কোন আদালত দৈনিক কার্য-তালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করতে পারে? (B.C.Exam-2015]
২৫,৫০,০০০/ (পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মূল্যমানের দেওয়ানী মোকদ্দমা কোন আদালতে দায়ের করা যায়?
বিকল্প সমনজারী বিষয়ে দেওয়ানী কার্যবিধি ৫ অর্ডারের কত নং রুলে বলা হয়েছে?
ডিক্রিদানকারী আদালত ডিক্রিদারের আবেদনক্রমে উহা জারীর জন্য অন্য আদাতে প্রেরণ করতে পারে ইহা কোন ধারায় উল্লেখ আছে?
প্রয়োজনীয় এবং যথাযুক্ত পক্ষ মোকদ্দমার পক্ষ না হলে তাকে কি বলে?
দেওয়ানী মামলায় আরজিতে উত্থাপিত দাবী সমর্পনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে সেগুলির বিষয় তার করনীয় কি?
স্বীকারোক্তির উপর ভিক্তি করে আদালত রায় বা আদেশ প্রদান করতে পারে ইহা অর্ডার ১২ এর কোন রুলে বলা হয়েছে?
আদালত কোন দলিল আটক করার আদেশ প্রদান করতে পারে কোন বিধান মতে?
চুড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? [B.J.S Exam-2013]
কোন দেওয়ানী মামলা চলাকালীন বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর পর কত দিনের মধ্যে তার ওয়ারিশ দের স্থলাভিষক্ত না করলে মামলা বাতিল হবে?
যেই মামলা দুই বা ততোধিক আদালতে দায়ের করা যায় তাহা বিবাদী তাহার সুবিধার্থে উহাদের যেকোন একটিতে স্থান্তরের আবেদন করতে পারে, ইহা দোওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান-
রায়ের পূর্বে সম্পত্তির ক্রোক হইয়া থাকিলে ডিক্রি জারীর জন্য তাহা পুনরায় ক্রোকের প্রয়োজন নাই ইহা কোন আইনের বিধান?
বাদীকে অন্যান্যদের প্রতিনিধি হিসেবে মামলা করার ব্যাপারে আইনের কোন বিধান অনুমতি দেয়?
কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল হইলে উহার কার্যক্রম আপনা -আপনিভাবেই স্থগিত হইবে না বিধানটি কোন আইনে বর্ণিত আছে?
আরজী সংশোধন করা যাবে- [B.C.Exam-2012]
নিষেধাজ্ঞার আদেশ কত প্রকারের হতে পারে? [B.J.S Exam-2008]
তত্ত্বাবধায়ক তার কর্তব্য অবহেলার কারণে সম্পত্তির ক্ষতিসাধন হলে তার বিরুদ্ধে আদালত কি আদেশ দিতে পারেন?
প্লিডিং এ কোন বিষয়টি উল্লেখ থাকার প্রয়োজন নাই?
দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে পক্ষদ্বয়ের উপস্থিতি বা অনুপস্থিতির ফলাফল সম্পর্কে বলা হয়েছে?
নিম্নের কোনটি অন্তবর্তীকালীন মুনাফা হিসাবে গন্য?
দেওয়ানী কার্যবিধি অনুশীলন-২০
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .