন আবেদন করবে?

আদালত কর্তৃক উভয়পক্ষের জবানবন্দী গ্রহণ করা হয় কোন বিধান মতে?

একতরফা ডিক্রির বিরুদ্ধে ডিক্রি প্রদানকারী আদালতে কোন আইনে প্রতিকার এর জন্য আবেদন করা যাবে?

দেওয়ানী কার্যবিধি অনুশীলন-৩৬
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .