নির্বাচনের পর হইতে বার কাউন্সিলের মেয়াদ ৩ বছর এই বিধান বার কাউন্সিলের অর্ডারের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তীয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো- [B.C.Exam-2013]
BLD এর পুরা নাম কি?
ট্রাইব্যুনালে ৩ জন সদস্যর মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কয়জন?
বাংলাদেশ বার কাউন্সিল কোন সালে প্রতিষ্ঠিত হয়?
বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কর্তৃক শাস্তি প্রাপ্ত একজন এডভোকেট বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে?
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডার এর কোন অনুচ্ছেদে বার কাউন্সিলের নাম 'বাংলাদেশ বার কাউন্সিল' হিসাবে অভিহিত করা হইয়াছে?
সরকারের মামলায় নিযুক্ত এডভোকেটের প্রাথমিক দায়িত্ব দোষী সাব্যস্ত করা নহে বরং দেখা ন্যায় বিচার করা হইয়াছে কি না ইহা অধ্যায়-২ এর কোন বিধিতে বিধান?
নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ কোন আদালতে দায়ের করতে হবে?
একজন এডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পন করবে, যদি তাঁকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়- [B.C.Exam-2013]