একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে- [B.C.Exam-2015]

বিনা টিকেটে ট্রন ভ্রমনের অভিযোগে 'রহিম' অভিযুক্ত হয়। 'রহিম' এর টিকিট ছিল এ বিষয়টি প্রমানের দায়িত্ব?

সাক্ষ্য আইনের স্বকার্যনীত নীতি কোন ধরনের মামলায় ব্যবহার করা যায়?

ভয়ভীতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করিলে উহা-

সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষীর স্মৃতি পুন:জীবিত করার জন্য প্রশ্ন করা যায়?

যেসব ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির প্রদর্শন করে তা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারায় বিধানটি বর্নিত?

যে লিখন বা দলিল সাক্ষীর স্মৃতিপুনরুজ্জীবিত করার জন্য ব্যবহৃত হয় তাহার বিরুদ্ধে চাহিলে আদালতে উপস্থাপন করতে ইহা কত ধারার ভাষ্য?

কোন মামলা প্রমাণের জন্য কত জনসাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন? [B.J.S Exam-2014]

অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তাহার জন্য নূতন করিয়া বিচার হইবে না- এই সম্পর্কিত বিধান কত ধারায়?

নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায় ইহা কত ধারায়?

নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায় ইহা কোন ধারার বিধান?

ফটোস্ট্যাট কপি কোন ধরনের সাক্ষ্য?

কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য?

পুনরায় জেরা করা যায়-

স্বীকৃতি প্রমাণ করা যায়-

যে বিষয়ের উপর নির্ভর করে কোন মামলায় দাবিকৃত বা অস্বীকৃত কোন অধিকার দায় নির্ধারণ করে তাকে কি বলে?

প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে- [B.C.Exam-2013]

সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধানের উল্লেখ আছে?

সাক্ষ্য আইনের ১১৬ ধারার স্বীকৃতির নীতিটি কোন ধরনের সম্পত্তির জন্য প্রযোজ্য?

জেরা করার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?