বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে পারে?
Canons of professional conduct and Etiquette এ মোট কতটি বিধি আছে?
একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন এডভোকেট কোন পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি- [B.C.Exam-2013]
বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত?
এডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় উনুত্তীর্ণ হইলে পরবর্তীতে অনুষ্ঠিতব্য আর কতটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ না করিলে তাহার লিখিত পরীক্ষার ফলাফল বাতিল বলিয়া গণ্য হইবে?
বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে?
একজন এডভোকেট অন্য কোন পেশায় সক্রিয়ভাবে জড়িত হবেন না কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করিবেন না ইহা অধ্যায়-৪ এর কোন বিধির বিধান?
কোন এডভোকেট প্রবেট, বন্ধকী সম্পত্তি উদ্ধার কিংবা আদালতের মাধ্যমে নিলামে বিক্রয়ের মামলায় জড়িত থাকিলে তিনি ঐ সম্পত্তি নিজে বা বেনামে খরিদ করিতে পারিবেন না এই বিধান অধ্যায়-২ এর এর কোন বিধিতে বলা আছে?
কেবল অপর পক্ষকে হয়রানীর লক্ষ্যে কোন পক্ষ একটি দেওয়ানী মামলা করতে ইচ্ছুক- এক্ষেত্রে একজন এডভোকেট [B.C.Exam-2013]
একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো- [B.C.Exam-2013]