বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের জন্য আইনের মাধ্যমে গঠিত একটি বিধিবদ্ধ সংস্থা। আইনজীবীদের জন্য এই প্রতিষ্ঠানটি The Bangladesh Legal Practitioners and Bar Council Order,1972-বিধান অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্থা সমগ্র বাংলাদেশের আইনজীবিদের তালিকাভূক্তি,আচরণবিধি,শাস্তি তথা সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই আইনে ৪৬ টি অনুচ্ছেদ,৯৯ টি বিধি এবং পেশাগত আচরণবিধির ৪ টি অধ্যায় আছে। ২৬ শে মার্চ ১৯৭১ হইতে এই আইনের কার্যকারিতা আরম্ভ হয়। ★এই আইনটি ১৯৭২ সালের রাষ্ট্রপতির ৪৬নং আদেশ ★সর্বশেষ সংশোধন হয়-২০১২ সালে