যেক্ষেত্রে সহায়তাকারী এবং সহায়তাকৃত ব্যক্তির অভিপ্রায় এক ও অভিন্ন, সেক্ষেত্রে কোন ধারা প্রযোজ্য?
দন্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দানীয় নর হত্যা খুন হবে না-
অপরাধমূলক ষড়যন্ত্র হতে সর্বনিম্ন কতজন সদস্য থাকবে?
X নিজেকে Y হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। X এর কৃত অপরাধ হলো - [B.C.Exam-2013]
চুরি, দস্যুতা বা অপরাধমূলক অনাধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে নিজ এবং অপর কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকিবে ইহা কোন ধারার বিধান?
বাসগৃহে চুরির সাজা কত ধারায়?
প্রতারণা করবার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি কত?
চোরাইমাল গ্রহণের শাস্তি কত ধারায়?
অপহরণের শাস্তি কোন ধারায়?
খুনসহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি কোন ধারায়?
মৃত্যুদন্ডে দন্ডনীয় অপরাধের অপরাধীকে বাচাঁনোর জন্য সাক্ষ্য নষ্ট করা বা মিথ্যা সংবাদ দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি কি?
দন্ডবিধির কোন ধারায় আদালতের নথিপত্র বা সরকারী রেজিষ্টার ইত্যাদি জাল করণ এর শাস্তির কথা বলা হয়েছে -
কোন অপরাধে মৃত্যু সংঘটিত হলে শাস্তি নেই কিন্তু বেঁচেগেলে শাস্তি আছে?
মিথ্যা সার্টিফিকেট প্রদান বা সাক্ষর করলে তার শাস্তি দন্ডবিধির কত ধারায় আছে?
'রফিক' এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে শফিক বিঘ্ন সৃষ্টি করে। এতে 'রফিক' এর চলাচল বাধাগ্রস্থ হয়। 'শফিক' এর কৃত অপরাধ হলো?
'ক' ৫,০০০/= টাকা 'খ' কে ৭ দিনের জন্য রাখতে দেয়। 'খ' আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা 'ক' এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ? [B.J.S Exam-2014]
স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা কোন ধারায়?
দন্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে না। [B.C.Exam-2012]
দাঙ্গার সংজ্ঞা দন্ডবিধির কোন ধারায় দেওয়া হইয়াছে?
অর্থদন্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায় করা যায়- [B.C.Exam-2015]
দন্ডবিধি অনুশীলন-৩
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .