Confession কখন গ্রহণযোগ্য নয়?

ফৌজদারী মামলায় কোন ব্যক্তির চরিত্র কখন প্রাসঙ্গিক হয়?

ফৌজদারী মামলায় প্রসিকিউসনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে- [B.J.S Exam-2014]

কোন কোন ক্ষেত্রে আদালত কোন বিষয়কে মিথ্যা প্রমানের জন্য সাক্ষ্য দিতে দিবেন না?

প্রমাণের দায়িত্ব কার?

বাদীকে বিপক্ষ জেরা করার পর, বাদী পক্ষের আইনজীবী যদি পুনরায় বাদীর জবানবন্দি নেয় তবে ইহাকে বলে -

১৮৭২ সালের সাক্ষ্য আইন এর কত ধারা বলে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উদ্দেশ্য, কারন বা পরিনাম সেগুলো প্রাসঙ্গিক?

একটি দলিলের সত্যায়িত কপিকে কোন ধরনের অনুমান বলা হয়?

কোন সরকারী দলিলের সহিমোহরী নকলের উপর লেখা থাকে-

সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে- [B.C.Exam-2015]

সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য সমর্থিত হওয়া প্রয়োজন?

আদালত কর্তৃক নোটিশ দেওয়া সত্ত্বেও যে দলিল দাখিল করা হয় নাই, আদালত অবশ্যই ধরিয়া নিবেন, অদাখিলকৃত দলিলখানি-

ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তাহা প্রমাণের দায়িত্ব কার? [B.C.Exam-2012]

১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয় বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি-

কোনটি Private Document - [B.C.Exam-2013]

মৃত্যুকালীন ঘোষণা কাহার নিকট দিতে হইবে?

বিচার্য বিষয় সম্পর্কিত বা বিচার্য বিষয়ের অস্তিত্ব নিবারণের জন্য না হইলে আদালত অশ্লীল ও কেলেঙ্কারী প্রশ্ন করতে দিবেন না ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে না?

সাক্ষ্য আইন অনুযায়ী নিম্নের কোন ব্যক্তি আদালত বলে গণ্য হবে না?

মৃত ব্যক্তির তার মৃত্যুর পূর্বে দায়েরকৃত জিডি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান মতে গ্রহণযোগ্য?

সাক্ষ্য আইন-৭
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .