কোন সাক্ষীর সাক্ষ্য প্রতক্ষ না হলেও প্রাসঙ্গিক হতে পারে?
প্রত্যায়িত অনুলিপি উপস্থিত করিয়া সরকারী দলিল প্রমাণ সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কোন ধারায়?
সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রতাক্ষ্য হতে হইবে, এই নিয়মের ব্যতিক্রম আছে সাক্ষ্য আইনের-
বৈধ বিবাহ বলবৎ থাকাকালে বা বিবাহ বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে জন্মগ্রহণ কোন ব্যক্তির জন্য তার বাবা -মার বৈধ সন্তানরূপে জন্মগ্রহণের চুড়ান্ত প্রমাণ ইহা সাক্ষ্য আইনের কত ধারায় আছে?
মালিকের অনুমতি নিয়ে 'করিম' একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবী করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
প্রতক্ষ্য সাক্ষ্য ও গৌণ সাক্ষের মধ্যে কোনটি অগ্রাধিকার পাইবে?
সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরোনো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুুকে আদালত সঠিক মনে করবে,যদি দলিলটি- [B.C.Exam-2012]
সাক্ষ্য আইন ১৮৭২ সালের -
সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের কোন কাজ প্রাসঙ্গিক বলে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায়?
জেরায় নিম্নেের কোন প্রশ্ন করা যায়, যাহা সাক্ষ্য আইনের ১৪৬ ধারায় বলা হয়েছে?
কোন ধারা অনুসারে পূর্ববর্তী মামলার রায় পরবর্তী মামলায় সাক্ষ্য হিসাবে ব্যবহার হয় -
একটি দলিলের বিষয় বস্তু প্রমাণ করা যেতে পারে- [B.C.Exam-2013]
কোন ধরনের দোষ স্বীকার অগ্রহণযোগ্য?
সাক্ষ্য আইনের কত ধারায় প্রাইভেট ডকুমেন্টের কথা বলা হয়েছে?
সাক্ষ্য আইনের কোন ধারায় অনুমান ভিক্তিক সিদ্ধান্তের ঘোষণা প্রদান করা হইয়াছে?
কোন ধরনের সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
প্রত্যাহারকৃত স্বীকারোক্তি কোনটি?
৩০ বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় - [B.C.Exam-2015]
১৮৭২ সালের সাক্ষ্য আইনের কোন ধারায় Res judicata নীতির প্রতিফলন ঘটেছে?
সাক্ষ্য আইন-৬
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .