বার কাউন্সিল ১৫ জন সদস্য সমন্বয়ে গঠিত হইতে হইবে এই বিধান বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
বাংলাদেশ বার কাউন্সিল একটি -
বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে-
রাষ্ট্রপতির কত নম্বর আদেশ বলে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়?
যে আইন দ্বারা বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় তাহার তাহার নাম কি?
একজন এডভোকেটকে আইন পেশা হইতে বহিস্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? [B.C.Exam-2012]
বার কাউন্সিলের আদেশের কোন অনুচ্ছেদে পেশাগত অসদাচর শাস্তিযোগ্য বলা হইয়াছে?
কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক এডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনায় অধিকার থাকবে- [B.C.Exam-2013]
আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তীয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো- [B.C.Exam-2013]
নিম্নের কোন ব্যক্তি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হওয়ার যোগ্য নহেন-