কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য? [B.C.Exam-2012]

সাক্ষ্য আইনের এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-examine করা যায়?

নিম্নোক্ত কোন ব্যক্তি স্বীকারোক্তি দিতে পারে না?

সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করাতে পারে? [B.J.S Exam-2014]

সাক্ষ্য আইনের ৩ ধারায় উল্লেখ্য আছে-

কোন ধরনের মামলায় সাক্ষ্য হিসেবে দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে-

দেওয়ানী মামলার কোন ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক হয় যদি -

নিম্নের কোনটি পাবলিক দলিল?

ব্যবসার ক্ষেত্রে কোন রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক - এই সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কত ধারা?

একপক্ষ্যের দাবীকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না, যদি তা হয়-

আদালতের পরিদর্শনের জন্য যে সব দলিল উপস্থাপন করা হয় তাকে সাক্ষ্য আইনে কি বলা হয়?

কোন ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?

অস্পষ্ট শব্দ ইত্যাদির অর্থ সম্পর্কে সাক্ষ্য সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কোন ধারায়?

সাক্ষ্য আইনের ১১৬ ধারার স্বীকৃতির নীতিটি কোন ধরনের সম্পত্তির জন্য প্রযোজ্য?

ব্যবসা প্রসঙ্গে নিয়মিত যে হিসাবের খাতা রাখা হয়, তাহাতে লিখিত কোন কিছুতে যখন এমন বিষয়ের উল্লেখ থাকে, যে বিষয়ের অনুসন্ধান করা আদালতের কর্তব্য, তখন তাহা হইবে-

সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা আছে?

X একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায়?

সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃজেরা করা যায়- [B.C.Exam-2015]

সাক্ষ্য আইনের কোন কোন ধারায় Burden of proof নিয়ে আলোচনা করা হয়েছে?

পুলিশের হেফাজতে অবস্থানকালে যদি কোন আসামী ম্যাজিস্ট্রেটের সম্মুখে বা উপস্থিতিতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা অনুুযায়ী দোষ স্বীকার করে তবে ঐ স্বীকারোক্তি আসামীর বিরুদ্ধে প্রমাণ যোগ্য হবে। ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?

সাক্ষ্য আইন-৪
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .