কোন চুক্তিকে হ্যাঁ বোধক ও না বোধক কার্য সম্পাদনের বাধ্য বাধকতা থাকিলে আদালত হ্যাঁ বোধক চুক্তি সম্পাদনের নির্দেশ দিতে না পারিলেও না বোধক কার্য সম্পাদনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারেন। ইহা এস.আর এ্যাক্টের কোন ধারার বিধান?