এডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানী মামলার আরজীতে কাহার দস্তখত প্রয়োজন হইবে? [B.C.Exam-2012]
আরজির মাধ্যমে মোকদ্দমা রুজু করিতে হইবে ইহা দেওয়ারী কার্যবিধির কোন বিধানে উল্লেখ করা হইয়াছে?
মোকদ্দমার কোন পক্ষই হাজির না হলে আদালত মামলাটি-
আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি কখন করতে হয়?
কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ -
একটি মূল দেওয়ানী মামলা শুরু হয়-
বাদীর আয়ত্তাধীন দলিল না থাকিলে তাহা কোথায় আছে আরজিতে তাহা উল্লেখ করিতে হইবে, ইহা কোন আইনের বিধান?
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আরজি সংশোধনের আবেদন করতে হয়?
মোকদ্দমা খারিজ হবে যদি চুড়ান্ত শুনানীর সময়-
আরজিতে বিবৃত অভিযোগসমূহ বিবাদীর লিখিত জবাবে সুনিদির্ষ্টভাবে অস্বীকার করা না হলে, তা হবে বিবাদীর- [B.C.Exam-2013]
দেওয়ানী কাযর্বিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি-
সোলে ডিক্রির বিরুদ্ধে আপীল চলে না, বিধানটি কোন ধারায়?
প্রত্যাপনের জন্য আবেদন কোন আদালতে করিতে হয়?
যদি লিখিত জবাব পেশের পরবর্তীতে মামলার কোন পক্ষ কোন বিষয়ে দরখাস্ত পেশ করেন, যা পূর্বেই পেশ করা সমীচীন ছিল। তখন অপর পক্ষকে কত টাকা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিবেন?
যেখানে বিষয়বস্তু অবস্থিত সেখানেই মামলা দায়ের করিতে হইবে, ইহা দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
আদালত প্লিডিংস কর্তনের আদেশ প্রদান করিবেন কোন ক্ষেত্রে?
দেওয়ানী কার্যবিধির ২২ ধারায় কি বলা হইয়াছে?
কোন দেওয়ানী মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রিে প্রস্তুত করতে হয়? [B.J.S Exam-2013]
কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে- (B.C.Exam-2015]
মূলতবী খরচাদি পরিশোধ না করলে আদালত মামলটি খারিজ করবেন বা একতরফা নিষ্পত্তি করবেন এর প্রতিকার কি?
দেওয়ানী কার্যবিধি অনুশীলন-১৭
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .