যে ব্যক্তি কোন তথ্যের অস্তিত্বের দাবী করে সেই তথ্যের উপর নির্ভরশীল কোন আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে সেই ব্যক্তিই তথ্যের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন - ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?